ইতিবৃত্ত
পেশায় ডাক্তার বিধায় ইন্টারনেটে আমার অগাধ দখল। মানে নেটে বসাই হয়না বললে চলে। ক্যাডেট কলেজ ব্লগে প্রবেশ বন্ধুবর মাহমুদের উৎসাহে। অসাধারণ সাইট। লেখালেখি নেশা নয় পেশাও নয়। বুদ্ধিজীবি তো নইই। কখনও লিখি নিতান্তই প্রানের আবেগে। ব্লগের লেখাগুলো মান সম্পন্ন।আমার লেখার মান সম্পর্কে আমার ধারনা নেই।
মাহমুদের উৎসাহ ও বাকি সবাই প্রত্যাখ্যান করবেননা এই আশায় প্রথম লেখাটি পাঠালাম।
শুভেচ্ছা।
অসীম।
১৬শ ইনটেক
রকক ।
বিমূর্ত
মনে নেই কোন ক্ষণে
ব্রম্মান্ডের সব কিছুই প্রবাহমান জেনে-
অজান্তেই নিজেকে বদলে তরল করে নিয়েছিলাম।
তারপর থেকে
কোন কিছুই আমার গায়ে স্থায়ী আঁচড় কাটে না।
হর্ষ কিংবা বিষাদ
আমি প্রবাহিত স্রোতের মতোই।
আমার নির্দিষ্ট আকার নেই
তবুও অস্তিত্ব আছে।
আর আছে বোধের অতীত
আকারহীন অস্তিত্বের কষ্ট।
২৬/১০/২০০৯
🙂
স্বাগতম ভাইয়া,
প্রিন্সইপাল স্যারের কাছ থিকা এট্টু বাইচ্যা থাইকেন 😛
ভাইয়া কবিতা ভালো হয়েছে, :clap:
আশা করি এখন থেকে আমাদের সাথে নিয়মিত থাকবেন 🙂
ধন্যবাদ দিহান, তুমি আমার লেখার প্রথম মন্তব্য করেছ। প্রিন্সিপাল স্যার কে? 😕
বয়সে প্রবীন কিন্তু মনে যুবক এক লোক আইসা যখন কিছু একটা দিতে কইবনে তখনই টের পাইবেন প্রিন্সিপাল স্যার লোকটা কিডা 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অপেক্ষায় রইলাম :dreamy:
ওয়েল্কাম!আর কবিতা তো দারুন!আরো কবিতা পড়ার অপেক্ষায়...... :boss: :boss:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
তুমি কি এখনো কলেজে ? ধণ্যবাদ তোমাকে।
B-) B-)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ তুমি কোন হাউজের পুলা, চেহারা মনে করতে পারি না ক্যান?
আমারে মনে আছে তো তোমার, ঐ যে রেগুলার পাংগা দিতাম..।..।... 😀
যাউজ্ঞা, প্রিন্সিপাল স্যাররে ডাউট দিয়া রাখ, তোমার এক্সকিউজ আছে (আমরা মনে হয় লো ডিউটি কইতাম, এলডি) নাইলে পাইবো তোমারে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি তিতুমীরের পুলা, ভাই। আপ্নারে মনে আছে। চেহারা কেম্নে মনে করাই বুঝতাছি না। 🙁
শুভ লেখালেখি। আর কবিতাটা মনে হয় ভালোই হয়েছে। আরো কমেন্ট পড়ার পর শিওর বলতে পারবো। আপাততঃ শুভকামনা রইলো। 🙂
ধণ্যবাদ ভাইয়া
শুভেচ্ছা স্বাগতম অসীম ভাই। প্রথম পোস্ট এতো গুছানো আর সেখানে একটা কবিতা ফ্রি! দারুণ!!
মাহমুদ ভাইকেও একটা ধন্যবাদ, আপনাকে টেনে নিয়ে আসার জন্যে। আরো কবিতা লিখেন।
আর এই বেলা ফুটি, প্রিন্সিপাল স্যার আসার আগেই! :grr:
তোমার কবিতা পরি ।
অসীম ভাই, স্বাগতম...
শুভ লেখালেখি...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মনে হচ্ছে আমি একদম নতুন নই। সবার আন্তরিকতায় মুগ্ধ। ;))
প্রিন্সিপাল আসার আগেই আপনারে ওয়েলকাম দিয়া যাই :hug:
নাইলে লুক ডাউন হইয়া থাকা লাগবে, আর কিছু দেখতেও পারব না :grr:
অসাধারন এন্ট্রি মারলেন বস... :clap:
আবার হারাইয়া যাবেন না কিন্তু :gulli:
হারাবনা।
স্বাগতম অসীম ভাই :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধণ্যবাদ রাশেদ।
ডাক্তার সাহেব আপনি মনে হয় ভিজিট ছাড়াও রোগী দেখেন। নইলে মনে কবিতা আসতো না।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:shy:
আমার কেন জানি সন্দেহ হইতেছে আপনিই পৃথিবীর প্রথম কবি-ডাক্তার।
স্বাগতম।
সানাউল্লাহ লাবলু নামে কাউরে আপনার পোস্টে ঘুরাঘুরি করতে দেখলে পলাইয়া থাইকেন। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরো অনেক আছে। হালফিল তসলিমা নাসরিনের নাম মনে পড়ছে। ;))
তসলিমা আন্টির চেয়েও বস একজন আছেন-নূপুর কান্তি দাস-আমাদের এই সিসিবির B-)
সৌমিত্র ভাই আছেন। ডাক্তার।
B-) B-) B-)
:grr: :grr: :grr:
সুস্বাগতম! সুস্বাগতম!! সুস্বাগতম!!!
প্রিন্সিপাল সাহেবরে মনে হয় এখনো চিন নাই অসীম? চিনে রাখো। বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে না! আপাততঃ প্যারেড গ্রাউন্ডে ১০টা :frontroll: দাও তো দেখি ডাক্তর সাব। কি ব্যাপার এখনো বোঝো নাই!!
ভাইস প্রিন্সিপাল! অ্যাডজুটেন্ট!! কই গেল সব? আশিয়ান সিটিতে বাড়ি বানাইয়া সব নাকে তেল দিয়া ঘুমাইতাছে!! এই বয়সে এখনো আমারেই পোলাপাইনে অভ্যর্থনা জানাইতে হয়! কুইক.... ডা. কাম কবি অসীম.........
ডাক্তর তুমি কেমন জানি না, তবে কবিতাটা খারাপ না। আবৃত্তি করো তো, আমি চোখ বন্ধ করে শুনি। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আল্লাগো ওই আইয়া পড়ছে,আমি পলাই :(( :((
জামাই, পালাও ভালো কথা, তবে একটু কায়দা আছে যে 😀
ফ্রন্ট্রোল দিতে দিতে পালাইতে থাক :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
😕 😕 😕 😕 😕
কে আমি ??? কোথায় আমি ???
কই আসলাম ???
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
হায়রে কোন জামাইরে ফ্রন্ট্রোল দিতে কয় আর কোন জামাই ফ্রন্ট্রোল দেয়। এখন থেকে আরো স্পেসিফিক হইতে হইব দেখা যায়।
কি বলেন কাইয়ুম ভাই?
😀 😀 😀 :grr: :grr: :grr: আমি মিশেল ভাইয়ের মতে সর্বান্তকরণে সহমত প্রদর্শন করছি
রেজু মিয়া কি কোন কালেই জামাই ছিলো? 😕
আসসালামুয়ালাইকুম স্যার 😀
সিনিয়র ভাই তাই আপনের জন্য অপেক্ষা করছিলাম ;))
স্যর, স্লামালাইকুম। চিনতে দেরী হয়েছে। ভুল হয়নি। আপনার সাথে দেখা হয়েছিল সিসিবি'র ইফতারে। বহুদিন পর ফ্রন্ট্রুল দিয়ে গা ব্যথা করছে।
ইয়ে অসীমদা,প্রিন্সিপাল স্যারের সাথে আপনার মোলাকাত শ্যাষ হইলে আমারে দাক দিয়েন,আমি চোখ বন কইরা অন্য দিকে তাকায় আছি।আপনার মোলাকাত শেষে ঘাম মুছার তোয়ালে আর ঠান্ডা ডাবের পানি দিমু স্বাগতম জানাইতে 😕 😕
ভাই তোয়ালে দাও। খাটুনিতে পেরেশান হয়ে গেছি। :duel:
লন :teacup: খান ... শান্তি লাগবো... রকিব পোলাটা আস্তে আস্তে ফাকিবাজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে... পাঙ্গাইতে হবে...
অসীম ভাই, সেদিন ইফতার মাহফিল শেষের দিকে দার্শনিক মাহমুদ ভাইয়ের পাশাপাশি আমিও যে আপনারে সিসিবিতে লেখার জন্য এইভাবে চাপাচাপি করছিলাম আর আপনে সেইটা ভুইলা গেছেন দেখে ব্যাপক মাইন্ড করলাম ;))
তাই, প্রিন্সিপাল স্যারের পাংগা টাইমে লুক ডাউন না হবার ডিসিশন নিসি :grr:
সিসিবিতে স্বাগতম বস্, এতদিন ছিলো জিহাদ মাল্কোবি। এখন আমরা আরেকজন ডাক্তারকবিও পেলাম 😀 নূপুর ভাইও তাই না?
যাহোক, কবে খাওয়াচ্ছেন বলেন :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
খাওয়াব। গোপনে কন্টাক করো। কবিতা যেমন'ই হোক, প্রশংসা করতে হবে কিন্তু। 😉
স্বাগতম অসীম ভাই ... দারুন কবিতা ... :clap: :clap: :clap:
অনেক ধন্যবাদ।
সিসিবিতে সুস্বাগতম ভাইয়া।
কবিতার মানে যখন বুঝি নাই তখন কবিতা নিশ্চই অসাধারণ হইেছ। 😀 😀 😀
আবার পড় প্লীস।
অসীম ভাই আপনাকে অসীম অভ্যার্থনা 😀 :boss:
আমি কবিতা ভাল পাই না 😕
কিন্তু আপনার এইটা ১ম কবিতা বইলা পুরাটা পড়ছি 😀 😀
=((
Welcome Ashim Vai.
Thanks Bahlul.
নিজের বাড়িতে স্বাগতম অসীম ভাই। :hug:
কবিতা চমৎকার হয়েছে। আশা করি সামনে আরও আসবে।
সাথেই থাকেন ভাইয়া। 😀
সাথেই থাকব। 🙂
অসীম ভাই, স্বাগতম…
শুভ লেখালেখি
ধন্যবাদ রবিন।
স্বাগতম ভাইয়া!!.......
স্যালুট রশিদ।
শুভ ব্লগিং ভাইয়া। শুরুতেই তো কাপিয়ে দিলেন। নেন :teacup: খান। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ রকিব। :teacup: ফ্রীজে রেখে দাও।
🙂 স্বাগতম ভাইয়া।
স্বাগতম ভাইয়া...
রকক নাকি ককর?
রকক মানে রক করে 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
'রকক' মানে "রংপুর রক করে" B-) B-)
প্রমানঃ গত সপ্তাহে আন্তঃক্যাডেট কলেজ ভলিবলে চ্যাম্পিয়ন এবং বাস্কেটবলে রানার আপ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
রংপুর রক করে :thumbup: :thumbup: :thumbup:
অসীম ভাই , স্বাগতম ।
আমাকে কি চিনেছেন ???
সিসিবির নতুন যাত্রীকে স্বাগতম ।
সিসিবিতে স্বাগতম ভাইয়া। রকিবটা কই গেল? নেন ভাইয়া চা :teacup: খান।
যাক ...... আরেকটা রংপুর পাওয়া গেল। অসীম ... যাই গিয়া ... তোর কবিতাটা পড়ে আসি। লেখা চালায়ে যা ... ব্লগে স্বাগতম
চ্যারিটি বিগিনস এট হোম
অসীম ভাই এতো তারাতারি এতো ভক্ত যোগার করলেন কেমনে ?আমি ও আর থাকতে পারতাসি না ।সবার সাথে যোগ দিয়া ফালামু নাকি চিন্তা করতাসি......
:)) =)) :clap:
জানিনা অসীম ভাই আমার কমেন্ট টা দেখবেন কি না।
অসীম ভাই যে ভাল কবিতা লেখেন এটা জানতে পারি ২০০৩ এর রি ইউনিয়ন এ প্রকাশিত ম্যাগাজিনে লেখা পড়ে। জেনেছিলাম বই মেলায় অসীম ভাই এর কবিতার বই বের হবে। এর পর কলেজে থাকতেই প্রথম আলোর সাহিত্য সাময়ীকিতে অসীম ভাই এর কবিতা পড়েছিলাম।