তোমার না মিশনে নাম আসছে?
জি মামা ।
কোন দেশে যেনো ? মালে না কি যেন বলছিলা !!
মালি ।
এটা রাজধানীর নাম না দেশের নাম?
না মামা, এটা দেশের নাম । মালির রাজধানী বামাকো ।
এটা কোন মহাদেশে ?
আফ্রিকা মহাদেশে ।
ওওও, কখনো নাম শুনি নাই, খুব একটা উন্নত না বোধ হয়, তাই না?
হতে পারে ।
কেউ যখন দেশটা চিনত না, কেনো জানি খারাপ লাগতো ।
ব্যাপারটা নিজের দেশের ক্ষেত্রে হলে কেমন লাগে তার অভিজ্ঞতা অনেকেরই নাই ।
মাস ছয়েক আগে আমার এক কলিগ সেঞ্জেন ভিসার জন্য জার্মান অ্যাম্বাসীতে যায় । প্রশ্নকর্তা জিজ্ঞেস করে, হোয়াট ইজ বাংলাদেশ? প্রশ্নকর্তাকে বাংলাদেশ চেনাতে আর এর লোকেশন বুঝাতে প্রায় আধা ঘন্টা লেগেছিলো !!!!
গত সপ্তাহে সেক্টর হেডকোয়ার্টারে গিয়েছিলাম । চেনা এক সেনেগালীজ অফিসার এগিয়ে এসে হাসি মুখে বললো,
ক্যামান আসান ?
ভালো আছি, আপনি ভালো ?
জি ।
চা খাবান ??
আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে বাংলা কে শিখালো ?
সে বলে, বলবো না ।
এরপর কোন প্রশ্ন করলেই বলে, জানি না ।
পরে শুনলাম আমাদের যারা সেক্টর হেডকোয়ার্টারে ডিউটি দেয় তাদের থেকে ও এই কয়েক লাইন শিখে ফেলেছে । অদ্ভুদ ব্যাপারটা হচ্ছে সে লাইনগুলো ব্যবহারের জন্য পারফেক্ট মোমেন্টটা আঁচ করতে পারছে ।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মালি নামটা শুনে যতটুকু ভ্রু কুচকাচ্ছেন, এখানে বাংলাদেশের নাম শুনে মালিয়ানরা ততটা বিস্মিত হয় না । মালির যে কোনো এয়ারপোর্টে আসলে অবাক হয়ে দেখবেন কেউ না কেউ আপনাকে শুবু সুকাল, বাংলা গুড কিংবা বাংলা ভেরী গুড বলে চিৎকার করছে । হাজার হাজার কিলোমিটার দূরে বাঙ্গালী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে !!!!
ভালো লাগলো জেনে। বাঙালীর জয় হোক সর্বত্র।
যাদের কারণে বাংলাদেশ ও বাঙালীর এ সুনাম, তারাও দীর্ঘজীবী হোক!
ধন্যবাদ খায়রুল ভাই । 🙂
Coming together is a beginning; keeping together is progress; working together is success..
ভালো লেগেছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ভাই, আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
Coming together is a beginning; keeping together is progress; working together is success..
"হাজার হাজার কিলোমিটার দূরে বাঙ্গালী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে !!!!"
তাইতো তাইতো....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আসলেই তাইতো । দেশের বাইরে কাউকে বাংলায় কথা বলতে এমনকি চেষ্ঠা করতে দেখলেও মন ভালো হয়ে যায় । 🙂
Coming together is a beginning; keeping together is progress; working together is success..
:boss: :boss: :boss:
🙂 🙂 🙂
Coming together is a beginning; keeping together is progress; working together is success..
"কেউ না কেউ আপনাকে শুবু সুকাল, বাংলা গুড কিংবা বাংলা ভেরী গুড বলে চিৎকার করছে ।"
কারো কষ্টেই তো অর্জন এই কেষ্ট ।
তাঁদের সবার জন্য কৃতজ্ঞতা, সাধুবাদ ।
সাধুবাদ এই লেখাটির জন্যও ।
অনেক ধন্যবাদ লুৎফুল ভাই ।
Coming together is a beginning; keeping together is progress; working together is success..
গর্বিত
:thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল