এখন চুলের সামনের দিকে অনেক খানি পেকে গেছে। তিন বছর আগে চুল পাকেনি। মাঝে মাঝে অনেক ভালবাসায় পুরনো লেখায় চোখ বুলাই। তিন বছর আগে মনেও জোয়ার ছিল। এক সময় মনে হত জীবন শুধুমাত্র খন্ডকালীন সময় ছাড়া কিছু নয়, যার দুটো মাত্রা আছে। দৈর্ঘ্য আর গভীরতা। –
দুই মাত্রায় ‘সময়’ শুয়ে আছে
‘দৈর্ঘ্য’ টুকু জীবন নিল
‘গভীরতা’ রইল পরে
তোমার চোখের কাছে।
২০ শে জুলাই, ২০০৬
😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাইয়ের কি মন খারাপ?
নারে ভাই। অতটা না। মুহূর্ত উত্তাল অথবা তীব্র হতে পারে, স্মৃতি যত পুরনো হয় তত শান্ত হয়ে আসে। ব্যথার স্মৃতিও মধূর হতে থাকে। অনেকটা ফোঁড়ার ওপর হাত বোলানোর মতো। সুখের মত ব্যথা। 🙂
২০১০ এ আমার পড়া সুন্দরতম কবিতা এবং সুন্দরতম মন্তব্য। :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
সুন্দর!!!
অ ট ফয়েজ ভাই হইল এই কবিতা টারেদুই ভাগ কইরা দুই পর্বের সিরিজ নামাইত 😛
ফয়েজ ভাই শুরু কইরা দিছি :frontroll: :frontroll: :frontroll:
ধন্যবাদ। 🙂
@ সাব্বির
:-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাই। 🙂
:)) :))
চ্যারিটি বিগিনস এট হোম
অসীম সলিমুল্লায় ইসতিয়াকদের রুমে যখন পরিচয় হয়েছিল তখন জানতে পারি নাই যে তুমি এতো ভালো কবিতা লিখো। সেদিন জানলে কবিতা শুনে আসা যেতো। কবিতাটা মারাত্মক :boss:
দোস্ত,
তুমি ভিনদেশে চলে গেছ কবে? ইসতিয়াকের সাথে তবুও কথা হয়, বদুকে ফোন দিলেও ধরেনা। ইচ্ছা করে ওগুলারে ধইরা :gulli2:
joss :clap: :clap:
🙂 🙂
:clap: :clap: :clap:
O:-) O:-)
চরম গভীরতা ভরা ভাল লাগা কবিতা।
জোস অসীম ভাই। :hatsoff:
ধন্যবাদ শরিফ। 🙂
ওরে তোরা আমারে একটা এন্টেনা আইনা দে-রে -এ-এ-এ-এ-এ-এ-এ-এ ......... :(( :(( :(( :((
অঃটঃ কবিতাটা বড়ই সুস্বাদু হইছে।
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: :khekz: :khekz: :khekz:
অট আমার ও একটা লাগবে 🙁
জেরিন আপু তোমার জন্যও এন্টেনা। সিগ্ন্যাল না পেলে আহমদ ভাইএরটা ধার নিও, কেমন।
ভাই, এই যে এন্টেনা
ওয়াও!!! চমৎকার কবিতা... নিমিষেই শেষ, কিন্তু আসলে শেষ হয়নি...মনে দাগ রেখে গেছে... 😀
দোস্ত বুইঝা কইছস নাকি হালকার উপর ঝাপসা 😉
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিছুই বুঝি নাই দেইখ্যা কইলাম দোস্ত... 😀
একটা এন্টেনা চাই ইমো দরকার।
জাহাংগীর হাউসের স্পেশাল সম্পত্তি "লিমেরিক" গুলা কি তোমার সংগ্রহে আছে কিছু?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, দরিদ্র মানুষ, কিছুই সঙ্গে নাই। হাউস প্রিফেক্ট মাহমুদরে জিগাইতে হবে।
জটিল হইসে 😮 :boss:
শেষ চার লাইন! শেষ চার লাইন!
অওসাম!! :clap:
আন্দালিব, কবিতাই তো চার লাইন। :dreamy:
অসীম ভাই, গভীরতা পরিমাপ করা গেছে কি??
যাইহোক, হতাশা যেন না ভর করে।