সূর্যাস্তের পর আবার আমাদের দেখা হত
প্রখর রৌদ্রে মোরা যে যে যার যার মত
অথবা সূর্যের কিরণে আমাদেরকে চোখে পড়ে না;
নিভায়মান আলোকটুকু বাঁচাতে,
আরেকটু গাঢ়ভাবে জ্বলে ওঠার প্রচেষ্টা।
আমাদের আলোগুলো মিললেও
খুব যে দিন হত তা না।
তবুও ঐখানটায়, যেখানে আঁধার
আমরা প্রতিদিন সুখ খুঁজে বেড়াতাম
নিয়ম করে, নিজেদের জন্য।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খাইসে! এই পোলাডারে কেমন চেনা চেনা লাগে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত ।
ফাহিম, নিভায়মান নিয়ে একটু ধন্দ আছে।
ঠিক আছে তো শব্দটা?
তবে লিখেছো দারুণ।
আরো আরো লেখা দাও।
:clap: :clap: :clap:
রুম্মেট............ 😮 😮 😮
বুঝছি!! রায়হান ভাইয়ের আছর পড়ছে :grr:
ভালো লাগলো :boss: :boss:
সিসিবি ব্লগার হিসেবে স্বাগতম, নেন ভাইয়া কোল্ড :teacup: খান B-) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিরম বেদ্দপ পোলা দেখেন সবাই-
বইলা নিচের লাইন কোট কইরা দিছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই এক্কেরে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন। তোবা তোবা!!! বেলাডি স্লামডগ লাইটসঅফের পর আমার রুমের সামনে হাফপ্যান্ট পইড়া দেখা করবি 😛
লেখা ভাল্লাগছে 🙂
প্রথম ব্লগের অভিনন্দন দোস্ত 🙂
আইইউটিতে কি সবাই লেখাজোকা করে নাকি :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
জটিল জটিল :clap: এফ সি সি আরো আগায়া যাবে এইবার সিউর :hatsoff:
ভালৈছে ফাহিম, সিসিবিতে স্বাগতম :thumbup:
এফ সি সি'র কি সবাই লেখাজোকা করে নাকি :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, সবাই-ই করে, খালি কাইয়ূম ভাই ছাড়া... :grr: :grr: :frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কঠিন বাস্তব দেখে মাফ করে দিলুম :gulli: :gulli: :grr: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই কি বাংলা ছবি দেখা শুরু কইরা দিলেন?
কসম বাংলার মাটি ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
সবাইকে অশেষ ধন্যবাদ। :shy: :shy: :shy:
আসলে আশপাশের মানুষগুলোর 'লেখালেখির' সংক্রামক রোগটি দ্বারা কতটুকু আক্রান্ত হয়েছি তা দেখার ইচ্ছা হয় প্রায়ই। কিন্তু, আমার মধ্যে এই গুনটির বড়ই অভাব, এর প্রমান প্রতিনিয়তই পেয়ে আসছি। :((
আর 'নিভায়মান' শব্দটি হঠাৎ লিখে ফেলার পর আর এর কোন প্রতিশব্দ খুজতে ইচ্ছা হয়নি। ভুল
হলে এই হেয়ালিপনার জন্য মাফ চাই।
🙂
আরে ব্যাপার না বাচ্চু। কবিরা যাহাই লেখে তাহাই সত্য বলিয়া পঠিত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দুস্ত, স্বাগতম :hug: হেব্বি হইছে, আরও দিতে থাক :clap:
ফাহিম,
সরাসরি "তুমি" কবিতার থেকে এমন কবিতাই বেশি ভাল লাগে। সত্যি খুব সুন্দর হইসে। :clap:
আরো এমন সুন্দর সুন্দর কবিতা লিখ। 🙂
ব্লগে স্বাগতম ফাহিম 🙂
এফ সি সি এবং রবীন্দ্র হাউস ভাই 😀 সাম্প্রদায়িক মন্তব্যের জন্যে আমার ভ্যান চাই। 😛
রবীন্দ্র হাউস :thumbup: :thumbup: :salute: :salute: :hatsoff: :clap: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
সাম্প্রদায়িকতার ব্যান চাই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমরাও সাম্প্রদায়িকতার ব্যান চাই :thumbup:
কিন্তু....
তারপরেও ....
রবীন্দ্র হাউস :salute: :salute: :hatsoff: :thumbup: 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
খুব ভাল লেগেছে। ফাহিম, চর্চা চালায়া যা। শিগগিরই নতুন লেখা পাব আশাকরি।