ঘুন

বুকের ভিতর ঈর্ষা পুষি, ভালবাসা কীসের?
হৃদয়জুড়ে ক্রোধের আগুন, শান্ত থাকা কীসের?
মনটা জুড়ে সারাটা ক্ষণ ঘৃণাই যাচ্ছি বুনে;
কী লাভ আবার প্রেম-পিরিতির মিথ্যে কিচ্ছা শুনে?
ভাল মানুষ সেজে থেকে, আর কতদিন যাব বেঁচে-
আপন মানুষটারে?
লোকলজ্জা, সংশয়েতে দুলব শুধু এদিক ওদিক-
একটু সময় পেলে
কে বা ছোটে জীবন পানে উজান জগত স্রোতে?
মিথ্যে সবই, মিথ্যে কেবল-
চলছে শুধু কথার চরকা বুনে।
ভাল ভাল কথা গুলো অনেক বেশী বলা হল-
বলতে বলতে সস্তা হল, কেমন তবে ভাল?
বোধ, চেতনা, মানবসত্ত্বা কবেই গেছি ভুলে-
ছিল একটা মিছেই শরীর, তা-ও ধরেছে ঘুনে!

৪২৩ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ঘুন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।