চুপ ক’রে চাঁদ দূর গগনে
মহাসাগরের ক্রন্দন শোনে,
আর আমি শুনি নূপুরের নিক্কন ধ্বনি
যারিই ছন্দে দুলছে এ অবনী।
মা-গো তুমি কি সেই পরীটি-
রোজ রাতে যে নেচে নেচে যায়?
তুমি কি মা সেই পরীটি-
আদর করে যে আমায় ঘুম পাড়ায়?
মা-গো তুমি কি সেই মানসী-
যার হাসি আমার ভুবনে আলো ছড়ায়?
তুমি কি মা সেই মানবী-
আমার কষ্টে যে নীল হয় বেদনায়?
বল মা বল–
রইছ কেন চুপ করে?
তোমার খুকি কইছে কথা,
আর তুমি রয়েছ বহুদূরে।
খুকি তোমার ভীষণ ছেলেমানুষ,
তুমি ছাড়া যে মন কোথাও বসেনা!
আসবে কখন পরীর বেশে?
তুমি ছাড়া যে ম্লান এ জোছনা।
রাত গাঢ় হয়,
প্রহরগুলো যেন একেকটি বছর!
তিমির পারে বসে আছি আমি হেথা–
আচমকা মৃদু বাতায়নে শুনি–
‘বুড়ি, এই বুড়ি…জেগে আছিস?
ঘুমোসনি এখনো?’
অভিমানী এই আমি বলি,
‘তোমার পরশ ছাড়া ঘুমিয়েছি কি কখনো?’
‘পাগল মেয়ে আমার– তুই কত্ত বড় হয়েছিস!
থাকবি কি করে আমার আঁচলে?
কন্টকময় এ ধরনীতে
করছি তোকে আশীর্বাদ,
জয়ী হবি তুই সমরাঙ্গনে
পায়রা হয়ে উড়বি অবাধ।’
তারপর সুনসান নীরবতা।
হঠাৎ খুকির ঘুম ভেঙ্গে যায়।
ঘুমিয়ে পরেছে সারা শহর,
ঘুমায় পাহাড় আকাশের গায়।
[উৎসর্গ- আমার বড় মামীকে, যিনি হঠাৎ একদিন সবাইকে আড়ি দিয়ে চলে গেলেন।সেদিন সকালেও কারো বোঝার উপায় ছিলনা যে তিনি চলে যাচ্ছেন, জানলে মুখটি ভালো ক’রে দেখে নেয়া যেত। আমার এই মামীটি ছিল যেন শোলকবলা এক কাজলা দিদি! গল্পের আসরের প্রাণ ছিলেন তিনি।তিনি চিরতরে পালিয়ে যাবার পর আমার সাত বছরের কাজিনটি মাঝে মাঝে চুপচাপ একা একা ছাদে ব’সে থাকত।কি করছিলে জিজ্ঞেস করলে জানাতো সে মা’র সাথে কথা বলছিল।ওর অনুভূতিগুলোকে নিজের মাঝে ধারণ করেই আমার এই কবিতা লিখা।]
1st 😀
ফাঁকিবাজ পোলাপান আজকাল ফার্স্ট হয়।মন দিয়ে না পড়ার জন্য কবিতার দোষ গুন কিছুই বিচার করতে পারলানা. তোমারে চা দেবনা।আমি :teacup: নিজেই খাব
😕
:thumbup:
এতো সাধারন কথায় এতো সুন্দর করে মন ছুতে পারিস ক্যান সিনা তুই?
তোর মামীর আত্মার মাগফিরাত কামনা করছি। :salute:
You cannot hangout with negative people and expect a positive life.
পুরনো স্মৃতি নিয়ে লিখা এটা ........ । পাষানী, তোর মন ছুতে পারলাম কিন্তু
এই সিসিবি বড় আজব! সিনিয়ার ভাই, আপুরা ছাড়া সবগুলো পাষানতর। 😀
জাতি এমন ভাবনার কারণ জানতে চায় :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
কারণ দর্শালে জাতি কি শুধরে যাবে? :))
বন্ধুরাও পাষান সিনা ! তবে বাস্তবতা বড় পাষান।গত বছর আমার মামী চলে গেলেন সবাইকে জানিয়েই।ব্লাড ক্যান্সার হয়েছিল।চেষ্টা করেছিলাম সাধ্যমত কিন্ত যা হবার তাই হয়েছে। 🙁
কি যে লিখব বুঝতে পারছিনা। 🙁
আমার মা এর chemo চলাকালীন একটা কবিতায় লিখেছিলেন,
"প্রদীপের মাঝে খুঁজি আশার আলো,
এই জীবন তাই বাসিতে পারি ভালো।"
হৃদয় ছুয়ে গেল............
ধন্যবাদ রেজওয়ান।
অনেক কষ্ট নিয়ে লিখেছেন আপা ,বুঝতে পারছি
🙂
কবিতা খুব ভাল হয়েছে ...
তার চাইতেও ভাল হয়েছে অনুভূতিগুলো ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধন্যবাদ তাইফুর ভাই।
পৃষ্ঠার পর পৃষ্টা গদ্য লিখে যে কথা বোঝানো যায়না, হয়তো কবিতার দু'লাইনেই সে অনুভূতি ধরা দেয়। আমি তাই কবিতা ভালোবাসি, আর কবিদের হিংসা করি।
কবিতার পেছনের অনুভূতিটুকু ছুঁয়ে গেল।
সাতেও নাই, পাঁচেও নাই
তোমার কথাগুলো দারুন!
দাঁড়াও, একটা লিখা মাথায় এসেছে! কবিতার ভাষায় তোমার কথাগুলো এক্ষুনি লিখছি--
কবিতাকে কভু ক'রনা তুমি তুচ্ছ
নাইবা হলো সে কোনো গল্পগুচ্ছ
বিস্ময়কর শিল্প সে যে! করে নাও তারে বরণ
নয়তো কি করে বিন্দুতে সে সিন্ধু করে ধারন?
😮 :-B
আপা, আপনার কবিতা, অনুভূতি দুইটাই অসাধারণ। :thumbup:
জিহাদ ভাইরে নিয়া এতো তাড়াতাড়ি কবিতা বানাইলেন কেমনে :-/
আমিও যদি কবিতা লিখতে পারতাম 🙁
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ আশহাব!
তুই তো পুরা জিনিসরে, সিনা। প্রাউড ফর ইউ :clap: :clap: :clap: :salute: :hatsoff:
You cannot hangout with negative people and expect a positive life.
মারাত্মক হইসে ইন্সট্যান্ট পংতিগুলো। আবারো :hatsoff:
You cannot hangout with negative people and expect a positive life.
jack of all trades ...but................. এই আর কি! :shy:
:hatsoff: :hug:
আপনার অনুভূতিকে আপনি জীবন্ত করে ফেলতে পেরেছেন এই কবিতায়। :boss:
তানভীর, তোমাকে ২-১ টা ব্লগে লেখকের ভুল ধরতে দেখেছি। তুমি নির্দ্বিধায় আমারও ভুল ধরিয়ে দিও, হোক সে বানানের ভুল অথবা পাংচুয়েশন ব্যবহারের ভুল।
আয়েশা, তোমার কবিতা আগেই পড়েছি, কিন্তু অফিসের ব্যস্ততায় গত কয়েকদিন লগ-ইন করা হয়নি। কবিতাটা হৃদয় ছুঁয়ে যায়। যেমন নাড়া দেয় কাজলাদিদি। :hatsoff:
তবে তোমার কবিতায় ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমার একটা পর্যবেক্ষণ আছে। তুমি অনেক অপ্রচলিত শব্দ ব্যবহার করেছো। ষাট-সত্তুরের দশক থেকে সাহিত্যে আধুনিক ও কথ্য চলিত ভাষা ব্যবহার হতে শুরু করে। শব্দ ব্যবহারেও বড় পরিবর্তন আসে। এ বিষয়ে সিসিবির সাহিত্যিক ব্লগারদের মত জানতে আমি নিজেও আগ্রহী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই,
এ কবিতা থেকে প্রাপ্ত অনুভূতিটিকে আপনি "কাজলাদিদি" -থেকে পাওয়া অনুভুতির সাথে তুলনা করেছেন! You just made day ! আমি ওকে অফিসে এক্ষুনি কল করে বলে দিলাম! :tuski: :awesome:
আমি কি কি অপ্রচলিত শব্দগুলো ব্যবহার করলাম সেটা যদি িস্পেসিফিকলি বলে দেন তাহলে খুব উপকৃত হতাম।
কোন কবিতা লিখা শেষ হলেই আমি লিখাটাকে আবৃত্তি করি..... তখন কিছুটা পরিবর্তন করি।আমি প্রথমে লিখেছিলাম,
"তুমি ছাড়া যে ম্লান এ জ্যোৎস্না"।
কিন্তু আবৃত্তি করতে গিয়ে একটু বিপাকে পড়েছিলাম। চট করে এই তৎসম শব্দটিকে "জোছনা" করে সহজ-সরল এক গ্রামীন দ্যোতনার সৃষ্টি করেছিলাম শুধুমাত্র কবিতাটিকে শ্রুতিমধুর করার জন্য।যদিও জানি সংস্কৃত থেকে আগত এই শব্দটিকে অবিকৃত রাখা আমার দ্বায়িত্ব। ভুল হলে এটা ঠিক করে নেব।আরো কি কি অপ্রচলিত শব্দের প্রয়োগ করেছি, সেটাও খুব জানতে ইচ্ছা করছে।
কিছুদিন আগে এখানে আন্তর্জাতিক বইমেলা সম্পন্ন হলো। মেলায় আগত কবি শহীদ কাদরী তার বক্তব্যতে হালের কবিতাসহ বেশী বেশী ৩০ ও ৪০ দশকের কবিতা পড়তে এবং সুন্দর ও সত্যিকারভাবে কবিতার চর্চা করতে বলেছেন নবীন কবিদের।
আপনার কাছ থেকে সমালোচনা শোনাটা ভাগ্যের ব্যাপার। দেখবেন, আমি ঠিকই আমার ত্রুটিগুলো শুধরে নেব এবং লিখা শিখে ফেলব। :dreamy:
আয়েশা, কিছু শব্দ বোল্ড করে দিলাম। চেষ্টা করে দেখতে পারো এগুলো এড়িয়ে যেতে পারো কিনা। ক্রন্দন থেকে কান্না বা এরকম শব্দ কি পড়তে ও শুনতে ভালো লাগে না? বা কোনো উপমা! তেমনি প্রায় অপ্রচলিত শব্দ- বাতায়ন, অবনী, হেথা, সমরাঙ্গন ইত্যাদি শব্দগুলো খেয়াল করো। আসলে কবিতা এবং সামগ্রিকভাবে সাহিত্য নিয়ে আমার জ্ঞান খুবই কম। বড়জোর পাঠক বলতে পারো। তাও কবিতা এখন খুবই কম পড়া হয়। গল্প, উপন্যাস আর গদ্য বিশেষত রাজনীতি, অর্থনীতি, সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে লেখাই বেশি পড়ি। আর ভাষার ক্ষেত্রে যোগাযোগের বিষয়টা আমি বেশি গুরুত্ব দিই। তবে প্লিজ, আমার সমালোচনা বা আলোচনাকে বেশি পাত্তা দিও না। এক্ষেত্রে কোনো লেখক বা সাহিত্যিক বা কবির মতামত নিতে পারো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই,
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্রন্দনের চেয়ে কান্নার আবেদন বেশি হবে বলেই আমার মনে হচ্ছে। কিছু শব্দের প্রতিশব্দ পেলে তা ঠিক করে নেব, আপনার সাজেশন অনেক মূল্যবান।:)