অনেক দিন থেকে কিছু ছবি পোস্ট করব বলে ভাবছি কিন্তু হয়ে উঠছিলো না। আজকে কামরুলের উৎসাহে সুইস আল্পসের কিছু ছবি পোস্ট করলাম। পছন্দ হলে আরো পোস্ট করব।
মোয়ারি হিমবাহ-১
মোয়ারি হিমবাহ-২
মোয়ারি হিমবাহ অতিক্রমের প্রস্তুতি
মোয়ারি হিমবাহে বরফ পার হওয়া
অরনি হিমবাহ
পেটিট ফর্য চূড়া অভিমুখে , আমি উপরের থেকে দ্বিতীয়
অরনি হিমবাহ পার হবার সময়
পেটিট ফর্য চূড়ায় উঠার সময়
চুড়ায় উঠার পর আমি
হিমবাহ ট্রিয়েন্ট পার হচ্ছি
পেটিট ফর্য
সুইস আল্পস
আমরা তিনজন
পেটিট ফর্যে ট্রিয়েন্ট হিমবাহ
পেটিট ফর্যে সুর্যোদয়
সুর্যোদয়
সুর্যোদয়
ছবি পছন্দ হইছে। আরও দাও, জোব্বা জুব্বা পইড়া তোমার স্কি করার ছবিও দিও।
ইয়ে আর পারলে ইউরোপের সামারের ছবিও কিছু দিও, মানুষের ছবি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইও দেখি ভদ্রলোক :-B
সাতেও নাই, পাঁচেও নাই
সামারে কি হয় :-B :-B ??
Life is Mad.
ফাহিম ভাই, স্বাগতম। :hug:
ছবিটা খুবই চমৎকার! :clap: :clap:
ছবি এবং ছবির পিছনের গল্পের ঝাপি নিয়ে এই ব্লগে ঝাপিয়ে পড়েন ভাইয়া। 😀
নাম ঠিকানা আর ছবির বর্নণা দাও। আরো ছবি চাই এই থিমে 🙂
সুন্দর ছবি ফাহিম ভাই, আরো চাই। আপনি তো ট্র্যাকিং করেন, আপনার ছবি সহ চাই।
আর ব্লগে স্বাগতম।
কবে যাব পাহাড়ে
আহারে....আহারে
আরো চাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ্যা, ফাহিম ভাই। পাবলিক ডিমান্ড তো ব্যাপক। ছবি + বর্ণনা চাই খুব শিগগির।
সাতেও নাই, পাঁচেও নাই
ছবি পছন্দ হইছে...
প্লেন ভাড়াটা জমলেই সুইজারল্যান্ডে আসতেছি। থাকা খাওয়া আপনার উপর। 😀 😀
ছবি গুলি পুরা মারদাঙ্গা। :clap: :clap: :clap:
আমি লিখতে তেমন পারি না। তবে আমার মনে হয় ছবি গুলো আমার লিখার চেয়ে অনেক সুন্দর। এই জন্য বেশি কিছু লিখলাম না।
আমিও আপনার মতো ছবিরই বেশি ভক্ত তবে তাই বলে এমন অভিযানের বর্ননা না শুনে ছাড়বো না কিছুতেই।
ফাহিম ভাই,
ছবিগুলো পুরা ব্যাপক্কক্কক্কক্ক......
কাহিনি শুনতে যে মন চায়?? কিভাবে কি করলেন... না করলেন? আমিও পাহাড় পাবলিকটার ব্যাপক ফ্যান। 😀
অ্যাডভেঞ্চার ভীষণ প্রিয় আমার। তবে সেটা পড়া আর দেখাতেই। নিজে ওরকম কিছু করার সাহস নেই। ফাহিম ভালো লাগলো। ছবিগুলো স্থির। সব কথা, পেছনের কথা, কস্টের-সাফল্যের কথা বলে না। সে সব কথা শুনতে চাই, পড়তে চাই। এটা বড় ভাইয়ের দাবি।
আর তোমার জন্য :salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। অসাধারণ।
কিছু লেখাও চাই সাথে।
লিখতে না চাইলেও ছবি যেন থেমে না থাকে। অপেক্ষায় রইলাম।
অসাধারণ দুর্দান্ত সব ছবি ফাহিম ভাই :clap: :clap:
ফাটাফাটি অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি বস্
সময় করে যদি লিখে ফেলতেন :boss: :boss:
সেরকম ছবিগুলার জন্য ফাহিম ভাইকে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মটো পরিবর্তন করে ফেললাম,
তু সাদা পাহাড়ির দেশে যা,
সুইস আল্পসের দেশে...
ইতাক তুকে মানাইছে নারে
ইক্কেবারে মানাইছে নারে।
ছবি সুন্দর। আরও দেন আরও দেন।
জায়গাগুলো ভয়ংকর সুন্দর (দুই অর্থেই...!!!) :-B
ফাহিম ভাই, খুব ভাল লাগল... :clap:
মাঝে মাঝে কাহিনীও শেয়ার করবেন আশা করি... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফাহিম ভাই ব্লগে স্বাগতম। আপনার এডভেঞ্চারের কাহিনী শুনতে চাই।
প্লীজ একটু বড় কইরা একটা পোস্ট দেন না... ;;) ;;) ;;) ;;) ;;)
ফাহিম ভাই, ব্লগে স্বাগতম। ছবিগুলা ঝাক্কাস :thumbup: :thumbup: :thumbup:
আরো চাই আরো চাই নিয়মিত :guitar: :guitar: :guitar:
ছবিগুলা ভালো লাগছে ফাহিম ভাই।
তবে বর্ণনাও চাই :clap: :clap: ।
Life is Mad.
উপ্স বাবারে, ফাহিম তুমিতো বিশাল মানুষ। এতদিন দেখেছি অমুক তমুক পাহাড় হিমবাহ এইগুলাতে চড়ে। স্বপ্নেও ভাবি নাই এই রকম একজনকে এত কাছে পাব।
ভাইরে ছবি তো দিলা, আরও দিবা, অভিঙ্গতাও কিছু বল না। বউ পোলাপাইনকে গল্প শুনামু। প্লিজ প্লিজ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না