মুঠোফোনের কবিতা-৯ ও ১০


ভুলে থাকি সুখ,প্রিয় কোন মুখ।
মুছে যাই ক্ষত,ধুলোমাখা পথ।
জেগে রই রাত; অন্তর্ঘাত।
হেটে যাই জ্যোৎস্নায়,জীবনের কালিমায়।
ভুল ভেবে থেমে যাই,জীবনের লালসায়;
– বৃথাই।

১০
ফেলে এলাম তারে,জীবনের ঘোরে;
মুছে অশ্রুজল।ভুলেছি অনর্গল।
পেতেছি বাসর;-
যেথা ডুবছে বালুচর।
স্বপ্ন হল ভঙ্গুর,কেউ রাখেনি খবর।
পেয়েও তারে হারালাম নিরন্তর!!

৪৭০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা-৯ ও ১০”

মওন্তব্য করুন : মহিউদ্দিন (৯৫-০১ বকক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।