সিসিবি’তে আমার যাত্রা হলো শুরু

ইতিবৃত্ত
পেশায় ডাক্তার বিধায় ইন্টারনেটে আমার অগাধ দখল। মানে নেটে বসাই হয়না বললে চলে। ক্যাডেট কলেজ ব্লগে প্রবেশ বন্ধুবর মাহমুদের উৎসাহে। অসাধারণ সাইট। লেখালেখি নেশা নয় পেশাও নয়। বুদ্ধিজীবি তো নইই। কখনও লিখি নিতান্তই প্রানের আবেগে। ব্লগের লেখাগুলো মান সম্পন্ন।আমার লেখার মান সম্পর্কে আমার ধারনা নেই।

মাহমুদের উৎসাহ ও বাকি সবাই প্রত্যাখ্যান করবেননা এই আশায় প্রথম লেখাটি পাঠালাম।

শুভেচ্ছা।
অসীম।
১৬শ ইনটেক
রকক ।

বিমূর্ত
মনে নেই কোন ক্ষণে
ব্রম্মান্ডের সব কিছুই প্রবাহমান জেনে-
অজান্তেই নিজেকে বদলে তরল করে নিয়েছিলাম।
তারপর থেকে
কোন কিছুই আমার গায়ে স্থায়ী আঁচড় কাটে না।
হর্ষ কিংবা বিষাদ
আমি প্রবাহিত স্রোতের মতোই।
আমার নির্দিষ্ট আকার নেই
তবুও অস্তিত্ব আছে।
আর আছে বোধের অতীত
আকারহীন অস্তিত্বের কষ্ট।

২৬/১০/২০০৯

৪,০৪৭ বার দেখা হয়েছে

৬৯ টি মন্তব্য : “সিসিবি’তে আমার যাত্রা হলো শুরু”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ঐ তুমি কোন হাউজের পুলা, চেহারা মনে করতে পারি না ক্যান?

    আমারে মনে আছে তো তোমার, ঐ যে রেগুলার পাংগা দিতাম..।..।... 😀
    যাউজ্ঞা, প্রিন্সিপাল স্যাররে ডাউট দিয়া রাখ, তোমার এক্সকিউজ আছে (আমরা মনে হয় লো ডিউটি কইতাম, এলডি) নাইলে পাইবো তোমারে


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    শুভেচ্ছা স্বাগতম অসীম ভাই। প্রথম পোস্ট এতো গুছানো আর সেখানে একটা কবিতা ফ্রি! দারুণ!!
    মাহমুদ ভাইকেও একটা ধন্যবাদ, আপনাকে টেনে নিয়ে আসার জন্যে। আরো কবিতা লিখেন।

    আর এই বেলা ফুটি, প্রিন্সিপাল স্যার আসার আগেই! :grr:

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    প্রিন্সিপাল আসার আগেই আপনারে ওয়েলকাম দিয়া যাই :hug:
    নাইলে লুক ডাউন হইয়া থাকা লাগবে, আর কিছু দেখতেও পারব না :grr:
    অসাধারন এন্ট্রি মারলেন বস... :clap:
    আবার হারাইয়া যাবেন না কিন্তু :gulli:

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    আমার কেন জানি সন্দেহ হইতেছে আপনিই পৃথিবীর প্রথম কবি-ডাক্তার।

    স্বাগতম।
    সানাউল্লাহ লাবলু নামে কাউরে আপনার পোস্টে ঘুরাঘুরি করতে দেখলে পলাইয়া থাইকেন। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    B-) B-) B-)
    :grr: :grr: :grr:

    সুস্বাগতম! সুস্বাগতম!! সুস্বাগতম!!!
    প্রিন্সিপাল সাহেবরে মনে হয় এখনো চিন নাই অসীম? চিনে রাখো। বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে না! আপাততঃ প্যারেড গ্রাউন্ডে ১০টা :frontroll: দাও তো দেখি ডাক্তর সাব। কি ব্যাপার এখনো বোঝো নাই!!

    ভাইস প্রিন্সিপাল! অ্যাডজুটেন্ট!! কই গেল সব? আশিয়ান সিটিতে বাড়ি বানাইয়া সব নাকে তেল দিয়া ঘুমাইতাছে!! এই বয়সে এখনো আমারেই পোলাপাইনে অভ্যর্থনা জানাইতে হয়! কুইক.... ডা. কাম কবি অসীম.........

    ডাক্তর তুমি কেমন জানি না, তবে কবিতাটা খারাপ না। আবৃত্তি করো তো, আমি চোখ বন্ধ করে শুনি। :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে অসীমদা,প্রিন্সিপাল স্যারের সাথে আপনার মোলাকাত শ্যাষ হইলে আমারে দাক দিয়েন,আমি চোখ বন কইরা অন্য দিকে তাকায় আছি।আপনার মোলাকাত শেষে ঘাম মুছার তোয়ালে আর ঠান্ডা ডাবের পানি দিমু স্বাগতম জানাইতে 😕 😕

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অসীম ভাই, সেদিন ইফতার মাহফিল শেষের দিকে দার্শনিক মাহমুদ ভাইয়ের পাশাপাশি আমিও যে আপনারে সিসিবিতে লেখার জন্য এইভাবে চাপাচাপি করছিলাম আর আপনে সেইটা ভুইলা গেছেন দেখে ব্যাপক মাইন্ড করলাম ;))

    তাই, প্রিন্সিপাল স্যারের পাংগা টাইমে লুক ডাউন না হবার ডিসিশন নিসি :grr:

    সিসিবিতে স্বাগতম বস্‌, এতদিন ছিলো জিহাদ মাল্কোবি। এখন আমরা আরেকজন ডাক্তারকবিও পেলাম 😀 নূপুর ভাইও তাই না?
    যাহোক, কবে খাওয়াচ্ছেন বলেন :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. মাহমুদ (১৯৯০-৯৬)

    'রকক' মানে "রংপুর রক করে" B-) B-)

    প্রমানঃ গত সপ্তাহে আন্তঃক্যাডেট কলেজ ভলিবলে চ্যাম্পিয়ন এবং বাস্কেটবলে রানার আপ।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  9. জাহিদ (২০০০-২০০৬)

    জানিনা অসীম ভাই আমার কমেন্ট টা দেখবেন কি না।
    অসীম ভাই যে ভাল কবিতা লেখেন এটা জানতে পারি ২০০৩ এর রি ইউনিয়ন এ প্রকাশিত ম্যাগাজিনে লেখা পড়ে। জেনেছিলাম বই মেলায় অসীম ভাই এর কবিতার বই বের হবে। এর পর কলেজে থাকতেই প্রথম আলোর সাহিত্য সাময়ীকিতে অসীম ভাই এর কবিতা পড়েছিলাম।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।