৭
বিজনে বসিয়া ভাবি –
পূর্ণিমা এল বুঝি!
জ্যোৎস্নার ভরা বরষায়;হায়-
মিছেই খুঁজি।
চকিতে ভাঙ্গিয়া ঘোর
জাগিয়া বসি,
দুয়ারে এলে বুঝি!
হায় প্রতীক্ষা,হায় জ্যোৎস্না!
সবই যে মায়া!!
৮
চুরি যায় নিভৃতে বর্তমান, প্রতিক্ষণ
ফেলে আসা জ্যোৎস্নায় ফিকে হয়-
স্মৃতি; অণুক্ষণ।
পলে পলে যাচ্ছে ক্ষয়ে;
বৃথাই এ জীবন।
৯ টি মন্তব্য : “আবেশ…।।”
মন্তব্য করুন
প্রথম হইলাম মনে হয় 😕 😕 😕 😕 😕 😕
:clap:
কবি মনে তীব্র হতাশা, কেবলি দীর্ঘ্যশ্বাস !!!!! কেনু ? কেনু ? কেনু ?
:tuski:
পড়তে থাকেন দেখবেন হতাশা আর দীর্ঘ্যশ্বাস কত প্রকার ও কী কী??
:tuski: পড়তে থাকেন, দেখবেন হতাশা আর দীর্ঘ্যস্বাস কত প্রকার ও কী কী?? :tuski:
না ভাই, হতাশার কথা শুনিয়ে কোন লাভ নেই। এতে করে অন্যরাও হতাশ হয়ে পড়ে। আশার বানী শোনান, মনুষ্যদের কে জাগ্রত করেন।
মহিউদ্দিনের সাথে একমত।
কবিতা ভাল হয়েছে।
জীবন কিভাবে বৃথা না হয় সেই কথা শুনাও দোস্ত।
সেই কথাতো আমার নিশ্চিত করে জানা নাই।তবে আমার জীবন সংক্রান্ত গভীরতম উপলব্ধি হল-
"জীবন আমাকে ক্লান্ত করেনা,ক্লান্ত করে বেচেঁ থাকা"
পুরো কবিতা দিতে পারলে ভাল হতো,কিন্তু যে খাতায় এটা ছিল সেই খাতাটাই হারিয়ে গেছে।
ভাল লাগলো :clap: