সেদিন উইকএন্ডে আমরা কয়েকজন ড্রয়িংরুমে বসে আছি । কেউ টিভি দেখছি, কেউ বই পড়ছি আর শাহেদ ইন্টারনেট ব্রাউজ করছে । অনেকক্ষণ ধরেই আমাদের আরেক হাউসমেট সাইফুল শাহেদকে বলছে কিছুক্ষণের জন্য যাতে ওকে ব্রাউজ করতে দেয়া হয় । শাহেদ আমাদের বাসাতে সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহার করে; ইচ্ছা নেই তা নয় কিন্তু ওর কাজের সময়গুলো এত অদ্ভুত যে সাধারণত: উইকএন্ড ছাড়া ওর পক্ষে কম্পিউটারের সামনে বসা হয়না । সাইফুলের বারবার তাগাদায় বিরক্ত হয়ে এক পর্যায়ে শাহেদ বলে বসলো , “সাইফুল, আরেকবার যদি একই কথা বলো, তাহলে মাউসটা তোমার পশ্চাদ্দেশে . . . . . . দেবো । ” বলাই বাহুল্য, শাহেদ পশ্চাদ্দেশ শব্দটির পরিবর্তেবহুল প্রচলিত কিন্তুশ্রুতিমধুর এবং সহজে উচ্চারণযোগ্য আরেকটি শব্দ ব্যবহার করেছিলো । সাইফুলের রেগে যাওয়ার কোনো কারণ ছিলোনা, কারণ কথায় কথায় আমরা আমাদের প্রিয় এবং অপ্রিয় মানুষদের ক্ষেত্রে এ ধরণের সংলাপ ব্যবহার করি । আমি নিজে একবার আমার এক বন্ধুকে রেগে-মেগে ওর পশ্চাদ্দেশে বসুন্ধরা সিটি .. . . . দেয়ার কথা বলেছিলাম । অশালীণ কিন্তু অতি সাধারণ কথা ।
কিন্তু হঠাৎ করে আমাদেরকে পাগলামিতে পেয়ে বসলো । আমরা সবাই একটা গল্প বানানো শুরু করলাম । এই গল্পে সাইফুলের পশ্চাদ্দেশে মাউসের পরিবর্তেআসল মাউস অর্থাৎ একটি ইঁদুর ঢুকে গেলো । ইঁদুর দেখে সে ইঁদুরের পেছন পেছন ঢুকে পড়লো একটি বিড়াল। ঠিক সে সময় দূর থেকে একটি ক্ষুধার্ত কুকুর ঘটনাটি দেখে বিড়াল খাওয়ার লোভ সামলাতে না পারে একই জায়গাতে ঢুকে পড়লো। কেউ জানতোনা সে কুকুরকে ধরার জন্য অনুসরণ করছিলো একদল (দক্ষিণ) কোরিয়ান । কুকুর খোলা জায়গা থেকে বদ্ধ জায়গায় ঢুকছে দেখে কোরিয়ানরাও ঢুকে পড়লো । দক্ষিণ কোরিয়ানদের সাথে উত্তর কোরিয়ানদের সম্পর্কে খুবই খারাপ । একদল উত্তর কোরিয়ান অনেকদিন ধরেই দক্ষিণ কোরিয়ান দলটিকে চোখে চোখে রাখছিলো । দুর্ভাগ্যবশত: উত্তর কোরিয়ানরা ঐ কুকুর টিকে দেখতে পায়নি ,কাজেই ওরা কিছু একটা সন্দেহ করে যথারীতি একই জায়গায় . . . . . . । স্যাটেলাইট থেকে উত্তর কোরিয়ান দের এ সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পেন্টাগনে জরুরী অধিবেশন ডাকা হলো আর এতে সবাই মেনে নিতে বাধ্য হলো যে উত্তর কোরিয়ান দের পারমাণবিক কর্মসূচীর সাথে অবশ্যই এ ঘটনার কোনো যোগাযোগ আছে । যথারীতি বুশের নির্দেশে একদল চৌকষ মেরিন সেনা পাঠানো হলো শত্রুদের ধ্বংস করার জন্য । আর যেহেতু পুরো ঘটনা লন্ডনে ঘটছে, কাজেই ইংল্যান্ড তার সবচেয়ে সুযোগ্য এজেন্টদের নিয়োগ করলো এ অভিযানে অংশ নেয়ার জন্য । লাদেনের কিছু একনিষ্ঠ অনুসারী গোপন সূত্রে এ খবর পেয়ে এক ঢিলে দুই পাখি মারার আশায় অবস্থান নিলো আশেপাশে । তুমুল টেনশান . . . . . . . কিন্তু এ গল্প বানানোর শেষ পর্যায়ে সাইফুল খেপে গিয়ে আমাদের পুরো রাতটাই মাটি করে দিলো ।
সাইফুল ভাই কি টয়লেট-এ গেলেন?? :-B O:-)
দায়েম ভাই, স্বাগতম... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দায়েম ভাইয়া কি buetian ? aula'r ?
দায়েম ভাই !জটিল হইসে.........।।কিন্তু বস এক খান কথা না বইল্যা পারতেছি না,আপনার নিজের টা কি সাইফুল ভাইকে দিয়া চালাইয়া দিলান মানে ইন্দুর কার অঅইখানে ঢুকছিল............।ভাই বেয়াদবি মাফ করবেন...............।।ক্যাডেট বলে কথা..................... =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :salute: :salute:
দায়েম ভাই
স্বাগতম।। 😀 এই কে আছিস, এই তো জুনা আছে, যা দায়েম ভাইয়ের জন্য এক কাপ চা নিয়া আয়। 😀
দায়েম ভাই তো চা-কফি জাতীয় কিছু খান না... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুমম, তাইলে লাচ্ছি নিয়া আয়। ডাবল-আপ। :)) :))
তাইলে কিছু টাকা দেন, আমারো খাইতে ইচ্ছা করতেছে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ুম ভাইয়ের কাছ থেইকা কুপন নিয়া যা। 😉
দুস্ত.......বুট ও ব্যাটালিয়ান সংক্রান্ত জোকস মনে পইড়া গেল রে =)) :khekz: :awesome: :awesome: ।
ব্লগে লেখক হিসেবে স্বাগতম :hug: :hug: ।
Life is Mad.
স্বাগতম দায়েম। সিসিবিতে সিএসই বুয়েট দেখে ভাল লাগছে। আছ কোথায় এখন?
😀 মজা পাইলাম ঃD
দায়েম ভাই, ব্লগে স্বাগতম।
খুব মজা পেলাম। :just: :pira:
এক জায়গায় এত কিছু????!!!!!
বিশ্বায়ন উদাহরন হিসেবে এই গল্পটিকে ব্যবহার করা যায় 😀
দারুণ হইছে :clap: :clap:
ব্লগে স্বাগতম :boss:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা সিসিবিতে অশালীন একটা গল্প দিয়া ডেব্যু দিলি 😀 :grr: :grr:
ঝট্টিললল :duel:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
দায়েম,
বাংলাদেশে মনে হয় কাউকে পাচ্ছিস না যে তোকে লাথথি মারবে।আর নাম পাইলিনা।একবার কি বলেছিলাম মনে আছে নিশ্চয়।আশা করি ভাল হয়ে যাবি এরপর থেকে।
ঝাড়ি জটিল হইছে। বড়ই ঝটিল। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক পোষ্টেই দুই দুইজন ফৌজিয়ানের আগমন। বাহ।
এই কামরুল ওগোরে কফি দে। আর সাইফুল রে ক, দায়েমরে পচায় একটা পোষ্ট দিতে।
এই চান্সে ফৌজিয়ানের কিছু পোষ্ট বাড়ুক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
এই জুনা যা, কফি নিয়া আয়।
বিলাডি , ফয়েজ ভাই কত আগে দায়েম ভাইরে কফি দিতে কইছে শুনস নাই? 😉
বিলাডি, দুইজনের কথা কইছি, তুমি একজনের অর্ডার দিলা ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সুরি বস। 🙁
বিলাডি জুনা, x-( ৩টা কফি আনতে কইছি ১টা আনলি ক্যান? যা ডাবল কর। আরো ২টা নিয়া আয়। 😡
কামরুল ভাই, রাগের চোটে আপনি নিজেই বিলাডি রেড হয়ে গেছেন দেখতেছি... :-B
টেনশন নিয়েন না বস...জুনিয়র পাঠাইছি... :just: আইল বলে... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা তোর নতুন চাকুরী প্রাপ্তীতে ধণ্যবাদ। মন্দিয়া চা বানায়া খাওয়াইতে থাক। দেখিস, একদিন তুই নিজেই একটা টি-ষ্টলের মালিক হয়া যাবি। শুভকামনা রইল
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধন্যবাদ? 😮
আপনারে ওয়েলকাম... :-/
তাইফুর ভাই, চা আনানোর কাজে আছি, বানানোই তো এখনো শিক্তের্লাম্না... 🙁
কবে স্টলের মালিক হইতে পারব কে জানে... :-B :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( এইখানে যাস্ট আইল কই থিকা???? x-(
তুমি লেখার পরই তো আইল... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মামা (দায়েম)- আইসা পড়ছস..ভাল লাগল। কিন্তু মামা, তুই এত ভদ্র গল্প কবে থেকে লেখা শুরু করলি? তোর কাছ থেকে আরো সেইরকম আশা করছিলাম।
সিসিবির ১০০০তম পোস্টপূর্তির এই ঐতিহাসিক দিনে আপনাকে স্বাগতম...
"দায়েম ভাইয়ের আগমন,
শুভেচ্ছা স্বাগতম"
গল্পটা সিরাম সিরাম হইসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দায়েম, এত কিছু ঢুকল আর তোরা বইসা বইসা দেখলি ?? তুই নিজেও ঢুইকা গেলে ভেতরের অবস্থা সম্পর্কে আরেকটা ব্লগ পাইতাম।
(সু-আগতম মামা, 'লেগে থাক, জেগে থাক, ফল পাবি' কাইউম'এর মত কালে-ভদ্রে লেখিস না ... প্রতিদিন লেখিস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিতো দোস্ত কালে ভদ্রেও লেখিনা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাইএর ঘাউরামি রক্স... x-( :thumbdown: :gulli:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফৌজিয়ান ভাইএর ঘাউরামি রক্স… x-( :thumbdown: :gulli: (কপিরাইটঃ জুনা)
সংসারে প্রবল বৈরাগ্য!
দুই পাখি টা কি আমি বোধহয় বুঝতে পারছি ... :-B বাকী সবার প্রবেশ পথের আশেপাশে ঝুলে থাকা দুইটা পাখি :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিন্তু দেখে তো এক্টাই লাগে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোর মনে হয় সমস্যা আছে ... ডাক্তার দেখা। 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস পাখির কথা কইছি...ডিমের কথা না... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাতাস খাওয়া পাখি? 😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই মাইরা ফালানোর প্ল্যান করছেন নাকি =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
😀 😀 @ক্যাসপার-ভুতের মৃত্যু নেই। 😀
বন্ধু দায়েম,
লেখক হিসেবে ব্লগে স্বাগতম। এফসিসির লেখকের সংখ্যা এমনিতেই খুবই কম। কাইয়ুম কমেন্ট করে টাইম পাস করে শুধু। তুই আর সাইফুল মিলে এফসিসিকে দেখ একটু উপরে তুলতে পারিস কিনা। লেখা পড়ে মজা পেলুম 😛 । আরো লিখ্ :boss:
আমি এফসিসির কমেন্ট সেকশান টা দেখতাছি 😛
লাবলু ভাই সহ বাকি পোলাপাইন আইসা পোস্ট সেকশনের দায়িত্ব এই নিলো বলে :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
:-/ :dreamy: :dreamy:
এত কিছু এক লগে ঢুকল ক্যামনে!??????
~x( ~x( ~x(
মন এবং _____ বড় করতে শিখ, তুইও পারবি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :goragori: