আবেশ…।।


বিজনে বসিয়া ভাবি –
পূর্ণিমা এল বুঝি!
জ্যোৎস্নার ভরা বরষায়;হায়-
মিছেই খুঁজি।
চকিতে ভাঙ্গিয়া ঘোর
জাগিয়া বসি,
দুয়ারে এলে বুঝি!
হায় প্রতীক্ষা,হায় জ্যোৎস্না!
সবই যে মায়া!!

চুরি যায় নিভৃতে বর্তমান, প্রতিক্ষণ
ফেলে আসা জ্যোৎস্নায় ফিকে হয়-
স্মৃতি; অণুক্ষণ।
পলে পলে যাচ্ছে ক্ষয়ে;
বৃথাই এ জীবন।

৪৮৪ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “আবেশ…।।”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।