আকবরনামা

নামটি শুনে কাঁপত সবাই
বিশ্বে যত দেশ
এখন আমি শুয়ে আছি
চোখটি বুজে বেশ!!

হীরা দিয়ে তৈরী হল
আমার ঘুমের ঘর
সেই ঘরেতে ঘুণ ধরেছে
হীরার তলে চর!!

দ্বীন এলাহির মালিক আমি
মানতো সবাই ডরে
উথাল-পাথাল লাগিয়ে দিতাম
সব প্রজাদের তরে!!

মুখের উপর চলত শাসন
অমান্যতে মরণ
তবু আমায় সব লোকেতে
করত নেচে বরণ!!

তান সেনের ওই সুরটা আহা
হারিয়ে গেছে কই
মৃত্যু এসে গুঁড়িয়ে গেছে
সুরের নাওয়ের ছই!!

আমায় দেখে শিক্ষা নিও
করো না আর ভুল
মাটির তলে আকবর আমি
পাইনা দিশা কুল!!

মৃত্যু আহা বড়ই কঠিন
পার নাহি পায় রাজা
শোষণ – পীড়ন যাই করোনা
মিলবে পাপের সাজা!!

৫২৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আকবরনামা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।