আজকে চান রাত…সবাইকে ঈদ মোবারক…কয়েকদিন আগে রবিন (ককক) আমাদের sms কাব্যের একটা নমুনা পেশ করছিল……সেই সূত্রেই আজকের পোস্ট। ইফতার এর পর থেকেই শুরু হল আমাদের যুদ্ধ, এখন পর্যন্ত প্রাপ্ত sms-গুলো লিখে দিলাম…দেখা যাক এর শেষ কোথায় হয়……।
রবিন (ককক):
ইফতারের দিন হল শেষ,
কি চমতকার বেশ বেশ।
কাল থেকে হবে দিনে খাওয়া,
ইলিশ-পোলাও আর দাওয়াত যাবে পাওয়া।
ঈদের জন্য সবাই খুশি,
Anthrax-এর ভয়ে সবাই খবে খাশী।
ঈদের সবাই শুভেচ্ছা নিন,
পারলে ছন্দ মিলিয়ে কবিতা দিন।
ইমরান (রকক) :
টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার,
আজকে হল শেষ ইফতার।
টুম্পার দাওয়াতে সাড়া দিতে,
আমরা হাযির পৃথিবীতে।
ঈদ মুবারাক শানে লোক,
ঈদ সবার সুন্দর হোক।
আরমান (মকক):
তোদের জ্বালায় পারি না তো আর,
ছন্দ মিলাতে হয় বার বার।
আসলেই খুব লাগছে ভালো,
কখন ফুটবে দিনের আলো।
ঘুরব-টুরব খাব-দাব,
সবাই মিলে আড্ডা জমাব।
আনন্দের মাঝেও তোরা মনে রাখিস,
রমযানের শিক্ষাটাকে ধরে রাখিস।
টুম্পাঃ
তারাবাতি পটকা আতশবাজীতে,
উত্সবে মেতেছে সব এই চাদ রাতে।
আমিও তাই হাতে পরেছি মেহেদি,
ভাবছি কত পাব এবার ঈদি।
ঈদ মূবারাক বন্ধুরা,
কাল বইবে খুশির ফোয়ারা।
রইল বাসায় সবার দাওয়াত,
মিলেংগে হাম ফের সাত্ সাত্।
আরমান(মকক):
ওমা, এ দেখি টুম্পা ভাবী,
ছন্দ মিলিয়ে হয়ে গেল কবি।
বয়সে কিন্তু তুই আমার মুরুব্বী,
কত নিব ঈদি সেটাই বইসা ভাবি।
পা দুটো তুই রাখিস লুকিয়ে,
যেখানেই পাব, ধরব জড়িয়ে।
যতই বলিস, পাবি নাকো মাপ,
ক্ষমা করুক আল্লাহ্,তোর যত পাপ।
এখন পর্যন্ত এই……
ঈদ মোবারক 🙂 :tuski:
দিহান ভাবী প্রথম হলেন,
কেমন আছেন? এইবার বলেন।
ঈদের দিনটি ভালো যাক,
সকল আনন্দ পূর্নতা পাক... 🙂
সিলভার 😀
ব্রোঞ্জ। 🙁 🙁
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
তামা?
ওরে, মন খারাপ করা থামা।
ঈদে পেয়েছ তো নতুন জামা?
আরে!! তুই এখানে কখন?
যা কর রান্না, দিয়ে মন।
কালকে আসবো খেতে,
কষ্ট যেনো না হয় বেশী বেশী পেতে............
আহা! করো নাকো দিল ভার ;;)
দিল ভার করেনা আরমান ডাক্তার!
কারো উপর আছে নাকি কোনো ক্ষার??
হঠাত্ করে এলো কেন ক্ষার? 😕
প্রশ্ন ঘুরে মাথায় বার বার।
'সিলভার' নিয়ে লাভ কি হল ভাই?
সবাই দেখি 'তামা'কেই বলে "হেলো-হাই"!!
ঈদ মোবারক বইলা দিছি
এইবার আমি যাই…। 😛
চলো বহুদুর.........
ঈদ মোবারক বইলা দিছি
এইবার আমি যাই...। । 😛
চলো বহুদুর.........
এইডা ভুলে হইছে...... 🙁
চলো বহুদুর.........
লাগা দশটা !
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
আসলেই তোর ভুল হইছে?
দশটা লাগা সাদী কইছে।
আবার যদি করিস ভুল,
চড়ানো হবে তোকে শূল।
সিম্পলি চমৎ
:just: :pira: :awesome: :khekz: :khekz: :khekz: :khekz: