সিসিবি তে সিসিআর এর সেঞ্চুরি ব্লগ টা চামে চামে মাইরা দেই। মাহমুদ ভাই ৯৯ নাম্বার টাতে ট্যাগ লাগালেই আমার টা ১০০ 😛 । ইন্সট্যান্ট ব্লগ হিসেবে ফটোব্লগের তুলনা নাই। ফটো তুলতে আমার খারাপ লাগে না। খুব আগ্রহ নিয়েই তুলি। ভাল কোন স্পট পাইলে কোন ছাড়াছাড়ি নাই। ক্যামেরা সাথে থাক আর না থাক মোবাইল তো আছেই। নিচের ফটোগুলা অবশ্য ক্যামেরাতেই তোলা। লাস্ট ফরেন স্টুডেন্ট টূরে আমরা গেছিলাম তাতেইয়ামা হিলি এরিয়া তে। জাপানের তোইয়ামা জেলাতে পড়ে ওটা। জায়গাটা নৈস্বর্গিক সৌন্দর্যের আধার। সেখানকারই কিছু স্থিরচিত্র তুলে দিলাম নিচে…
(১)জাপানী বুড়াবুড়ীর রোমান্টিসিজম। এ বয়সেও তারা শুধু দুজনে নিরিবিলিতে। পাহাড় দেখছে আর কি যেন করছিল। সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
(২)পাহাড়ের মাঝে এরকম বাংলো টাইপের আর্টিস্টিক ঘর বানিয়ে রেখেছে ওরা। সামনে পাথরের বসার জায়গা। চামে একটু বইসা নিছিলাম।
(৩) ওরা আসছিল ওদের বাপ-মায়ের সাথে । পোজ দিছিল বাপ-মাকে। চান্সটা মাইরা দিছি আমি।
(৪) শোমিও জলপ্রপাত। এটা দেখতেই মুলত যাওয়া সেখানে।
(৫)এ রাস্তা দিয়েই যেতে হয় শোমিও জলপ্রপাত দেখতে। হেঁটে যেতে হয় এই পাকা রাস্তা ধরে। রাস্তার মাথায় পড়ে ওটা।
(৬)হেঁটে যেতেই ডান পাশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কৃত্রিমতার সংমিশ্রণ।
(৭) অন্যভিউ থেকে শোমিও জলপ্রপাত।
(৮)তাতেইয়ামা কুরোবে লেক।এই লেক ইউজ করেই তারা বানাইছে তাদের অন্যতম বৃহৎ পানি বিদ্যুত কেন্দ্র ।
😀 ১ম
৫ তারা দিলাম ... ভস ছবি
থ্যাঙ্কস।
ছবি গুলো আরেকটু বড় আকারে দিতে পারেন।
দিলাম বড় কইরা B-)
ঘুরে এলাম তাতেইয়ামা হিলি এরিয়া। ধন্যবাদ
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইডা কুন্দেশে?
আমিও জানিনা :(( :((
জাপানীরা কয় এই জায়গায় নাকি ওদের নরক আছে...মিউজিয়াম ভিজিট করতে গিয়া চামে চামে নরকের ডকুমেন্টারিও দেইখা আইছি... :party:
দারুণ ছবি 🙂
এইটা কি তোয়ামা-কেন এ?
খুব সুন্দর...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
মানে কি দুলা ভাই?
তোয়ামা হইল জাপানের একটা জেলার('কেন') নাম...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বিরাট ফাঁকিবাজ হইছো x-( x-( :grr: :grr: :grr:
তোমান মনোস্কাম্নাপুর্ন হইছে... :clap:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধুরো আপ্নে যদি ট্যাগ টা আগেই লাগায়ে দিতেন তাইলে আরও বেশি মনোস্কাম্নাপুর্ন হইতো... ~x(
সিসিআর আপ আপ... :thumbup:
শতক পূরণের অভিনন্দন... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই দেখি খুবই সহনশীল। :thumbup:
ঠিক।
আমরা এসএসসি'র সিলেবাসে একটা প্রবন্ধে পড়েছিলাম আদর্শ মনুষ হতে হলে 'ওদের' (পড়ুন গাছেদের) মত সহনশীল হতে হবে 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, আমাদের আমেরিকাস্থ বৃক্ষ কল্যান সমিতিতে কিন্তু রিপোর্ট করে দেব... x-(
ওরা আপনার ভাগের অক্সিজেন বন্ধ কইরা দিলে টের পাইবেন... :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অই ব্যাটা তুমি না উকিল, তুমার তো আরও বেশি সহনশীল হইতে হইবো... :chup:
আমি ভাই অন্য ব্যাপারে সহনশীল হবো 🙂
:thumbup: :thumbup: :thumbup:
"বাহ..." (তোর ছবি আর এচিভমেন্ট-এর জন্য)
থ্যাঙ্কু বন্ধু :-*
সিসিবিতে সিসিআর এর ১০০ তম পোষ্টে খুশিতে ডুগডুগি বাজাতে ইচ্ছে করছে। ডুগডুগির কোন ইমো নাই কেনো , ব্লগ এ্যাডজুটেন্টের ব্যান্ঞ্চাই 😛 , কি কইলাম এখন তো নিজেই ব্যান হবো দেখি?
সিসিবির শুরুর দিকে ফয়েজ ভাই একের পর এক পোস্ট দিত, আর ভাইয়ার কষ্ট দেখে আমিও আউল-ফাউল কিছু পোষ্ট দিতাম। আমরা দুইজনে এই দিনের আশায় ছিলাম কবে সিসিআর ১০০ পার করবে।কিন্তু কিছুতেই আর ৫০ ই পার হয়না। পরের দিকে এডিসনভাই, মাহমুদ ভাই এর লাগাতার পোস্টিং এ, ফয়েজ ভাই এর পূর্ব ফর্ম ধরে রাখায় এই সেন্ঞ্চুরী সম্ভব হলো।
আবারও সিসিআর এবং সিসিবির সবাইকে ধন্যবাদ। সিসিবির যাত্রা অব্যাহত থাকুক, সিসিআর এর যাত্রা অব্যাহত থাকুক। শরীফকে ধন্যবাদ এই ১০০তম পোস্টের জন্য।
@ব্লগএডু, ডুগডুগির ইমো চাই !
সহমত :thumbup:
আরে না কি বল, সিসিআর প্রথম দিকে তোমার আর বাহালুলের পোষ্ট। আমি এসেছি অনেক পরে।
এত খুশি হবার কিছু নাই, বরিশাইল্ল্যা গুলা ডাবল সেঞ্চুরী কইরা ফেলছে, ওদের ভাতে-পানিতে না মারা পর্যন্ত শান্তি নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাতে পানি মারলে তো মজা করে পান্তা ভাত খাবে। ছাই মারা লাগবে। 😀
শার্লীর কথা পছন্দ হইছে...রকিবের কাছ থেকে একটা সিঙ্গাড়া নিয়া খাইয়া ফালাও। আমি পরে রকিবরে ইয়েন দিতাছি ... :hug:
ধন্যবাদ ভাই 😀
সিসিআর কে অভিনন্দন। আমাদের কি হবে :(( :((
শরিফ ভাই ছবিগুলা সুন্দর ছিল। :clap: :clap:
থ্যাঙ্কস ছুডু ভাই।
ছবির সাথে ক্যাপশন দিলে এবং হালকা বর্ণনা দিলে ভাল হত। ভাল ছিল ... অবকাশ ছিল...
দিয়া দিছি।
:clap: :clap: :clap:
Life is Mad.
ছবিগুলো সুন্দর। ভালো ছিল। তবে ছবির সাথে বর্ণনা দিয়ে আরো ভালো করার অবকাশ ছিল। :-B
অভিনন্দন সিসিআরকে। :guitar: :guitar:
থ্যাঙ্কস ভাইয়া। ক্যাপশন দিয়ে দিছি।
মারো টান, হেইওওওওও
জোরসে বল হেইওওওওও
অরে কাইয়ুমরে, তোদের কি হবে রে, অনেক পিছে পড়েছিস রে......।
সানাউল্লাহ ভাই যদি পাংগা দেয়া বন্ধ করে কিছু পোষ্ট-টোষ্ট এর দিকে মন দিত তাহলে কি পুরান কলেজটার এই মরার দশা হয়, বল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই তাহলে আমাদের কি হবে সেটা একটু বলেন। 🙁
পুরা ফাঁকিবাজি ব্লগ 😀
ছি ছি কামরুল ভাই এভাবে কয় না ... :((
অবশেষে সিসিআর এর সেঞ্চুরি!! 😀 😀 তালি তালি তালি................ :clap: :clap: :clap:
অই ব্যাটা তুই কই আছিলি? টোফেল তো শ্যাষ এবার লাইনে আয় x-(
ভাল ছিল ।
জুনিয়ার পোলাপান গুলারে দেখি চেনাই যাইতাছেনা। খালি নাঈয়াদ কে চিনসি। শরিফ দেখি পুরাই change.
না ভাই আগের মতই আছি। আপনি নাম দেন না কেন?
জাপান যাইতে মঞ্চায়! :dreamy:
You cannot hangout with negative people and expect a positive life.
চলে আসেন। ঘুরায়ে নিয়ে বেড়াব আপনাকে।