ভালই লাগে

আজো ভাসি বেনোজলে,
উথাল পাথাল স্মৃতির কূলে।
জীবন ছোটাই ঊর্ধ্বশ্বাসে,
কে জানে সে কীসের আশে?
স্বপন বোনার আপন খেয়াল –
যাচ্ছে কেবল চরকা কেটে।
দিনের আলো নিভে এলে,
একা আমি আপন মাঝে-
মিছেই ছুটি ছায়ার পিছে।
তবু যখন রাত্রি নামে;
বাঁচতে বুঝি ভালই লাগে-
জীবন জুড়ে এই জীবনের-
নানা রঙের অর্থ খুঁজে।।

৪৪২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ভালই লাগে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।