ভালো থাকুক আমার স্বপ্নেরা….
সুখে থাকুক তারা…
শান্তিতে বসবাস করুক তাদের পরিবার নিয়ে।
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম,
জন্মদানের মাধ্যমে তারা বেচে থাকুক আমার মস্তিষ্কের নিউরনে।
সুন্দর স্বপ্নগুলাকে এই বিভৎস বাস্তবে এনে,
আমি ওদের নষ্ট করতে চাই না।
কারন, আমি দেখছি ওদের করুণ মৃত্যু।
আমার সহ্য হয়নি।
আবগের ছোট্ট ছোট্ট অনু দিয়ে যেইটার সৃস্টি,
যেইটার লালনে পরিস্ফুটিত হয় মানব হৃদয়,
এইরকম মৃত্যই কি তদের প্রাপ্য??
তার চাইতে বরং ওরা বেড়ে উঠুক আপণ আকারে
আমার মস্তিষ্কের মাঝে।
১৭ টি মন্তব্য : “অতঃপর স্বপ্নেরা”
মন্তব্য করুন
:brick:
পুরাদস্তুর বাঙ্গাল
প্রথম :awesome: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
বেশ কিছু বানান ঠিক করতে হবে মোবারক B-)
ভালো লিখছো :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই বানান ভুল আমার দোষ না, দায়ভার পুরাটাই অভ্র এর 😛
ভাল থাকুক তোমার স্বপ্নেরা :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাই :))
স্বপ্ন বেঁচে থাকুক। 🙂
ভালো থাকা অনেক সহজ।
খালি তুই মইরা যা :pira2: :gulli:
আমি সিগারেটের ছাই, জানালার ধুলো। চাইলেই ফু দিতে পার। ঊড়ে যাব।
আমি মরলে তো সব শেষ। 😉
:clap: হুম, আসলেই।
ভাল থাকুক স্বপ্নরা
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂
শরীরের জন্য অক্সিজেন, আর মনের জন্য স্বপ্ন 🙂
মুক্তি হোক আলোয় আলোয়...
ঠিক বলেছ :hatsoff: (সম্পাদিত)
অভ্র 'স্পেল চেকার' এ পুরো লেখাটা ফেলে দিয়ে চেক কর। আকার,এ কার জনিত ভুলগুলো বাদে বাকি সব ঠিক হয়ে যাবে।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ ভাই (সম্পাদিত)
🙂 🙂 🙂 shopno dekha dosher kichu na bondhu . btw vallagse . keep it up
সামনে আরও আসিতেছে বন্ধু 😛