ছন্নফটো-১ ।। সিসিআর-এর ১০০তম পোস্ট

সিসিবি তে সিসিআর এর সেঞ্চুরি ব্লগ টা চামে চামে মাইরা দেই। মাহমুদ ভাই ৯৯ নাম্বার টাতে ট্যাগ লাগালেই আমার টা ১০০ 😛 । ইন্সট্যান্ট ব্লগ হিসেবে ফটোব্লগের তুলনা নাই। ফটো তুলতে আমার খারাপ লাগে না। খুব আগ্রহ নিয়েই তুলি। ভাল কোন স্পট পাইলে কোন ছাড়াছাড়ি নাই। ক্যামেরা সাথে থাক আর না থাক মোবাইল তো আছেই। নিচের ফটোগুলা অবশ্য ক্যামেরাতেই তোলা। লাস্ট ফরেন স্টুডেন্ট টূরে আমরা গেছিলাম তাতেইয়ামা হিলি এরিয়া তে। জাপানের তোইয়ামা জেলাতে পড়ে ওটা। জায়গাটা নৈস্বর্গিক সৌন্দর্যের আধার। সেখানকারই কিছু স্থিরচিত্র তুলে দিলাম নিচে…

(১)জাপানী বুড়াবুড়ীর রোমান্টিসিজম। এ বয়সেও তারা শুধু দুজনে নিরিবিলিতে। পাহাড় দেখছে আর কি যেন করছিল। সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
pic13

(২)পাহাড়ের মাঝে এরকম বাংলো টাইপের আর্টিস্টিক ঘর বানিয়ে রেখেছে ওরা। সামনে পাথরের বসার জায়গা। চামে একটু বইসা নিছিলাম।
pic2

(৩) ওরা আসছিল ওদের বাপ-মায়ের সাথে । পোজ দিছিল বাপ-মাকে। চান্সটা মাইরা দিছি আমি।
pic33

(৪) শোমিও জলপ্রপাত। এটা দেখতেই মুলত যাওয়া সেখানে।
pic4

(৫)এ রাস্তা দিয়েই যেতে হয় শোমিও জলপ্রপাত দেখতে। হেঁটে যেতে হয় এই পাকা রাস্তা ধরে। রাস্তার মাথায় পড়ে ওটা।
pic5

(৬)হেঁটে যেতেই ডান পাশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কৃত্রিমতার সংমিশ্রণ।
pic6

(৭) অন্যভিউ থেকে শোমিও জলপ্রপাত।
pic7

(৮)তাতেইয়ামা কুরোবে লেক।এই লেক ইউজ করেই তারা বানাইছে তাদের অন্যতম বৃহৎ পানি বিদ্যুত কেন্দ্র ।
pic8

৪৮ টি মন্তব্য : “ছন্নফটো-১ ।। সিসিআর-এর ১০০তম পোস্ট”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)
    সিসিবি তে সিসিআর এর সেঞ্চুরি ব্লগ টা চামে চামে মাইরা দেই।

    বিরাট ফাঁকিবাজ হইছো x-( x-( :grr: :grr: :grr:

    তোমান মনোস্কাম্নাপুর্ন হইছে... :clap:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    সিসিবিতে সিসিআর এর ১০০ তম পোষ্টে খুশিতে ডুগডুগি বাজাতে ইচ্ছে করছে। ডুগডুগির কোন ইমো নাই কেনো , ব্লগ এ্যাডজুটেন্টের ব্যান্ঞ্চাই 😛 , কি কইলাম এখন তো নিজেই ব্যান হবো দেখি?

    সিসিবির শুরুর দিকে ফয়েজ ভাই একের পর এক পোস্ট দিত, আর ভাইয়ার কষ্ট দেখে আমিও আউল-ফাউল কিছু পোষ্ট দিতাম। আমরা দুইজনে এই দিনের আশায় ছিলাম কবে সিসিআর ১০০ পার করবে।কিন্তু কিছুতেই আর ৫০ ই পার হয়না। পরের দিকে এডিসনভাই, মাহমুদ ভাই এর লাগাতার পোস্টিং এ, ফয়েজ ভাই এর পূর্ব ফর্ম ধরে রাখায় এই সেন্ঞ্চুরী সম্ভব হলো।

    আবারও সিসিআর এবং সিসিবির সবাইকে ধন্যবাদ। সিসিবির যাত্রা অব্যাহত থাকুক, সিসিআর এর যাত্রা অব্যাহত থাকুক। শরীফকে ধন্যবাদ এই ১০০তম পোস্টের জন্য।

    @ব্লগএডু, ডুগডুগির ইমো চাই !

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)
    সিসিবি তে সিসিআর এর সেঞ্চুরি ব্লগ

    মারো টান, হেইওওওওও
    জোরসে বল হেইওওওওও

    অরে কাইয়ুমরে, তোদের কি হবে রে, অনেক পিছে পড়েছিস রে......।

    সানাউল্লাহ ভাই যদি পাংগা দেয়া বন্ধ করে কিছু পোষ্ট-টোষ্ট এর দিকে মন দিত তাহলে কি পুরান কলেজটার এই মরার দশা হয়, বল।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।