আরো একবার ফিরে আসবো লোকালয়ে
যখন দুঃখ দুঃখকে ছোঁবেনা,
সুখ সুখকে
মাথার ওপর আকাশ থাকবেনা,
পায়ের নীচে শিশির
গোধুলী শেষে গোকুল ফিরবেনা,
থাকবেনা চুলোর ওপর কলমিলতার গন্ধ।
আরো একবার ফিরে আসবো তোমাদের কপাটে
যখন যুদ্ধ ফেরত স্বপ্নেরা
ডানা মেলবেনা,
শহীদের ভালবাসার ফুল কাঁদবে
শুধু’ই এক বীরাঙ্গনার হাতে,
তাকে বাঁচাতে তোমাদের ছেলেরা
আর কখোনো যুদ্ধে যাবেনা।
আরো একবার অস্ত্র সমর্পন করবো
যখন সৈন্যরা এসে
কবিতা ভিক্ষে চাইবেনা,
সেনানায়কের হেলমেটের পাশে
রজণীগন্ধা ফুটবেনা,
যেদিন নীপিড়ীতের কষ্টে সমাজকর্মীর
অশ্রু গড়াবেনা।
আমি আরো একবার মঞ্চে দাঁড়াবো
যেদিন মর্তে
গ্রেনেডের গন্ধ ছড়িয়ে দৈত্যরা হাসবে,
রাজপথের দামাল ছেলেটি
আর ঘরে ফিরবেনা।
আরো একবার মাটির কলসের
জল চাইবো, যেদিন তোমাদের প্রেয়ষীরা
ছুটবে ম্যাকডোনাল্ডসের লোভে
ধুঁকবে স্বর্গদেশের অলীক স্বর্ণপূত্রের বিছানায়,
পানাহার শীতকার শেষে
সন্ধিপত্র পাঠাবে
বলবে – আমায় মনে পড়েনা?
আরো একবার শ্ত্রুর সঙ্গে বসবাস করবো
যেদিন নীলানঞ্জনা আবারো
ঐ পথে যাবে
বলবে কথা ঐ যুবকের সনে,
বাস্তবতা মনে করে
তোমরাও যেদিন তা মেনে নেবে।
আমি আরো একবার কলম তুলে নেবো
যেদিন তোমরা
ভালোবাসার জন্য আর চিঠি লিখবে না,
আরো একবার বাড়ী ফিরব
যে রাতে তুমি জেগে রইবে।
🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
যা বেটা পইড়া আইসা ১ম হ 😡 x-(
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইজান আপনার কবিতা পড়ে বুঝার উপায় নাই আপনি কোন প্রফেশনের মানুষ? আপনি কি প্রফেশনাল কবি নাকি অন্য কিছু :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
এককথায় অসাধারন ......... :hatsoff: :hatsoff: :hatsoff:
আমি আকজন সাংবাদিক।
চরম লাগল। :boss: :boss: