হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুঁড়াই ঝরা ফুল একেলা আমি

আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ,  প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৮তম জন্মদিন। এই বিশেষ দিনে কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। নজরুলগীতি এর প্রতি দুর্বলতা আমার সব সময়ই।   কবির সৃষ্টি সব অসাধারণ গানের মধ্য থেকে একটি গান গাইলাম। হৃদয়ছোঁয়া এই গানটি আশাকরি সবার ভাল লাগবে।

৫,৮৬৩ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুঁড়াই ঝরা ফুল একেলা আমি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।