যুবরাজ
(গল্পের যুৎসই কোন নাম না পেয়ে এই নামটা চুরি করলাম আরেকটা গল্পের নাম দেখে, আডমিন ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আশাকরি)
সোহরাব আলী তালুকদার নামে একজন প্রিন্সিপাল ছিলেন সিলেট ক্যাডেট কলেজে। আমি তাঁর গল্প শুনতে শুনতে তাঁর প্রেমে পড়ে গেলাম। “ তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি’ টাইপ প্রেম। এই সব গল্প আমি শুনতাম ফাহিমদের কাছ থেকে। ফাহিম আর আমি ছোট বেলার, মানে এক্কেবারে লেংটা কালের দোস্ত। ফাহিম হঠাৎ করে আমার সাথে বিট্রে করে সিলেট ক্যাডেট কলেজে চলে গেল ’৯০ তে। সে তো গেল ভাল কথা, কিন্ত আমার বাপ আমার জীবন দুর্বীষহ করে তুলল, কথায় কথায় তার রেফারেন্স দিয়ে। আমাকে অহরহ কুলাঙ্গার ডাকা হত এই কারনে।(যদিও এই শব্দের মানে আমি আজও জানিনা)।
সেকালে ক্যাডেট কলেজে চান্স পাওয়া একটা স্ট্যাটাস এর ব্যাপার ছিল।ফাহিমের বাপ তার ছেলের কীর্তি বুক ফুলিয়ে বলত আর আমার বাপ আমার রিপোর্ট কার্ডে প্রতিবার দেখত “বিশেষ বিবেচনায় উত্তীর্ণ”। একারনে আমার বহু লাঞ্ছনা-গঞ্ছনা সহ্য করতে হয়েছে। আজ আমি ওপেন ফোরামে জনতার মঞ্চে ফাহিমের নামে বিচার দিলাম। জাতির বিবেকের কাছে আমি আজ প্রশ্ন ছুঁড়ে দিলাম।
যাইহোক ফাহিমদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। সুতরাং সব খবর অতি দ্রুত চলে আসত। বন্ধুত্ব আমার জীবনে অভিশাপ হয়ে দেখা দিল।আমি খুব কষ্টে দিন-যাপন করতে থাকলাম। এত কিছুর পরেও আমি পণ করে রাখলাম আমি মরে গেলেও ক্যাডেট কলেজে পরীক্ষা দিবনা। যদিও চান্স পাওয়ার কোন কারণই ছিলনা, যেহেতু ছোটবেলা থেকেই রবীন্রনাথ,নজরুল, আইনষ্টাইন, মার্ক টোয়েন দের মত আমার প্রতিভা বিকাশ দেখা দিয়েছিল। অর্থাৎ পড়া লেখায় আমার মন বসত না, অন্য যেকোন বিষয়ে আগ্রহ অতি প্রবল। আমি নানা অজুহাতে ষষ্ট শ্রেণী তে ক্যাডেট কলেজের পরীক্ষার হাত থেকে বাঁচলাম। আমি তখন সিলেট ব্লু বার্ড স্কুলে ভর্তি হলাম। তাবৎ নারীকুল কে ছেড়ে, শোকের সাগড়ে ভাসিয়ে, ক্যাডেট কলেজে যাওয়া আমার কাছে তখন পুরোপুরি দুঃস্বপ্ন।আমি নানা প্যাঁচ খেলে এই যাত্রা রক্ষা পেলাম।
ফাহিম যখন টার্ম-এন্ডে বাসায় আসত তখন আমার চেয়ে খুশি আর কেউ হতোনা।নানা রকম দুস্টামী করে আমাদের আনন্দের সময় কাটত। শুরু করেছিলাম সোহরাব স্যারের গল্প দিয়ে,আজ সোহরাব স্যারের গল্প না বলি।কারন আপনারা সবাই কোনো না কোন ভাবে তার গল্প শুনেছেন, আমি তার গল্প বলা মানে” মার কাছে,মাসীর গল্প “ বলা হয়ে যাবে। আজ সোহরাব স্যারের গল্প বাদ। আমি আমার বন্ধু ফাহিমের গল্প বলি।
ফাহিমরা তিনতলা একটা বাসায় থাকত, যার বাকি ২ তলায় আমাদের আর ২ জন বন্ধু থাকত। আমরা ৪ জন ক্রিকেট খেলতাম, এবং নানা ধরনের অপকর্ম করতাম। ফাহিমের কাছ থেকে ক্যাডেট কলেজের অনেক মজার মজার কাহিনী শুনতাম ।তখন ক্যাডেট কলেজ না যাওয়া পার্টি হা-ভাতের মত এইসব গল্প গ্রোগাসে গিলতো। গল্প শুনতে শুনতে আমরাও তখন সিলেট ক্যাডেট কলেজের একজন হয়ে যেতাম।সেই সব গল্পের হিরোদের নাম তখন আমাদের মুখস্ত। তাদের মধ্যে সর্ব জনাব, ক্যাডেট কলেজের আডজুট্যান্ট, আবিদ, জ়োহা, এশান, রোমেনিও, আজিজ, তানভীর, আরমান এদের নাম এখন মনে আছে। সবচেয়ে শুনতাম সোহরাব স্যারের গল্প। আমি তাঁকে দেখিনি। তবে আমি যখন তাঁর কথা কল্পনা করতাম আমার মনে হত নন্টে-ফণ্টে গল্পের সুপারেন্টেড স্যারের মত মোটা, ভুঁড়ী ওয়ালা, টাঁক মাথার একজন রাগী লোক হাতে বেত নিয়ে ঘুরছে।
ইতিমধ্যে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সময় ১৯৯৪ ওয়ার্ল্ড কাপ ফুটবল এল।ফাহিম ও তখন ছুটিতে। প্রায় মাঝরাতে খেলা থাকত। আমরা একজন, আরেকজনের কথা বলে বাসা থেকে বের হয়ে পড়তাম, তারপর শুরু হত বাঁদরামী। যেমন আমরা তখন ১ টাকা দিয়ে এক ধরনের বোমা কিনতে পাওয়া যেত, সে সব কিনতাম। সেগুলাকে আমরা আমাদের নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা দিয়ে মিসাইল বানাতাম। দুর্ভাগ্যক্রমে একবার আমাদের ছোঁড়া মিসাইল আগুন লাগানোর পর……লক্ষ্যভ্রষ্ট হয়ে পাড়ার অতীব সুন্দরীর বাথরুমের জানালা দিয়ে ঢুকে পড়ে। বিরাট বিস্ফোরনের শব্দ শুনা যায় এবং কারো হাত থেকে স্টীলের বদনা পড়ার ঝনঝন শব্দ ও শুনা যায়। এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম পাড়ায়, তবে আমাদের কেউ ধরতে পারে নাই!
সুন্দরীর কথা আসলোই যখন, বলি আরেক সুন্দরীর কথা। তিনি আমাদের পাড়ার হার্টথ্রব নায়িকা যিনি কিনা বয়সে আমাদের বড়। কিন্তু প্রেম তো বয়স মানেনা। আমরা ও তার প্রেমে পড়লাম জামাতের সাথে। আমরা ভাবলাম ভালবাসার কথা গোপন রাখতে নাই, প্রকাশ করতে হয়। সবাই ভালবাসা প্রকাশ করে চিঠি দিয়ে, ফোন করে, সাক্ষাৎ করে, গোলাপ ফুল দিয়ে- আমরা চিন্তা করলাম ঢিল ছুঁড়ে আমরা আমাদের ভালবাসা প্রকাশ করব। সেটা কীভাবে? সেটা হল সুন্দরীর বাসা টিনের চালের। সুতরাং আমরা তার টিনের চালে ঢিল দিয়ে ভালবাসা প্রকাশ করব। আমাদের ছোঁড়া ঢিল তার বাসার টিন এ ঝনঝন আওয়াজ করে পড়বে- এবং এই সুর তার মনে ভালো লাগার ঝংকার তুলবে- (সেরমই একটা এস্যাসমেণ্ট ছিল আমাদের)। কিন্ত তার বদ একটি ভাই ছিল, যার মনে ভালবাসার ঝংকার এর বদলে হুংকার উঠতো। আমরা যতবার ঢিল ছুঁড়তাম ততবারই তার এই হুংকার শুনা যেত। অতঃপর সে বাসার সামনে পাহারা বসাল আমাদের ধরার জন্য। আমরা অচিরেই নতুন রাস্তা আবিস্কার করলাম। ফাহিমের তিন তলা বাসার ছাদ থেকে সরাসরি ঢিল মারা যায়। এতে অন্য ঘটনা ঘটে গেল। দেখা গেল ঐ সময় বাসার সামনে দিয়ে হেঁটে যাওয়া নিরপরাধ পথচারীরা ধরা খেতে থাকল।এভাবে কয় দিন মারার পর আমাদের হাত এত পাকা হল যে আমরা যে কোন আঙ্গেল থেকে, না দেখে পর্যন্ত ঢিল লাগাতে পারতাম। আমরা এতই পাকা ছিলাম যে চোখে কাপড় বেঁধে মারতাম এবং নিপুন লক্ষ্যভেদ হতো। আমাদের এই কাহিনী কিভাবে জানি এ-কান, দু-কান হয়ে পাড়াময় ছড়িয়ে পড়ল। পাড়ার সকল যুবক-কিশোর ভাইয়েরা ঢিল ছোঁড়ার এই আইডীয়ার কপি রাইট ভঙ্গ করে নিজেরা ও শুরু করল। অতি দ্রুত এই ঘটনা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করল। পাড়ার যে ছেলে ঐ বাসার সামনে, পিছনে যে দিক দিয়ে যায়, একটা করে ঢিল ছুঁড়ে যায়।তার ভাই বাসার সামনে পিছনে পাহারা লাগিয়েও কোন কুল কিনারা করতে পারল না। অন্য পাড়ার ছেলেরাও ঢিল মেরে যায়।একদিন ঐ ভাই আমাদের ডেকে কারা এই কাজের সাথে জড়িত তাদের নাম-ধাম দেওয়ার জন্য বললেন। আমরা তাকে আস্বশ্ত করলাম দোষীদের অতি সত্তর ধরিয়ে দেওয়া হবে। আমরা পাড়ার অতন্দ্র প্রহরী, অন্য পাড়ার ছেলেরা এসে আমাদের পাড়ার মা-বোনদের বাসায় ঢিল মেরে যাবে- এটা কোনভাবেই বরদাশত্ করা যায়না। অন্য পাড়ায় জানিয়ে দেওয়া হল- এপাড়ায় যেন তারা ঢিল ছুঁড়তে না আসে। ইতিমধ্যে সুন্দরীর ভাই এই বিপদ থেকে বাঁচার জন্য বাসার ছাদ ঢালাই করার চিন্তা করলেন। আমরা এতই পাথর ছুঁড়ে ছিলাম যে তাকে শুধু মাত্র সিমেন্ট কিনতে হয়েছিল টাকা দিয়ে, ছাঁদ ঢালাই এর সমস্ত পাথর আমাদের সাপ্লাই দেওয়া!!
(চলবে)
1st
আজকে তো রেকর্ড হইবো মুনে হয় কমেন্ট এর 😀 😀 😀 । ২ ঘণ্টার জন্য গেসিলাম বাহিরে, আইসা দেখি, মাইরি কত্ত গুলা কমেণ্ট!! :guitar:
সিসিবিতে লেইখা চ্রম মজা পাইতেছি... 😀 😀 😀 :awesome: :awesome:
মন্তব্যবাদী মন্তব্যের জন্য আপ্নের ব্যান চাই.. x-( x-(
ব্যানবাদী মন্তব্যের জন্য তোর ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যারা খালি "ব্যান ব্যান" করে তাদের ব্যান চাই 😡 😡 😀 😛 ।
Life is Mad.
আমরা সবাই মশক হইয়া যাইতাছি..........প্যা পু প্যা পু :awesome: :party:
তাদের মত সারাক্ষণ ভ্যান ভ্যান করি.........প্যা পু প্যা পু :awesome: :party:
সিসিবি এমবি(মসক্যুইটো ব্লগ) হইয়া যাইতাছে.................... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😀 😀 😀 দোস্ত তোরে নিয়া সচলায়াতনেও তুমুল তোলপাড়। :gulli2: :gulli2: :gulli2: এক ফাকে পইড়া নিস। :gulli2: :gulli2:
এই নে লিঙ্ক, এখানে ক্লিক করলে পাবি http://www.sachalayatan.com/juboraj/21274
:khekz: :khekz: :khekz: :khekz:
ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা নিয়েও না বলে পার্লম্না...
কিপ্পোর্লাম্রেবাবা..... এক্টু নাইচা লই..
:tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome:
:tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome:
:tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome:
😛 হি হি হি..ভাই বিএমএ থাকতে এই নাম লাগাইসি নামের আগে:প
বস, 'কুলাঙ্গার' শব্দ নিয়া আপ্নের এত আক্ষেপের কি আছে বুঝলাম না.. :dreamy:
শব্দটারে ভাইংগ্যা আমরা পাই 'কুল' এবং 'অংগার'...এর মানে হইল বংশের বাত্তি... :-B ;;)
স্মৃতিচারণ ভাল লাগছে... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে,তাই নাকি!!
আমি কুলাংগার হপো... :(( :(( :(( :(( :(( :((
তুই তো অল্রেডি কুলাঙ্গার 😉 😉
মা মা দেখে যাও..আজ তোমার কত সুখের দিন...তোমার ছেলে আজ কুলাঙগার হয়েছে.. 😀
দোয়া করি কামরুল ভাই...আপ্নেও তার্তারি কুলাংগার হন :grr: :grr:
বেলাডি বন্য,
এইটাও ভুইলা গেছিস যে সিনিয়ররা জুনিয়রদের আগে কুলাঙ্গার হয়। :grr: :grr:
যা কিছুক্ষন লং-আপ হইয়া থাক। 😉
সানা ভাই তাইলে সবচে বড় কুলাংগার. :khekz: :khekz:
:goragori:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হুহুহুহুহুমমমমমমমমমমম..................... :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওহহহ, ওহহহ, ওহহহ, ওহহহ (গলা খাকারি) ......... :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:-B :-B :-B আমি দেখতাছি... কে, কে,....? ইয়েস ব্লাডি ক্লাস সেভেন.....ইয়েস ইউ বন্য? হাউ ডেয়ার?.. ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😡 😡 😡
অ্যান্ড ক্লাস নাইন অলসো, রবিন, টিটো? :just: ফলইন। নাউউউউ (হুংকার)।
সায়েদ, ক্লাস ইলেভেন, ইউ টু? x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস সিনিয়রিটি অনুয়ায়ি সায়েদ ভাইরে দিয়া শুরু করেন ........বাকীগুলারে আমি খুঁইজা আনতাছি ;))
ইয়ে মানে..... বদ পোলাপান তো একটু খুঁজতে দেরী হইতে পারে ~x( ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস চিন্তা কইরেন না , আমি আর টিটো যাইতাছি খুজতে
তুমি শান। x-( x-( x-( বাকিগুলারে খুঁজতে আমি জুনারে পাঠাইছি। ;;) ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, শান হইয়া আছি। শেষ হইলে আওয়াজ দিয়েন
সানা ভাই, আমি তো ইমোশনাল হয়ে গেলাম... :shy:
এত বড় দায়িত্ব... :-B
আমার জন্য সবাই দোয়া করবেন... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই ১ম দোয়াটা আমিই করলাম....এখন আমারে আর খুইজেন না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার মনে হয় হা ভোট বিজয়ী হয়েছে :-B
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ তুমি কি বলবার চাও?? ঝাইরা কাশো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
না মানে বলসিলাম আর কি... আমার মনে হয় হা ভোট বিজয়ী হয়েছে 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
মানে বন্য কি জানি উত্থাপন করলো আর বাকি সবাই যে ভাবে হাত চাপড়ে সমর্থন দিল। :bash:
সাতেও নাই, পাঁচেও নাই
আমি তো দেখতাছি, B-) B-) B-) রবিন পিরা গড়াগড়ি দিয়া কানতাছে!! বাকিরা রবিনের কাম দেইখ্যা হাসতাছে। এইহানে হ্যা ভোটের ব্যাপার আইলো কইত্থ্যিকা?? পাঙ্গা ভুইলা গেছ মনে অয়? :chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস পাংগা লাগান সব গুলারে।
বস আমি কিন্তু কিছু কই নাই। হ্যাও কই নাই, নাও কই নাই।
আপনি টায়ার্ড হয়ে গেলে আওয়াজ দিয়েন। আমি নেক্সট।
কত্ত বড় সাহস। ফাজিল পোলা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ আপনেরা রেস্ট নেন, ফাজিল পোলাপাইনরে আমি দেখতাছি। সব কয়টারে যদি লইজ্জাবতি কাটার উপ্রে দিয়া সাইড্রোল আর ফ্রন্ট্রোল করায়া সিভিল পানি বাইর না করছি :grr: বস্ লিস্টে সায়েদ আছে নাকি ;)) ও আসলে তেমন কিছু করে নাই (ফ্রেন্ড স্পিরিট 😉 ) বাকি কয়ডারে দেখতাছি 😀 😀 :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
এই ব্যাপারে আমার মনে হয় না ভোট বিজয়ী হয়েছে :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
একমত
ভাবতেছি আপনি, ফাহিম ভাই আর আপনাদের ওই সুন্দরী এই তিন জনরে নিয়া একটা রোমান্টিক-একশ্যান ছবি বানামু। নাম হবে 'ঢিল মারি তোর টিনের চালে'-tit for tat 😉 😉
ফাহিম ভাই আর আপনি দেশে আসলেই শ্যুটিং শুরু হবে। 😀 😀
লেখা মজা হইছে।
কাছ থেকে দেখার বন্ধুর কাছে, কাছ থেকে দেখা বড় ভাইয়ের গল্প শুন্তে ভালো লাগছে। 😀
Tit for tat- নিয়া একটা কথা কইতে চাইছিলাম... O:-)
কিন্তু সানা ভাই তো আবার আমি কিছু কইলেই কইব...অশ্লীল ... :bash: :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই..বইলা ফালান..সানা ভাইরে আমি ম্যানেজ কর্তাছি..তয় আমি যেইটা ভাবতেসি আপ্নেও যদি সেইটাই ভাবেন তাইলে আর বইলেন না.. 😉
সানা ভাই,বস...কামরুল ভাই আপ্নারে এক্টু ডাকতেসে..ওই কি যেন প্রব্লেম হইছে..দেখেন না একটু..প্লিজ.. 😀
বেলাডি বন্য :grr: :grr:
কত বড় সাহস! কয় আমি নাকি লাবলু ভাইরে ডাকি!! কমন্সেন্স গুইলা খাইসস নাকি? আমার ঘাড়ে কয়টা মাথা সিনিয়র রে ডাকার?
তুই আগামী তিন মাস সিসিবিতে লং-আপ হইয়া থাকবি। x-(
আপ্নে সিনিয়ররে যে ডাকতেসেন..ওইটাইতো প্রব্লেম :grr: :grr:
ওরে বাপ..সানা ভাই হ্যাঙার নিয়া আসতেসে..আমি যাইগা.. :tuski:
বেষ্ট অফ লাক কামরুল ভাই.. 😀
কামরুল ‘ঢিল মারি তোর টিনের চালে’ ১৯৭৮ সালে মতিঝিল এজিবি কলোনির স্টুডিওতে নির্মিত ও আইডিয়াল স্কুলে মুক্তি পেয়েছিল। :guitar: :guitar: :guitar: সেটা অবশ্য সাদা-কালোর যুগ। তুমি চাইলে রঙিন বানাইতে পারো। :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্ ঐটার একটা হালকা কালার ভার্সন ও আছে, (শুধু গান কালার 😀 ) যেইটা মোস্তফা অডিটরিয়াম নির্মিত 😀 নাম একটু রিমিক্স হইছে অবশ্য 😉
‘ঢিল মারি তোর টিনের চালে
টান্কি মারি তালে তালে' :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
লাবলু ভাই, কাইয়ুম ভাই আপনারা অভিনয় করেন জানতাম না তো। আর এইদিকে আমি কতদিন ধইরা আমার ছবির ভিলেন খুজতেছি 😉 😉
ভিলেন... আহ, এই চরিত্রটা আমি ভীষণ এনজয় করি! 😀
(ছেড়ে দে শয়তান..... হা.. হা.. সুন্দরী যতোই চিৎকার করো......)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুন্দরীঃ তুই দেহ পাবি কিন্তু মন পাবি না।
ভিলেনঃ মন না পাইলেও চলবো =)) =))
:khekz: :khekz: :khekz:
অতেই চলবে 😀 😛 ।
Life is Mad.
ওটাই তো চাই... :grr: :grr: :grr: :grr:
হা... হা... হা... এখানে নায়িকার কাছ থেকে কি পাইলেও কি যেন পাওয়া যায় না 😉 😉 😉 ।
Life is Mad.
ঢিলা-ঢিলিতে বস ফাহিম ভাই ক্রিকেট কিংবা বেসবল না খেইল্যা পাহাড়ে চড়ায় ইন্টারেস্টেড ক্যান হইলেন- ঠিক বুঝলাম না... :-B ~x(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:gulli2: ওর বউ ওরে ঢিল মারে....। 😀 😀
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
তার মানে আপনে কৈবার চাইতাসেন ভাবী ফাহিম ভাইরে পাহাড়ে উঠায়া তার হাতসই প্র্যাকটিস করে? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
তার মানে আপনে কৈবার চাইতাসেন ভাবী ফাহিম ভাইরে পাহাড়ে উঠায়া তার হাতসই প্র্যাকটিস করে? 😉
:khekz: :khekz: :khekz: :khekz:
ভাই কি করব, বানরের গাছ বাওযার অভ্যাস
:khekz: :khekz: :khekz: :khekz: :pira: :pira:
দাড়া, মিতুরে বলতেছি।
দোস্ত মিতু আমার ছোট বোন, খামখা ভাই-বোনের মধ্যে কলহ লাগায়া কি লাভ তোর? বলিস না ,বলিস না,দোস্ত, তুই আমার লেংটা কালের বন্ধু না??
খুব খ্রাপ..খুব খ্রাপ... :grr: :grr: :grr:
পাহাড়ে চড়া কি খারাপ 😕 😕 ????
Life is Mad.
আর একটা কথা
ফাহিম ভাইএর গল্পতো শুনলাম, কিন্তু বন্দনা আপাটা কে ? 😉 😉
মে বি যার হাত থেকে বদনা পড়ে গিয়েছিল... :-B
সেকি!! উনি তখন কি করছিলেন? 😉
ওই যে ওইটা... 😉 😉
সঙ্খ্যা এক না দো ? 😉
একই মনে হয়... 😀 😀
ফাহিম বলতে পারবে!
কামরুল ভাই, বন্দণাপুকে নিয়ে স্ক্যান্ডাল কিন্তু সবার আগে আপনার আছে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঝাতি ঝানতে ছায়.. :((
বন্দনা নামের মেয়েরা এমনই হয় রে 🙁 🙁
আন্দাযে.. 😛
আমি নিজের কানে শুনসি..
কপিরাইট: এস আই টুটুল 😀
বন্দনা আপা ফাহিমের কিছু না। ঊনি যুবরাজের যুবরানি ছিলেন। পরের নাম ভাংগাচ্ছে পাছে যদি ওর বাপ এই পোস্ট পরেন তাহলে বলতে পারবে আমি না সব দোষ ফাহিমের। পুরানো অভ্যাস।
😀 😀 😀 দোস্ত চেতাই দিসি মনে অয় 😀 😀 😀
চলুক।
যুবরাজের ব্যাটিং চলুক সমান তালে।
:clap:
সৈয়দ সাফী
এইতো....জমতেছে মনে হয়।
অসাধারণ লাগতেছে যুবরাজ :clap: :clap: :clap: ।
Life is Mad.
থাঙ্কু থাঙ্কু স্যায়িদ ভাইইই :thumbup: :thumbup:
খুব অসাধারণ একটা লেখা ... ৫ দিলাম
আমিও ঢিল ছুড়বো 😡 😡 অসাধারণ একটা সিরিজ শুরু করার জন্য যুবরাজ ভাইকে :salute: :salute:
তারমানে ফাহিম-বন্দনা-২ ও আসতেছে... :party: :party: :party:
কবে? কবে? কবে??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ্যা ভাআআআআআআইইইই আসিতেছে মহা সমারোহেহেহেহে.........।। :party: :party:
ফাহিম+ বন্দনা-২
আমার মোবাইল ভুলে ওয়াশিং মেসিনে দিয়ে দিযেছিলাম। এখন কাজ করসে না। তাই আমার বন্ধুর মেসেজ এই পোস্টের ব্যাপারে পাই নি। উইকেন্ডে ছিলাম আল্পসে স্কি করতে। আজকে পোস্ট খুলে ত অবাক। আমার ইজ্জত নিযে টানাটানি। একেই বলে বন্ধু বেঈমান।
কামরুল এই নামে একটা ছবি বানাতে পারো। ঈশপের সেই দুই বন্ধু আর ভালুকের গল্প আছে না, আমার স্টকে তার চেয়েও জটিল আর সত্য গল্প আছে যুবরাজকে নিযে। সাপ্লাই অফুরন্ত।
ফাহিম ভাইয়ের ইজ্জত নিযে টানাটানি করায় যুবরাজ ভাইকে অনারারী পিসিসি'র ক্যাডেটশিপ দেয়ার জোর দাবি জানাই। 😉
হুমমম একমত।
তবে পোষ্টের ট্যাগ রংপুর দেয়ার তেব্ব দাবী জানাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀
😛 😛 দোস্ত এই পোস্টে আমি ইজ্জত হানি কর কিছুই লিখি নাই। বরং তোরে ইজ্জত দিসি। তুই যদি আমারে থ্রেট দিস, তাইলে কিন্তু তর খবর আসে!! আমার কাছে হাজার টা কেচ্ছা কাহিণী আসে তোরে নিয়া :gulli2: 😡 😡 সাবধান কইলাম!! x-( x-(
~ফাহিম ভাই
~যুবরাজ ভাই
ধুর... :bash:
বাংলা সিনেমার মতন খালি দুই জন দুই জনরে ডায়লগ দিতেছে... :thumbdown:
আপ্নেগো স্টকে এত কিছু থাকলে ছাড়েন না কিছু??? ;;)
তা না হইলে কিন্তু মজুতদার হিসাবে ধরিয়ে দেব... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যুবরাজ, শয়তান, তোকে আমি দেখে নেব। :duel:
ইয়ে আমরা দুইজন আবার একটু বেশি বাংলা সিনেমার ভক্ত কিনা।
ফাহিম-বন্দনা-১ = ?? 😐
ফুয়াদ ভাই, কী কইতেছেন?????????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😛 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে এরা তো পুরা গুরু।
বাহ বাহ, বেশ কেটেছে তো ছেলেবেলা। :salute:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যুবরাজ, তুমি লগ-ইন না করেও তোমার নাম "যুবরাজ" ব্যবহার করে কমেন্টের উত্তর দিতে পারবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মর্নিং শোজ দ্যা ডে। আমি তো সামনে পুরা বছর ফকফকা দেখতে পারতেসি :awesome:
জট্টিল জট্টিল। :gulti: :gulti:
একটা সাজেশন: ফাহিম-বন্দনা না দিয়ে ফাহিম + বন্দনা দিলে বেশি দৃষ্টিমধুর হয় মনে হয় :-B
সাতেও নাই, পাঁচেও নাই
সমর্থন জানাচ্ছি :thumbup: :thumbup: :thumbup: 😀 😀 ।
Life is Mad.
ফাহিম + বন্দনা 🙁 আমার সুখের ঘরে আগুন জ্বালাবা :((
:shy: :shy: আমি ব্যাসিক্যালি লাজুক......।আপনাদের এত তারিফ শুনে আরো... :shy: :shy: :shy:
=)) =)) :khekz: :khekz:
একজনের লজ্জার কথা শুইনা পিরা ভাই টেন্ডস টু নির্লজ্জের মত হাসতেসেন ক্যানো? :-B O:-) :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
শালা ভন্ড B-)
২৪ ঘন্টা হইতে না হইতে মনে হচ্ছে ১০০ ছাড়ায়ে যাবে :tuski: :tuski: :tuski: ।
চলুক চলুক :duel: ।
Life is Mad.
যুবরাজ ভাই, খুব মজা পেলাম লেখাটা পড়ে।
ফাহিম-বন্দনা-২ এর জন্য অধীর আগ্রহে রইলাম।
ভাল ছিল ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইখানে ঢিল তো মারা যায় না আপাতত গুলতিই মারি :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti:
Life is Mad.
নাহ, উপরে ডিসিশন হইসে, "ফাহিম+বদনা-২" হবে নাম!!! :party: :party:
:frontroll: :frontroll: :frontroll:
=)) =))
গুরু কি লিখা দিলেন......পিরা গিলাম...... :goragori: :goragori: :khekz: :khekz: :pira: :pira:
:)) :)) :)) সব আপনাদের দোয়া...আমি খালি এট্টু টেরাই করতাসি, ক্যাডেট কলেজ ব্লগে পাকাপোক্ত আসন নেওয়ার জন্য ......। 😉 😉
ওই কেও একটা RFL এর চেয়ার আইনা দে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:goragori: :goragori:
জলদি ভাগ 😀
যারে নিয়া লেখা- সেই ফাহিম ভাই কই??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস্ মনে হয় আল্পস্ এ গেছেন আবার :-B একটা ঢিল ছুইড়া দেখুম নাকি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইজান, সাথে কিন্তু অনেকেই থাকবে... O:-)
খিয়াল কইরা...খুব খিয়াল কইরা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিতো আল্পস এ গ্যাছেন বস্ এই কথায় আন্দাজে ঢিল ছুড়া উপমাডার কথা কইছি, তুই কি বুঝলি ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
উপমার গায়েও তো ঢিলটা লাগতে পারে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাগ্লেতোক্যাল্লাফতে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :tuski: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :goragori: :pira: :pira:
আমার মতোন গুলতি :gulti: :gulti: ট্রাই করতে পারিস :khekz: :khekz: ।
Life is Mad.
ঘটনা সত্য। যখন রোম পুরছিল তখন নিরো বাশি বাজাচ্ছিল আর আমি স্কি করতে গেছিলাম।
২/৩ ধরে নেটে বসতে পারছিলাম না 🙁 । ব্যস্ততা এবং কচ্ছপ গতির অত্যন্ত ধীর নেটওয়ার্ক ছিল এর কারন। আজ নেটে ঢুকে দেখি আমার ধারনা সত্য প্রমাণ করে যুবরাজ পুরা উরাধুরা ওপেনিং এর সাথে সাথে এখন সেঞ্চুরীর পথে :thumbup:
সাবাশ বন্ধু :clap: । সিসিবির সবচেয়ে আকর্ষনীয় দিক হলো এর মন্তব্য এবং প্রতিমন্তব্য। এরকম প্রাণবন্ত এবং সুন্দর পরিবেশ আর কোথাও পাবিনা :no: । আশা করি নিয়মিত লিখবি এখানে। আমার মতো আরো অনেকে তোর লেখা পড়ার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকবে :dreamy: ।
লেখার ব্যাপারে মনে হয় আমার আর মন্তব্য করার প্রয়োজন নেই। উপরের সবার স্বতঃস্ফূর্ত মন্তব্যই কথা বলছে। আমি শুধু বলব নিয়মিত সিসিবিতে লিখতে থাক্ :boss: এইরকম স্পীডেঃ :guitar: