২১
আকাশজোড়া একফালি চাঁদ,
অথর্ব যত সাধ।
হাতের মুঠোয় ভগ্ন রেখা,
নষ্ট আলোয় স্বপ্ন দেখা।
মেলার ভীড়ে হারিয়ে ফেলা,
একঘেয়ে এক গল্প বলা;
স্মৃতির কাদায় পিছলে চলা।
২২
মন ভাবে সব আবোলতাবোল,
নানান কথার হট্টগোলে।
দিন কেটে যায় জাবর কেটে,
স্মৃতির জলে আঁচড় কেটে।
ভাব হলনা,প্রেম হলনা,
একলা চলা তা-ও হলনা!
জীবন গেল ভৎস্নাতে!
বাহ!
দারুণ!!!
২য় কবিতার শেষ লাইনের শেষ শব্দটার বানান কি ঠিক ছিল???
দারুণ লাগলো পড়তে গিয়ে মুঠোফোনের কাব্য
(পরের লাইন আর মিলাইতে পারলাম না :(( )
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..