ফেলে আসা

ফেলে আসা জীবনের অবাক বাঁকে,হঠাত এসে থমকে দাড়াই।
ফেলে আসা জীবনের অথৈ স্রোতে, নিজেরে ফিরে পেতে চাই।
তাই ভাবি-
একদিন বুঝি হেটে যাব, আবারো এ পথ ধরে।
একদিন বুঝি বৃষ্টি হবে, আবারো ঝুমঝুমিয়ে।
একদিন বুঝি আমি আবারো ফিরে পাবো, এই আমারে।
ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায়, জেগে আছি প্রতিক্ষণ।
ফিরে ফিরে আসার সেই দিনটি হায়! কোথায়, কেমন,কখন?

ফেলে আসা জীবনের অবাক বাঁকে,হঠাত এসে থমকে দাড়াই।
ফেলে আসা জীবনের অথৈ স্রোতে, নিজেরে ফিরে পেতে চাই।
তাই ভাবি-
একদিন বুঝি হাসব, আবারো প্রাণ খুলে
একদিন বুঝি সুখী হব, আবারো সব ব্যাথা ভুলে।
একদিন বুঝি আমি আবারো উঠব বেঁচে, নতুন করে।
ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায়, জেগে আছি প্রতিক্ষণ।
ফিরে ফিরে আসার সেই দিনটি হায়! কোথায়, কেমন,কখন?

ফেলে আসা জীবনের অবাক বাঁকে,হঠাত এসে থমকে দাড়াই।
ফেলে আসা জীবনের অথৈ স্রোতে, নিজেরে ফিরে পেতে চাই।
তাই ভাবি-
একদিন বুঝি ছুয়ে দেব, আবারো জলের ছায়া।
একদিন বুঝি ডুব দেব, আবারো পাগলপারা।
একদিন বুঝি আমি আবারো উঠব কেঁদে, খুব করে।
ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায়, জেগে আছি প্রতিক্ষণ।
ফিরে ফিরে আসার সেই দিনটি হায়! কোথায়, কেমন,কখন?

ফেলে আসা জীবনের অবাক বাঁকে,হঠাত এসে থমকে দাড়াই।
ফেলে আসা জীবনের অথৈ স্রোতে, নিজেরে ফিরে পেতে চাই।
তাই ভাবি-
একদিন বুঝি পেয়ে যাব, আবারো জীবনের খোঁজ।
একদিন বুঝি জেনে যাব, আবারো নিঃসংকোচ।
একদিন বুঝি আমি আবারো ছিনিয়ে নেব, অমূল্য জীবন।
ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায়, জেগে আছি, প্রতিক্ষণ।
ফিরে ফিরে আসার সেই দিনটি হায়! কোথায়, কেমন,কখন?

ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায় জেগে আছি, প্রতিক্ষণ
ফিরে ফিরে আসার সেই দিনটি হায়! কেউ বলে দাও; কোথায়, কেমন,কখন?

৫৫৪ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “ফেলে আসা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।