১৭
যাবনা অজানায়,
জাগবনা জ্যোৎস্নায়,
যায় জীবন যায় যাক;
মিছে কোন বাসনায়।
আঁকব না সপন,
ভাবব না আপন,
হয় জীবন হয় হোক;
একান্ত গোপন।
হাসিমুখ বয়ে বেড়ায়;
তিক্ত ক্রন্দন;
এই তো জীবন।
১৮
প্রণতি হৃদয়ের গহন চূড়ায়,
আকূল হয়ে বয়ে চলা রিমঝিম ঝরণায়।
প্রতিক্ষণ জীবনের পথ চলায়;
পাগল পারা বোধে পথ হারায়।
নিরিবিলি জেগে ওঠে নিঃসঙ্গ জ্যোৎস্নায়।।
৫ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা-১৭ ও ১৮”
মন্তব্য করুন
আসিফ ভাই কবিতা ভাল লেগেছে...
ধন্যবাদ।
ভালো লাগলো ভাইয়া। আরো দুই একবার পড়তে হবে।
সারোয়ার
দুই একবার না,শতবার পড়। হাজারবার পড়.........
"হাসিমুখ বয়ে বেড়ায়;
তিক্ত ক্রন্দন;
এই তো জীবন।"
খুব ভাল লাগলো..........