মুঠোফোনের কবিতা- ২১ ও ২২

২১
আকাশজোড়া একফালি চাঁদ,
অথর্ব যত সাধ।
হাতের মুঠোয় ভগ্ন রেখা,
নষ্ট আলোয় স্বপ্ন দেখা।
মেলার ভীড়ে হারিয়ে ফেলা,
একঘেয়ে এক গল্প বলা;
স্মৃতির কাদায় পিছলে চলা।

২২
মন ভাবে সব আবোলতাবোল,
নানান কথার হট্টগোলে।
দিন কেটে যায় জাবর কেটে,
স্মৃতির জলে আঁচড় কেটে।
ভাব হলনা,প্রেম হলনা,
একলা চলা তা-ও হলনা!
জীবন গেল ভৎস্নাতে!

৪১৭ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা- ২১ ও ২২”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।