৯
ভুলে থাকি সুখ,প্রিয় কোন মুখ।
মুছে যাই ক্ষত,ধুলোমাখা পথ।
জেগে রই রাত; অন্তর্ঘাত।
হেটে যাই জ্যোৎস্নায়,জীবনের কালিমায়।
ভুল ভেবে থেমে যাই,জীবনের লালসায়;
– বৃথাই।
১০
ফেলে এলাম তারে,জীবনের ঘোরে;
মুছে অশ্রুজল।ভুলেছি অনর্গল।
পেতেছি বাসর;-
যেথা ডুবছে বালুচর।
স্বপ্ন হল ভঙ্গুর,কেউ রাখেনি খবর।
পেয়েও তারে হারালাম নিরন্তর!!
=((
=))
??
~x( =(( :((
😉