নামটি শুনে কাঁপত সবাই
বিশ্বে যত দেশ
এখন আমি শুয়ে আছি
চোখটি বুজে বেশ!!
হীরা দিয়ে তৈরী হল
আমার ঘুমের ঘর
সেই ঘরেতে ঘুণ ধরেছে
হীরার তলে চর!!
দ্বীন এলাহির মালিক আমি
মানতো সবাই ডরে
উথাল-পাথাল লাগিয়ে দিতাম
সব প্রজাদের তরে!!
মুখের উপর চলত শাসন
অমান্যতে মরণ
তবু আমায় সব লোকেতে
করত নেচে বরণ!!
তান সেনের ওই সুরটা আহা
হারিয়ে গেছে কই
মৃত্যু এসে গুঁড়িয়ে গেছে
সুরের নাওয়ের ছই!!
আমায় দেখে শিক্ষা নিও
করো না আর ভুল
মাটির তলে আকবর আমি
পাইনা দিশা কুল!!
মৃত্যু আহা বড়ই কঠিন
পার নাহি পায় রাজা
শোষণ – পীড়ন যাই করোনা
মিলবে পাপের সাজা!!
কবিতা ভালো হয়েছে।
অমোঘ পরিণতিও কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই 🙂
...একদিন সবকিছু মুছে যায় হিমেল হাওয়ায়, স্মৃতিমাত্র লিখে নাম...সেইখানে আমিও ছিলাম...