প্রাপ্তি

তোমার না মিশনে নাম আসছে?
জি মামা ।
কোন দেশে যেনো ? মালে না কি যেন বলছিলা !!
মালি ।
এটা রাজধানীর নাম না দেশের নাম?
না মামা, এটা দেশের নাম । মালির রাজধানী বামাকো ।
এটা কোন মহাদেশে ?
আফ্রিকা মহাদেশে ।
ওওও, কখনো নাম শুনি নাই, খুব একটা উন্নত না বোধ হয়, তাই না?
হতে পারে ।

কেউ যখন দেশটা চিনত না, কেনো জানি খারাপ লাগতো ।

ব্যাপারটা নিজের দেশের ক্ষেত্রে হলে কেমন লাগে তার অভিজ্ঞতা অনেকেরই নাই ।
মাস ছয়েক আগে আমার এক কলিগ সেঞ্জেন ভিসার জন্য জার্মান অ্যাম্বাসীতে যায় । প্রশ্নকর্তা জিজ্ঞেস করে, হোয়াট ইজ বাংলাদেশ? প্রশ্নকর্তাকে বাংলাদেশ চেনাতে আর এর লোকেশন বুঝাতে প্রায় আধা ঘন্টা লেগেছিলো !!!!

গত সপ্তাহে সেক্টর হেডকোয়ার্টারে গিয়েছিলাম । চেনা এক সেনেগালীজ অফিসার এগিয়ে এসে হাসি মুখে বললো,
ক্যামান আসান ?
ভালো আছি, আপনি ভালো ?
জি ।
চা খাবান ??
আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে বাংলা কে শিখালো ?
সে বলে, বলবো না ।

এরপর কোন প্রশ্ন করলেই বলে, জানি না ।
পরে শুনলাম আমাদের যারা সেক্টর হেডকোয়ার্টারে ডিউটি দেয় তাদের থেকে ও এই কয়েক লাইন শিখে ফেলেছে । অদ্ভুদ ব্যাপারটা হচ্ছে সে লাইনগুলো ব্যবহারের জন্য পারফেক্ট মোমেন্টটা আঁচ করতে পারছে ।

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মালি নামটা শুনে যতটুকু ভ্রু কুচকাচ্ছেন, এখানে বাংলাদেশের নাম শুনে মালিয়ানরা ততটা বিস্মিত হয় না । মালির যে কোনো এয়ারপোর্টে আসলে অবাক হয়ে দেখবেন কেউ না কেউ আপনাকে শুবু সুকাল, বাংলা গুড কিংবা বাংলা ভেরী গুড বলে চিৎকার করছে । হাজার হাজার কিলোমিটার দূরে বাঙ্গালী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে !!!!

১,৭৩৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “প্রাপ্তি”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    "কেউ না কেউ আপনাকে শুবু সুকাল, বাংলা গুড কিংবা বাংলা ভেরী গুড বলে চিৎকার করছে ।"

    কারো কষ্টেই তো অর্জন এই কেষ্ট ।
    তাঁদের সবার জন্য কৃতজ্ঞতা, সাধুবাদ ।

    সাধুবাদ এই লেখাটির জন্যও ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।