১৯
কোমল রোদে রাঙ্গা প্রভাত-
ঘুম ভাঙ্গায়ে গেল।
ভোরের পাখি আপন সুরে-
গান শুনায়ে গেল।
ঘুমের শেষে তন্দ্রা হয়ে-
অবশ করে গেল।
গহন সুখে সাতসকালে-
হৃদয় নাচায়ে গেল।
২০
আলতো এসে এলোচুলে
বাতাস হয়ে ছুঁয়ে গেলে।
একটু হেসে সর্বনাশের
নীরব আগুন জ্বালিয়ে গেলে।
রাঙ্গা লাজের পেখম মেলে
তুমুল আমায় নাড়িয়ে গেলে।
তাই অভাগা ডুব মেরেছি-
অথৈ তোমার জলে।।
২ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা – ১৯ ও ২০”
মন্তব্য করুন
ভালো লাগল আসিফ।
বিশেষ করে প্রথমটা খুব`ই ভালো হয়েছে।
:shy: