এ আবেশ, এ পতন মিথ্যে কোন প্রবঞ্ছনার,
এ আমি আপন মনে মুছে চলি-
যা কিছু আপনার।
কত প্রেম কত ব্যাথা গেল ছুঁয়ে ছুঁয়ে;
ক্ষয়ে গেল অন্তঃপুর অন্তঃজ আগুনে পুড়ে।
নিভে যাওয়া আগুনের কত ছল,
গুমোট ধোঁয়ায় মুছি আঁখিজল।
নেই তবু আছে ভেবে বিভ্রান্ত
স্মৃতির ধূলিঝড়ে খুঁজে ফিরে নীড়;
হলাম স্বর্বশান্ত।।
৩
বরষা হবে ভেবে মেঘ ভাসিয়েছি
জ্যোৎস্নাস্নাত হব বলে দিনটা ডুবিয়েছি
স্বপ্ন দেখব বলে স্নৃতির পানে ছুটেছি;
কেউ ফিরে আসেনি তোমারই মতো।
৪
তুমি ছিলে, তুমি নাই
তোমারেযে খুঁজি নাই।
তুমি আছো, বুঝি তাই;
তোমারেযে পাই নাই।
তুমি থাকো,তুমি থেকো
অনাবিল জ্যোৎস্নায়।
আমি আছি চিরদিন
সূদুরের সীমাহীন ;
প্রতীক্ষায় ।
আসিফ, এটা কি ????? এর কন্টিনিয়েশনে লেখা?
You cannot hangout with negative people and expect a positive life.
আপু আমি আসলে আমার কোন কবিতার নাম দিই না।। আসলে দিতে পারিনা। নাম্বার দিয়ে লিখি। আবেশ কিছুদিন আগে লেখা তাই একটা নাম দিলাম......এখানে তিনটা ছত্রের প্রত্যেকটা আলাদা আলাদা কবিতা...
তবে এখন থেকে আমার সিরিজের নাম আবেশ দিলাম।।আর নাম্বারগুলি আলাদা আলাদা কবিতা বোঝাবে.........
মাথার উপর দিয়া গেল! :clap:
এখানে তিনটা ছত্রের প্রত্যেকটা আলাদা আলাদা কবিতা...