নজরুল গীতিঃ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে তার  ১১৬তম জন্মবার্ষিকীতে এই গানটি আমি গেয়েছিলাম। আজ সিসিবি তে দিলাম। আশাকরি ভাল লাগবে।

১১ টি মন্তব্য : “নজরুল গীতিঃ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে”

      • পারভেজ (৭৮-৮৪)

        এইটুকু বর্ননা। শুনেই অনুপ্রানিত হলে যখন, পুরোটাই ভেঙ্গে বলি তাহলে।
        আশাকরি আরও বেশি অনুপ্রানিত হবে।

        প্রথমে তোমার গানটা শুনলাম।
        তারপর লিনা তাপসি, ইয়াসমিন মুস্তারি, মৌমিতা দাস ও ফেরদৌস আরার করা গানগুলা শুনলাম।
        তোমারটা আবার শুনলাম।
        এরপর রামানুজ দাশগুপ্ত, অনুপ জালোটা, শ্রীকান্ত আচার্য, সোমেশ্বর মুখার্জি ও ধীরেন বসুর করা গানগুলা শুনলাম।
        তোমারটা আবারও শুনলাম।

        এরপর বুঝলাম, যা গেয়েছো, তা প্রচুর পরিশ্রম করে অর্জন করা এবং নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবীদার......
        কী, আরও বেশি অনুপ্রানিত লাগছে না?

        এই দেখো, এইগানের ১০টি কালেকশন নিয়ে বানানো আমার প্লেলিস্ট। আর এতে প্রথম গানটাই তোমার... 🙂 🙂 🙂


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন
        • অর্চি (1984-90)

          পারভেজ ভাই, আমি কি বলে ধন্যবাদ দিব বুঝে উঠতে পারছিনা। আপনার প্লেলিস্ট এর সবগুলো গান শুনলাম। এর মধ্যে বেশ কয়েকটা আগে এ শুনেছিলাম। এতগুলো গুণী শিল্পীদের গান এর তালিকা এর মধ্যে আমার গান এর স্থান দিয়ে যে সন্মান আমাকে দিয়েছেন, তা আমি সবসময়ে মনে রাখব। আমার অনুপ্রেরণা আসলেই অনেক বেড়ে গিয়েছে আপনার মন্তব্য পড়ে। দোয়া করবেন যেন আরও ভাল গান আপনদের উপহার দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

          জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।