নি:সঙ্গ একাকী

এই কবিতাটা ক্লাস নাইন এ(2005) লেখা। তাই ভালো না হলেও অনেক অর্থ আছে। আমি সর্বাত্মক চেষ্টা করেছি তা বোঝানোর জন্য।।।।।

কখনো কি হেঁটেছ নি:সঙ্গ একাকী
নিস্তব্ধ কোন এক নদীতীরে
যেখানে সে বয়ে যায় অজানা সুরে
শুনতে কি পেয়েছ সে কী বলে?

তুমি কখনোই বুঝতে পারবে না,
কারণ তুমি নিজেকেই চেন না;
নিজেকে জানলে তুমি কখনোই
স্বার্থের ছবি আঁকতে না।

নিজেকে জানতে চেষ্টা কর,
দেখবে তুমি বুঝতে পারছ;
নি:সঙ্গ একাকী তুমি-
আত্মার সাথে কথা বলছ।

দু:খ কষ্টকে আলিঙ্গন করলে,
তোমার আত্মা জেগে উঠবে;
নিজেকে বুঝতে শিখলেই তুমি-
শাশ্বত জীবনের সুখ পাবে।

৬১৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নি:সঙ্গ একাকী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।