১৩
ভুলে থাকি সেই ভাল,
মন ভোলে কষ্ট।
বেঁচে থাকা ঢের ভাল,
জীবন যখন ভ্রষ্ট।
হারায়েও নিজেরে-
দূরে থাকা গেল না।
সময়ের ঝরনায়-
স্নৃতি মোছা হল না;
রয়েই গেল যন্ত্রণা!
১৪
বেশ হয়;যদি ফুরিয়ে যাই,
মরে গিয়ে জীবন ফিরে পাই,
একটা জীবন অন্যভাবে কাটাই।
জন্ম জন্মান্তরে ঘুচবেনা জীবনের আশ,
যদি কোন জনমেই তোমারে না পাই;
জন্ম সে যে বৃথাই।
৩ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা- ১৩, ১৪”
মন্তব্য করুন
১ম নাকি? 😀
ভালো লাগলো ভাইয়া...
ভাই, খুব আশাহত মনে হচ্ছে। কি ব্যাপার?