অবারীত ঐ পথ বেয়ে
তুমি এসেছিলে
প্রসারিত এই মন পেয়ে
তুমি ভালবেসেছিলে
চাউনির মাঝে ছিল
আমার বিচরন
ওষ্ঠের স্পর্শে
আমার মরন।
অবারীত ঐ পথ বেয়ে
তুমি এসেছিলে
প্রসারিত এই মন পেয়ে
তুমি ভালবেসেছিলে
চাউনির মাঝে ছিল
আমার বিচরন
ওষ্ঠের স্পর্শে
আমার মরন।
🙂
ভাবের কি সুন্দর প্রকাশ... খুবই ভাল লাগলো... 😀
😀 😀
ভালো লাগলো।।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালো লাগলো 🙂
দারুণ।
অফটপিক:
ভ্যাম্পায়ার না তো.... :grr: :grr: :grr:
হা হা হা!
:boss:
দারুণ ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাল লাগলো ভাইয়া। সুন্দর। :boss: :boss:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
চমৎকার!
ইকরাম ভাই, কথা হিসেবে দারুন, দয়া করে অন্তরা গুলোও লিখে ফেলুন, স্থায়ী হিসেবে
খারাপ হয় না, গানের নাম হিসেবেও ভালই যাবে
লিখব, আফতাব।
আপনার একটা লেখার অনুবাদ, সিসিবির প্রথম দিকে করা, মুহাম্মদ করছিল। দুইএকটা কমেন্ট কইরা যাইয়েন বস।