সুইস আল্পস

অনেক দিন থেকে কিছু ছবি পোস্ট করব বলে ভাবছি কিন্তু হয়ে উঠছিলো না। আজকে কামরুলের উৎসাহে সুইস আল্পসের কিছু ছবি পোস্ট করলাম। পছন্দ হলে আরো পোস্ট করব।


মোয়ারি হিমবাহ-১


মোয়ারি হিমবাহ-২


মোয়ারি হিমবাহ অতিক্রমের প্রস্তুতি


মোয়ারি হিমবাহে বরফ পার হওয়া


অরনি হিমবাহ


পেটিট ফর্য চূড়া অভিমুখে , আমি উপরের থেকে দ্বিতীয়


অরনি হিমবাহ পার হবার সময়


পেটিট ফর্য চূড়ায় উঠার সময়


চুড়ায় উঠার পর আমি


হিমবাহ ট্রিয়েন্ট পার হচ্ছি


পেটিট ফর্য


সুইস আল্পস


আমরা তিনজন


পেটিট ফর্যে ট্রিয়েন্ট হিমবাহ


পেটিট ফর্যে সুর্যোদয়


সুর্যোদয়


সুর্যোদয়

২,৫৬৯ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “সুইস আল্পস”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ছবি পছন্দ হইছে। আরও দাও, জোব্বা জুব্বা পইড়া তোমার স্কি করার ছবিও দিও।

    ইয়ে আর পারলে ইউরোপের সামারের ছবিও কিছু দিও, মানুষের ছবি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অ্যাডভেঞ্চার ভীষণ প্রিয় আমার। তবে সেটা পড়া আর দেখাতেই। নিজে ওরকম কিছু করার সাহস নেই। ফাহিম ভালো লাগলো। ছবিগুলো স্থির। সব কথা, পেছনের কথা, কস্টের-সাফল্যের কথা বলে না। সে সব কথা শুনতে চাই, পড়তে চাই। এটা বড় ভাইয়ের দাবি।

    আর তোমার জন্য :salute:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অসাধারণ দুর্দান্ত সব ছবি ফাহিম ভাই :clap: :clap:
    ফাটাফাটি অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি বস্
    সময় করে যদি লিখে ফেলতেন :boss: :boss:

    সেরকম ছবিগুলার জন্য ফাহিম ভাইকে :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রায়হান আবীর (৯৯-০৫)

    আমার মটো পরিবর্তন করে ফেললাম,

    তু সাদা পাহাড়ির দেশে যা,
    সুইস আল্পসের দেশে...
    ইতাক তুকে মানাইছে নারে
    ইক্কেবারে মানাইছে নারে।

    ছবি সুন্দর। আরও দেন আরও দেন।

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    জায়গাগুলো ভয়ংকর সুন্দর (দুই অর্থেই...!!!) :-B
    ফাহিম ভাই, খুব ভাল লাগল... :clap:
    মাঝে মাঝে কাহিনীও শেয়ার করবেন আশা করি... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    উপ্স বাবারে, ফাহিম তুমিতো বিশাল মানুষ। এতদিন দেখেছি অমুক তমুক পাহাড় হিমবাহ এইগুলাতে চড়ে। স্বপ্নেও ভাবি নাই এই রকম একজনকে এত কাছে পাব।

    ভাইরে ছবি তো দিলা, আরও দিবা, অভিঙ্গতাও কিছু বল না। বউ পোলাপাইনকে গল্প শুনামু। প্লিজ প্লিজ


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।