আমার প্রথম পোস্ট

ক্যাডেট কলেজ ব্লগে সবার পোস্ট পড়তে অনেক ভাল লাগে। আমি মাসখানেক আগে এই ব্লগে জয়েন করেছি। লিখার ইচ্ছা ছিল। কিন্তু লিখার কোন টপিক পাচ্ছিলাম না। তাই আজকে আপনাদের, তোমাদের ও তোদের সবার জন্য ২ টা ভিডিও দিলাম। আমাদের রংপুর ক্যাডেট কলেজের ১৯তম ইনটেকের (১৯৯৩-১৯৯৯) ১৪ বছর এবং ১৫ বছর পুর্তি উপলক্ষে ভিডিও ২ তা বানানো হয়েছিল। আমাদের ইনটেক হয়েছিল ২০ মে ১৯৯৩। তাই ভিডিও ২টা যথাক্রমে ২০ মে ২০০৭ এবং ২০ মে ২০০৮ এ রিলিজ করা হয়।

রংপুর ক্যাডেট কলেজের ১৯তম ইনটেকের ১৪ বছর পুর্তির ভিডিও

রংপুর ক্যাডেট কলেজের ১৯তম ইনটেকের ১৫ বছর পুর্তির ভিডিও

১,৭৯৮ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “আমার প্রথম পোস্ট”

  1. জিহাদ (৯৯-০৫)

    ভাইয়া ব্লগে আপনাকে স্বাগতম।

    ইউটিউব ভিডিও এমবেড করার জন্য এডিটর এর ভিজুয়াল মোড চেঞ্জ করে html মোড এ যেতে হবে। এরপরে কোড পেস্ট করে আবার ভিজুয়াল মোডে এসে দেখুন শো করছে কিনা।

    নিজের পোস্ট এডিট করার জন্য ম্যানেজ->পোস্ট এ গিয়ে আপনার পোস্টের নামের ওপর ক্লিক করুন তাহলেই এডিট করার জন্য এডিটরে পোস্ট ওপেন হবে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    এড করে দিলাম। নেক্সট টাইম এড করতে চাইলে প্রোফাইলে গিয়ে ব্যক্তিগত অপশন থেকে ভিজুয়াল এডিটর মোড আনচেক করে দেবেন। তাহলেই হবে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. ক্যাডেট মান্নান ( ও-886 )

    বাহা, তোকে এখানে দেখে ভাল লাগছে।

    জমপেশ আড্ডা হবে এবার। ভিডিওগুলা সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আশা করি সবাই পছন্দ করবে ।

    জবাব দিন
  4. কামরুলতপু (৯৬-০২)

    আরে বাহালুল ভাই ? আপনি এখানে?????? how come?
    আপনাকে এখানে দেখে ভাল লাগল।
    আমাদের সাদা , কালো দুই প্যান্টই ছিল। এক উইক কাল হলে পরেরটা সাদা।
    @জুনায়েদ ভাই
    গিনিপিগ বলছেন কেন আমাদের কাছে তো সাদার থেকে কাল প্যান্টই বেশি স্মার্ট লাগত।

    জবাব দিন
  5. কলেজ আমদের কালো প্যান্ট নিয়ে আসতে বললেও অন্যান্য ক্যাডেটরা এটা জানত না। সেজন্য বহুত কাহিনী হয়েছিল...তাই বললাম..
    প্রথম দিকে আমদেরও কালো প্যান্ট পড়তে ভাল লাগত....সবাই সাদা আর আমরা কালো প্যান্ট...বেশ মজার ছিল...
    বেশ পরে যখন Parent's Day-তে কালো প্যান্ট বাধ্যতামূলক করে দিল,তখন আর ভাল লাগত না......তখন আবার সাদা প্যান্ট পড়া শুরু করলাম!!!

    জবাব দিন

মওন্তব্য করুন : বাহলুল (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।