আরো একবার

আরো একবার ফিরে আসবো লোকালয়ে
যখন দুঃখ দুঃখকে ছোঁবেনা,
সুখ সুখকে
মাথার ওপর আকাশ থাকবেনা,
পায়ের নীচে শিশির
গোধুলী শেষে গোকুল ফিরবেনা,
থাকবেনা চুলোর ওপর কলমিলতার গন্ধ।

আরো একবার ফিরে আসবো তোমাদের কপাটে
যখন যুদ্ধ ফেরত স্বপ্নেরা
ডানা মেলবেনা,
শহীদের ভালবাসার ফুল কাঁদবে
শুধু’ই এক বীরাঙ্গনার হাতে,
তাকে বাঁচাতে তোমাদের ছেলেরা
আর কখোনো যুদ্ধে যাবেনা।

আরো একবার অস্ত্র সমর্পন করবো
যখন সৈন্যরা এসে
কবিতা ভিক্ষে চাইবেনা,
সেনানায়কের হেলমেটের পাশে
রজণীগন্ধা ফুটবেনা,
যেদিন নীপিড়ীতের কষ্টে সমাজকর্মীর
অশ্রু গড়াবেনা।

আমি আরো একবার মঞ্চে দাঁড়াবো
যেদিন মর্তে
গ্রেনেডের গন্ধ ছড়িয়ে দৈত্যরা হাসবে,
রাজপথের দামাল ছেলেটি
আর ঘরে ফিরবেনা।

আরো একবার মাটির কলসের
জল চাইবো, যেদিন তোমাদের প্রেয়ষীরা
ছুটবে ম্যাকডোনাল্ডসের লোভে
ধুঁকবে স্বর্গদেশের অলীক স্বর্ণপূত্রের বিছানায়,
পানাহার শীতকার শেষে
সন্ধিপত্র পাঠাবে
বলবে – আমায় মনে পড়েনা?

আরো একবার শ্ত্রুর সঙ্গে বসবাস করবো
যেদিন নীলানঞ্জনা আবারো
ঐ পথে যাবে
বলবে কথা ঐ যুবকের সনে,
বাস্তবতা মনে করে
তোমরাও যেদিন তা মেনে নেবে।

আমি আরো একবার কলম তুলে নেবো
যেদিন তোমরা
ভালোবাসার জন্য আর চিঠি লিখবে না,
আরো একবার বাড়ী ফিরব
যে রাতে তুমি জেগে রইবে।

৯৮১ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আরো একবার”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।