এ কেমন জীবন

জীবনে সুখ থাকে, সুখের সম্পর্ক থাকে,

থাকে ভালোবাসার মানুষ;

ছোট্ট একটা শান্তির নীড় থাকে,

সেই নীড়ে থাকে কমলতার পরশ ।

 

এ কেমন জীবন-

এখানে আবাস আছে, উষ্ণতা নাই,

রাতের অন্ধকার আছে, স্পর্শের শীতলতা নাই;

দিনের আলো আছে, সন্তানের দৌড়াদৌড়ি নাই

 

জীবনে চাওয়া না পাওয়ার কষ্ট থাকে,

থাকে হাসি আর কান্না;

আনন্দ উৎসবের মাখামাখি থাকে,

চলে হরেক রকম রান্না।

 

এ কেমন জীবন-

এখানে বিদেশ বিভুঁইতে কাজ আছে আবেগ নাই,

কড়িকড়ি খাবার আছে ভোগের সেই স্বাদ নাই;

আনুষ্ঠানিকতায় ভরপুর অনুষ্ঠানের আনন্দ নাই ।

 

জীবন কত সুখের ছিল-

জীবনে একা একা পথ চলার স্বাধীনতা ছিল,

উন্মুক্ত আকাশের নিচে মেঘে ভেজার স্বাদ ছিল,

সবুজ দিগন্তে নীল হয়ে মিশে যাবার ইচ্ছে ছিল।

 

এ কেমন জীবন-

এখানে কাঁটা তাঁরের গণ্ডির বাইরে যাওয়া যায় না,

মুক্ত হস্তে খোলা মনে মেশা যায় না

ইচ্ছে হলেই সবুজের মাঝে হারিয়ে যাওয়া যায় না।

 

জীবন কত সুখের ছিল

জীবনে আনুভুতি আর আনুভবের জায়গা ছিল,

মা-বাবা, ভাইবোন, ভালোবাসার লোক ছিল,

প্রাপ্তির আনন্দ ছিল, হারানোর কষ্ট ছিল ।

 

এ কেমন জীবন-

এখানে মানুষ গুলো অন্ন কষ্টে অনুভুতিহীন,

দূরত্বের কারণে ভালোবাসার মানুষ গুলো ছায়াহীন, কায়াহীন;

তুমি ছাড়া, মার্কিন ডলার প্রাপ্তির এ সময় যেন অর্থহীন ।

 

১,৬৩৪ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “এ কেমন জীবন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।