মুঠোফোনের কবিতা – ২৩ ও ২৪

২৩
বৃষ্টি আমায় ডেকেছিল;বিষাদ পার্বণে,
সবটুকু তার লুকিয়ে রেখে;নয়ন গহনে।
পুড়িয়েছিল স্বপ্ন যত;নীরব প্রত্যাখ্যানে,
আজো পোড়ায় বৃষ্টি আমায়;
স্মৃতির দহনে।।

২৪
বিজনে বসিয়া; ভাবি আনমনে,
উতলা হাওয়ায়; শুধাই জনে জনে,
আমারে কী হায় রাখিবে স্মরণে?
জনম গেল তাহার বিহনে,
জুড়াইবে কী এ জ্বালা একক মরণে?
না কী পোড়াইবে জনম জনমে!

৪৩৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা – ২৩ ও ২৪”

  1. রেজা শাওন (০১-০৭)

    কবিতা সুন্দর হইছে ভাইয়া।

    ছোট একটা প্রশ্ন ছিল। কবিতার লেখার ক্ষেত্রে সাধু-চলিত মেনে চলার কি কোন নিয়ম আছে?

    আপনি না জানলে অবশ্য এটা নূপুর দা'র কাছে রেফার করে দিতে পারেন। 😛

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।