এ প্রভাত ভরেছে আলোয়, জুড়েছে প্রানের মেলায়।
এ সময় হয়েছে বুঝি শুধুই বয়ে যাওয়ায়।
এ কোন স্রোতে ভেসেছি আমি, এ কোন জলের ডাক!
এ কোন মায়ায় ডুবেছি আমি, এ কোন পথের বাঁক!
এ আকাশ থেকেছে একা, গহন মেঘে ঢাকা,
এ বাতাস ছুয়েছে একা, বেদনার রংয়ে মাখা।
এ সাঁঝে তবু ফিরেছি কোথায়, খুজেছি কোথায় নীড়,
এ রাতে তবু জেগেছি মিছেই, শূন্য নদীর তীর।
এ কোন ফুলে সাজাব তোমায়, সাজাব আপন করে?
এ কোন ভুলে জড়াব তোমায়, জড়াব নিবিড় করে?
এ আমার হৃদয়ক্ষরণে রাঙ্গা টকটকে রক্তজবা,
এ আমার লাল-সাদায় মাখামাখি স্নিগ্ধ শিউলীমালা।
এ আমার চোখের জলে শুভ্র, সতেজ শপথ
এ আমার নিজের অজান্তে বিপন্ন কোন বোধ!
তবু ফিরে ফিরে, তবু বারেবারে-
অবশেষে খুজে পাব কী রংধনু?
২ টি মন্তব্য : “পাব কী?”
মন্তব্য করুন
সুন্দর হয়েছে ভাই। শেষ লাইনে যেয়ে ছন্দমুক্তি না পাওয়ার আকাঙ্ক্ষার ছন্দের যে এখনও মিল হয় নি তা প্রকাশ করেছে বলে মনে হল।
ব্জলে উঠুক বারুদ
গান বা কবিতা বিষয় বাছাই করো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ