জাপানে কয়েকদিন পরপর যেন কিসের সব ছুটির দিন থাকে। কিসের ছুটি তা জানার ইচ্ছাটাও জাগে না অনেক সময়। ভাবি ছুটি পাইছি আর কি দরকার বাকিসব জানার। আজও সেরকম একটা ছুটির দিন। এক্সাম এর মাঝে ছুটি পড়ছে ,এতে আরো বেশি খুশি। একবার ক্যালেন্ডার খানার দিকে তাকাইলাম। দেখতে ছুটিটা কিসের। কানজিতে যা লেখা আছে তার মানেটা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে করল না। নিজেকে আগের মতোই বুঝালাম ,“এতো মাথা ঘামায়ে কি হবে,ছুটি পাইছোস মজা নে” ।
বেশিরভাগ ছুটির দিনগুলাতে পাশের একটা ইন্টারন্যাশনাল সেন্টারে আসি বসে বসে টাইম পাস করতে। ছোটখাট পার্টটাইম টাইপের বলা যায়। এরকম পার্টটাইম কেউ করে কিনা জানি না। এক বস-এর চেয়ারে বসে থাকি। কালেভদ্রে যদি কখনো ফোনটোন আসে তা রিসিভ করা আর কেউ আসলে তারে একটু হাই হ্যালো করা ছাড়া কোন কাজ নেই। বাকিটা নিজের মতো। সামনে নেট সমেত কম্পিউটার একটা আমার জন্যে। ফেসবুক থেকে সিসিবি, সিসিবি থেকে ফেসবুক, সেখান থেকে আবার ইয়াহু মেসেঞ্জার, কেউ অনলাইন থাকলে তার সাথে কিছুক্ষন সুখ দুঃখের কথা বলেই কেটে যায় ছয় ছয়টা ঘন্টা। এখানে আসার সময় ব্যাগের মধ্যে খুব যতনে কিছু বই আর নোট ঢুকায়ে নিয়ে আসি পড়ব বলে। কিন্তু খুব কম দিনেই ব্যাগ থেকে ওদের বের করেছি। বের করলেও ৩০ মিনিট কখনো পড়েছি কিনা মনে পড়ে না।
আজও নিয়ে আসছি সাথে করে দুইটা বই আর তাদের নোট। কাল আর পরশু দুইটা দুইটা করে পরীক্ষা আছে। একটুও প্রস্তুতি নেই বলে খুব ইচ্ছে ছিল পড়ার। কিন্তু বের করা হয়নি এখনও। মাথাটা একটু ব্যাথা করছে। রাতে ঘুমটা সুবিধার হয়নি। তাই পড়তেও ইচ্ছে করছে না। বারবার একই কাজ রিপিট করে যাচ্ছি। ফেসবুক থেকে সিসিবি,সিসিবি থেকে ফেসবুক,সেখান থেকে আবার ইয়াহু মেসেঞ্জার।
পরশু পরীক্ষা শেষ। তার পরেরদিন ১৪ তারিখ। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। টাইমিংটা আপাত দৃষ্টিতে খুউবি ভাল। কিন্তু আমার জায়গায় আমি বলে এই ভাল টাইমিং এর আপাতত কোন আলাদা মূল্য নেই। তবে একদম যে নেই তা বললে হয়তোবা মিথ্যেই বলা হবে। তা না হলে তো আর অন্তত এভাবে ছোয়া দিত না। এবারো হয়তো কয়েকটা চেনামুখ বারবার খুচিয়ে খুচিয়ে খেপানোর চেষ্টা করবে। বলবে কেমন কাটল আমার দিনটা। হয়তোবা আগের মতোই মুচকি হেসে বলব,“খারাপ না,প্রতিদিন যেমন যায়!!”। তারপরেও তারা সন্দেহ করবে। সন্দেহে পড়ে যাই আমিও।
মাথা ব্যাথাটা এখনও কমেনি। সকালে আসার সময় লাঞ্চবক্স বানায়ে নিয়ে আসার সময় ছিল না। তড়িঘড়ি করে দুইটা আপেল ব্যাগে ঢুকিয়ে দৌড় দিয়েছিলাম। আশেপাশে কনভেনি বা ডিপার্টমেন্টাল ষ্টোর নেই বলে ওটা দিয়েই আজ লাঞ্চ সারতে হবে। আপেলে নাকি অনেক ক্যালোরি। সমস্যা ততোটা হয়তোবা হবে না। সমস্যা না হলেই ভাল। আর সমস্যা হলেই বা কি! ব্যাচেলরের আবার খাদ্যবিলাস কিসের?
আরও বসে থাকতে হবে আড়াই ঘন্টা মতো। আশেপাশে কেউ নেই। একটু দূরের পাবলিক প্লেসটাতে আমার বয়সেরই কিছু জাপানিজ ছেলেমেয়ে সেলফ স্টাডি করছে। প্রতিদিনই করে। বেশিরভাগ দিনই দূর থেকে দেখে যাই। ওরাও দেখে, আবার পড়ায় মনোযোগ দেয়। আমার মনোযোগ আসে না কিছুতেই। আবার সেই ঘুর্ণনচক্র। ফেসবুক থেকে সিসিবি,সিসিবি থেকে ফেসবুক,সেখান থেকে আবার ইয়াহু মেসেঞ্জার।
১ম হইলাম মনে হই!!!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😀
"জাপানে কয়েকদিন পরপর যেন কিসের সব ছুটির দিন থাকে।"-
ইস! খুব মিস করি। মাঝে মাঝে মনে হয় সেইসব ছুটি'র দিন গুলো বুঝি একেবারেই হারিয়ে গেছে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ছুটির দিনগুলা আসলে আপনারে হারাইছে :(( । জাপান ছাইড়া নির্দয়ের মতো চইলা গ্যালেন ~x(
মাহমুদ ভাই মনে হয় কোট করতে পারতেছেন না। আমি একটু শিখাইয়া দেই।
লেখার যে অংশটুকু উদ্ধৃতি হিসেবে বোঝাতে চান সেটুকু কপি করে কমেন্ট বক্সে এনে পেস্ট করুন। তারপর আবার পুরোটা সিলেক্ট করে উপরের বারে “উদ্ধৃতি” আইকনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল।
দেখেন তো ট্রাই করে হয় কিনা ?
পুরা জীবনটাই আসলে ঘুর্ণনচক্র।
লেখা ভাল লেগেছে। :clap: :clap:
থ্যাঙ্কস ভাই...
বাহ, তোমার লেখার হাত তো খুব ভাল। এত কম লেখ ক্যানো?
বেশ দাগ কাটল তোমার দিনলিপি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওরে কে আছিস, আমার তো গর্বে বুক ফুইলা গ্যাছে তিন হাত :party: ... ফয়েজ ভাই আমারে কইছে আমার নাকি লেখার হাত ভাল :awesome: :awesome: :awesome:
থ্যাঙ্কু ভাইয়া। সত্যিকারের ব্লগ হিসেবে প্রথম লেখা। দেখি সময় করে আরো লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
শরিফ, আমাদের এখানে ডাক্তাররা বলেন আপেল, শসা আর সবুজ শাক সবজিতে নাকি নেগেটিভ ক্যালরি, অর্থাৎ এই ফল বা সবজি গুলোর মধ্যে যে পরিমান ক্যালরি বিদ্যমান, তার চেয়ে বেশি পরিমান ক্যালরি খরচ হয় এসব ডাইজেশন বা হজমের প্রক্রিয়াতে (যাকে আমরা বার্ন প্রসেস বলি)। তাই আমাদের মধ্যে যারা ওভারওয়েট সমস্যায় বেশি ভুগে তাদেরকে ডাক্তাররা বেশি করে এসব খাদ্য খাওয়ার পরামর্শ দেন। কারন এসব খাবার খেলে ক্ষুধা দূর হয় ঠিকই কিন্তু ওয়েট গেইন করার ভয় থাকে কম।
আমি ডাক্তার নই। আমাদের সিসিবির ডাক্তারদের এ বিষয়ে মতামত জানতে চাই।
লেখাটা ভাল লেগেছে। আরো নিয়মিত লিখবা
হুম, আমিও শুনছিলাম এক স্যারের কাছে।
সমস্যা নাই, ১০০% আপেল জ্যুস আছে না...ওইখানে স্পষ্ট লেখা ২০০মিলি তে ১০০কিলোক্যালরি। ডাইজেস্ট করার কোন ঝামেলা নাই :awesome:
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে...শরীফ পার্টটাইমে গেলেও চোখ জায়গামতই যায় :grr:
লেখাটা অনেক ভালো হইসে...পড়তে আরাম লাগে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, খিয়াল কইরা খিয়াল কইরা... 😉
আর আপনি যেন কি করেন, আমি কিন্তু এখনো টপ সিক্রেট হিসেবে রাখছি...কইয়া দিমু কিন্তু :awesome:
:chup: :chup: :chup:
তোমার শরীর থেকে সিভিল পানি বাইর করার টাইম হয়া গেসে :grr:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিও খেয়াল করছিলাম। ভাইয়া এইটার দায়িত্ব আমারে দেন ঐ ছন্নছাড়া এদিকে আস, হারি আপ... ডাবল আপ...
ফয়েজ ভাইইইইইইই আপনি কই? আপনার কলেজের পোলারে একা পাইয়া পানিশমেন্ট দেওনের প্লান করছে সাকেব ভাই ~x( ...
তপু ভাই একটু লেট করন যায় না...ওই যে ফয়েজ ভাই আইয়া পড়ছে :awesome:
:-B
তুমি জান না আমি অসাম্প্রদায়িক, দুষ্টুমি করছ, পাংগা খাইবা, আমারে ডাকাডাকি কর ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাই গা তাইলে তপু ভাইয়ের কাছে... ~x(
নিয়মিত লিখো না ক্যান? 🙂
ভাইয়া অনেক সাহস কইরা লিখলাম আর কি... দেখি এখন থেকে চেষ্টা করব।
শরীফ অনেক অনেক ভালো হইছে।চালিয়ে যাও........
থ্যাঙ্কস হাদী ,কষ্ট করে গেস্ট হিসেবে কমেন্ট দেয়ার জন্য।
তুমি কি এই ফার্স্ট লেখলা? আগে দেখিনাই নাকি চিনিনাই। এনিওয়ে দেরিতে হলেও স্বাগতম। ভার্সিটি ঠিক করেছ?
কিছু একটা হইছে আর কি...স্বাগতম জানানোর জন্য থ্যাঙ্কস।
হুম, ভার্সিটি একরকম ঠিক করে ফেলছি। যদিও পারা না পারার ব্যাপারটা আছেই। দোয়া কইরেন ভাই।
আমার এতো ভুলোমন ক্যান? চেক কইরা দেখলাম তোমারে স্বাগতম জানােনা হয় নাই। ১০টা :frontroll: শুরু করো। এই কে আছো, সাকেব। দেখো তো কোনো ফাঁকিঝুকি যাতে না দেয়। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওকে বস :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সানা ভাই কইছে দিতে, কোন ফাকি নাই...
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমার তো অনন্তকাল :frontroll: দিতে ইচ্ছে করতাছে...
সাকেব ভাই গুনে আমার ফ্রন্টরোল... :awesome:
শরীফ ভাই তো আগেও একটা লেখা দিয়েছে। 😕
ওটা এডিসন ভাইকে উৎসর্গ করছি... 😉
শরিফ তো মার দ্বিতীয় লেখা দেয়ার জন্য ধন্যবাদ। প্রথমটা তো আমার জন্য লিখছিলা তাইনা?
ঠিক বলেছেন ভাইয়া।
সহজ ভাষায় লেখা দিনলিপিটা ভাল লাগল... :clap:
আশা করব নিয়মিত লিখতে থাকবে... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাঙ্কস জুনা ভাই। আপনি ইদানিং এত দেরিতে কমেন্ট করেন ক্যান? :-/
হুম
ওই হাসের বাচ্চা, হুম করস ক্যান? লং আপ কইরা রাখুম কিন্তু :gulli:
:thumbup: :thumbup:
Life is Mad.
সায়েদ ভাই আজকাল পুরা ইমোর উপরে আছেন দেহি... :((
ভাল ছিল ।
থ্যাঙ্কস ভাই।
সবাই ইদানীং আমার মনের কথা বলছে কেন বুঝলাম না!
You cannot hangout with negative people and expect a positive life.
ইদানিং না তো। দেড় বছর আগে বলছে। 😉