চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জায়গা করে নেবার লড়াইয়ে ১ম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বার্সিলোনা-চেলসি । এবারো বেশ কিছু ওয়েব সাইটের সহায়তা নিয়ে একটা প্রিভিউ দিচ্ছি আশা করি সবার অংশগ্রহনে এটি পূর্ণতা পাবে।
বার্সিলোনা-চেলসি
১ম লেগঃ ২৮ এপ্রিল, ন্যু ক্যাম্প
বার্সিলোনা মৌসুমের প্রথম থেকেই চ্যাম্পিয়ন্স লীগ সহ সব শিরোপা জেতার জন্যই ফেবারিট, পেপ গার্ডিওলার অধীনে অসাধারন ফুটবল খেলছে তারা। কোয়ার্টার ফাইনালে তারা বায়ার্নকে উড়িয়ে দিয়েছে। মেসি, ইতো, অ’রি, ইনিয়েস্তা, জাভি সবাই আছে অসাধারন ফর্মে। অ’রি শেষ খেলায় ইঞ্জুরির কারনে বদলি হিসেবে মাঠে নেমেছিল, তবে এ ম্যাচে প্রথম একাদশেই থাকছে সে, সেক্ষেত্রে ইনিয়েস্তা ফিরে যাবে তার অরিজিনাল পজিশনে জাভির সাথে মিডফিল্ডে।
অপর দিকে চেলসি মৌসুমের সেরা ফর্মে আছে। গাস হিডিঙ্ক দায়িত্ব নেবার পর থেকে দেশ ফর্মে আছে তারা। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে লিভারপুলকে, এছাড়াও এফএ কাপ সেমিফাইনালে আর্সেনালকেও হারিয়েছে তারা। দ্রগবা, ল্যাম্পার্ড, বালাক, মালুডা বেশ ফর্মে রয়েছে। ডিফেন্সে সাসপেনশনের জন্য খেলতে পারছে না এসলে কোল, তার জায়গায় লেফট ব্যাকে খেলবে বসিঙ্গোয়া, মেসিকে সামলানোর দায়িত্ব থাকবে তার উপর। হিডিঙ্ক মনে করছে বসিঙ্গোয়াই মেসির জন্য যথেষ্ঠ। এছাড়াও ইজুরির কারনে থাকছে না ডেকো এবং কার্ভালিও। সেক্ষেত্রে সেন্ট্রাল ডিফেন্সে টেরির সাথে থাকবে এলেক্স। এওয়ে ম্যাচ হলেও চেলসি আক্রমনাত্মক ফুটবল খেলবে বলে বলেছে হিডিঙ্ক।
গত কয়েক সপ্তাহে বেশ কিছু অসাধারন ফুটবল ম্যাচ হয়েছে, আজও সে রকম একটি ম্যাচ আশা করছি। ব্যক্তিগত ভাবে বার্সিলোনাকেই ফেভারিট মনে হচ্ছে তবে হিডিঙ্ককে দিয়ে সব সম্ভব।
এবার বাকিদের প্রেডিকশন জানানোর পালা…
বার্সা হারলে মিলাদ দিব
আশা করছি চেলসি জিততে না পারলেও ড্র করে আসতে পারবে। মেসির বর্তমান ফর্ম বলে না, একা বসিঙ্গোয়া তাকে আটকাতে পারবে। এ্যাসলে কোল আর কার্ভালিও না থাকাতে ডিফেন্স কিছুটা দুর্বল থাকবে। দেখা যাক ......
তুমিতো পুরা পীরসাব। ড্র হবে খুব কম মানুষই প্রেডিক্ট করসে
2-1 Barcelona..... but barca needs 2 goal cushions
yaya Toure কই খেলবে :dreamy:
:no: :no:
গার্ডিওলার সাথে যোগাযোগের চেস্টা করতেছি... দেখি কিছু জানা যায় কিনা 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মিডফিল্ডে তো তিনজন ... জাভি, ইনিয়েস্তা এটাকিং, ডিফেন্সিভ হিসাবে ইয়াইয়া ... আবার ইনিয়েস্তারে বেঞ্চে বসায়ে একটা বেশি ডিফেন্সিভ মিড হিসাবে কেইটাকেও খেলাইতে পারে ... তবে হোম ম্যাচে মনে হয় না বার্সা সেটা করবে ...
আমার ধারনা বার্সা ৪-৩-৩ এ খেলবে। দ্রুতগতির দ্রগবা আছে সাথে আছে ল্যাম্পার্ড তাই ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া নিজের মাঠেও বার্সা নামবে না। ডিফেন্সের চারজন এরপর
ভালদেস
আল্ভেজ পুয়োল পিকে জানিনা
ইয়া ইয়া টুরে
জাভি ইনিয়েস্তা
মেসি অনরী
এতুও
এইটা বার্সার এটাকিং লাইন আপ ...
ডিফেন্সিভটা এইরকমঃ
ভালদেস
আলভেস মার্কুয়েজ/পিকে পুয়োল আবিদাল
টুরে কেইটা/বাস্কুয়েটস
জাভি
মেসি - ইতো - অনরি
আগেরবার ফর্মেশনটা মন্তব্যে চেঞ্জ হয়ে গেছে। তাই ফটো দিলাম
বার্সা ২-০ চেলসি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বার্সা গোল খাবে... আওয়ে গোল চেলসি পাবে মনে হয়। আমি বার্সা ফ্যান। কিন্তু চারদিকে বার্সা ফ্যান বেশি তাই আমি হল্যান্ডের হিডিঙ্কের দলে। আর ম্যান ইউরে ঠেকাইতে চেলসিরে দরকার।
ভয় নাই বস, আমি বার্সিলোনা সাপোর্ট দিচ্ছি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এহসান ভাই আপ্নে ম্যান ইউ এর উপ্রে এত খেপা কেন ?? না হয় একটু চ্যাম্পিয়ন হয়, তাই বলে এত খেপবেন ?? 🙁 🙁
বার্সা :thumbup: :thumbup:
Barcelona: Valdes, Alves, Pique, Marquez, Abidal, Toure, Xavi, Iniesta, Messi, Henry, Eto'o.
যাক এটাকিং টিমই খেলাচ্ছে। আমার মতে এতাই বার্সেলোনার সেরা দল। কোনো পুয়োল নাই... হেহে। আসলে দ্রগবার জন্য পুয়ল বেশ স্লো
Subs: Jorquera, Puyol, Gudjohnsen, Bojan, Keita, Silvinho, Hleb.
Chelsea: Cech, Ivanovic, Terry, Alex, Bosingwa, Lampard, Mikel, Ballack, Essien, Malouda, Drogba.
চেলসির দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এসিয়েন আর মিকেল। মিকেল এর বদলে কালু অথবা আনেল্কা খেল্লে ভালো হতো। টিমতা বেশ ন্যারো হয়ে গেলো। কোনো width নাই। যাই হোক হয়তো এসিয়েন জাভি অথবা মেসির সাথে লেগে থাকবে।
Subs: Hilario, Di Santo, Kalou, Belletti, Anelka, Mancienne, Stoch.
বেঞ্চে চেলসির স্টক...এইডা কেডা। জন্মেও নাম শুনিনি।
এতদিন মনে হইয় স্টকেই রাখছিল এইটারে :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুয়োলের হালকা ইঞ্জুরি আছে, আর একটা কার্ড খাওয়া ... ওরে এলক্লাসিকো আর স্ট্যম্ফোর্ড ব্রীজের জন্য হাতে রাখছে :s
যা বলছিলাম, পুয়োল সেকেন্ড লেগ মিস করবে ... মার্কুয়েজ খেলতে পারবে কিনা কে জানে ... খবরাছে :s
🙂 হাফ টাইম হইলো মাত্র। আমার মনে হয় ০-০ তে কোনো দলই হতাশ না। স্কোরিং ড্র বার্সার জন্য এনাফ। কিন্তু নু ক্যাম্প এর অর্ধেক দর্শক জায়গা হলেও ব্রিজও অনেক মুখরিত স্টেডিয়াম। ওইখানে আল্ভেস আরো হতাশ হয়ে যেতে পারে। ভালোই নাটক করসে এই আল্ভেস।
জেনুইন পেনাল্টী থেকে বার্সা বঞ্চিত। আসলে রেফারীর উপর বার্সার প্লেয়াররা আর দর্শক বেশী চাপ তৈরী করে ফেলেছিলো। তাই রেফারী ক্র্যাক করলো।
কিংকং, আজকে কিন্তু পিকে দারুন খেললো। কয়েকটা ডায়াগনাল পাস তো দারুন দিলো। লেফ্ট সাইড থেকে ৪০ মিটার দূরে আল্ভেসরে নিয়ে দিসে। দারুন।
বোইয়ান শেষ মুহুর্তে বাজে মিস করলো। যাই হোক দুই দলই খুশী। মেসি পোস্টে তো শটই নিতে পারে নাই। পুরা খেলায় কর্নার থেকে ভলি করেছিলো তাও মাইলস এওয়ে!!!
মেসি সুপার ফ্লপ না হইলেও ফ্লপ ছিলো 🙂
লাস্ট উইক এন্ডে ভ্যালেন্সিয়ার লগে পুয়োল যা খেলসে... তাই মনে হয় নামায় নাই 😛 । তোমার কথাই ঠিক হয়তো। হলুদ কার্ডের জন্য নামায় নাই।
আসলেই, ভ্যলেন্সিয়ার সাথে পুরা মেজাজ খারাপ করে দিসে ... পুয়োজ আর আল্ভেসের মাঝখান দিয়ে বল নিয়ে বের হইয়ে গেল তাদের খবর নাই, আজিব ...
লাভ হইলো না তো, হলুদ কার্ড ঠিকই খাইলো ... মার্কুয়েজ মনে হয় না নেক্সট উইকে ফিরবে ... এইবার আসলেই খবরাছে ...
প্রথম ৩০ মিনিটে দ্রগবার পায়ে বল আসছে মাত্র ১ বার।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সাবাশ দ্রগবা... ভাল মিস করছে :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভালদেজ এর কারণে :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালদেজ একটা জিনিস ... মাঝে মাঝেই দুর্দান্ত সব সেইভ করে, কিন্তু একটু পরেই দেখা যায় একটা আবালামি কইরা সব শেষ কইরা দিছে ...
😀 :))
হ 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
দুইটিমের দুই ভুয়া আজকে বালাক আর ইনিয়েস্তা 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
না বার্সার ফ্লপ ছিল এতুও
খুব খারাপ হয়ে গেল ... মার্কুয়েজ ইনজুরড, পুয়োল পরের ম্যাচ সাসপেন্ড ... এই মূহুর্তে পিকে ছাড়া আর কোন সেন্টার ব্যাক নাই নেক্সট ম্যাচের জন্য ...
এতগুলি এটাক দিয়েও গোল পাইল না, শেষ পাঁচ মিনিটেই তো তিনটা হইতে পারতো মনে হইলো ... এখন এওয়ে ম্যাচে গিয়ে জিততে হবে, খুবই কঠিন হবে ...
একমাত্র ব্রাইট সাইড হচ্ছে চেলসি কোন এওয়ে গোল পায় নাই, কাজেই হোম ম্যাচে চেলসি এত ডিফেন্সিভ খেলবে না ...
হিডিঙ্ক বস সব কিছুর পাশাপাশি ইতিহাসরেও সঙ্গী পাবে সেকেন্ড লেগে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
0-0
হতাশ!!!
নাহ, ওভারঅল খেলা পছন্দ হয় নাই :no: তবে বার্সাই ভাল পজিসনে আছে, ০-০ থেকে ২-১ গোলে হারলেও মনে হয় চেলসি খুশি হইত। ২য় লেগে মনে হয় অনেক ওপেন খেলা হবে, আর চেলসি প্রুভ করবে ইংলিশ লীগের শ্রেষ্ঠত্ত...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার মনে হয় বার্সা ২-০ গোলে জিতলে খেলার ধারার সাথে রেজাল্ট মিল থাকত। যাই হোক পরের খেলা ১-১ ড্র হবে মনে হয় আর বার্সা ফাইনালে...
অনেকদিন যাবৎ আমি ব্যস্ততার কারণে ব্লগে রেগুলার না। তবে খেলা দেখছি কালকে।
মজার একটা ফাইন্ডিংস হইতাসে বার্সা পরপর সামনে দুইটা পাস দিতে পারে না। একটা পাস হইলে আরেকটা হয় ব্যাক পাস নয়তো ভুল পাস।
এইসব খেলা নিয়া আজেইরা স্প্যানিশ ক্লাবগো গোলের পর গোল দেয়া যায় ঠিকই কিন্তি ইংলিশ টিমের সাথে এসব চলে না। হেনরিকে ভালো লাগে টবে পেপ গর্ডিওলারে ভালা পাইনা। তাই বার্সা আউট হোক মনে প্রাণে চাই।
জয়তু চেলসি জয়তু গুস।
খেলা দিখা মিজাজ চ্রম খারাপ! এতোক্ষণ জাইগা থাইকে ০-০ ড্র! তাও এই পর্যায়ের ম্যাচে, খেলাও ভুয়া লাগসে...।
এখনেরটা দেখ... আর্সেনালের ডিফেন্সের যে অবস্থা 🙁 ... গোল দেখার আশা ভাল ভাবেই পূর্ণ হতে পারে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সহমত
শেষ পর্যন্ত মাত্র একটা... তারপরেও ম্যান ইউ অনেক খানি এগিয়ে থাকবে, তারপরেও আর্সেনাল মনে হয় খুশিই হবে মাত্র ০-১ গোলের জন্য।
গতকাল মেসি- বোসিঙ্গোয়া নিয়ে অনেক কথা হয়েছিল, তবে আজকে ১৯ বছরের গিবস যেভাবে রোনাল্ডোকে আটকেছে... অসাধারন :clap:
২য় লেগে ভ্যান পারসি ফিরছে... দেখা যাক কি হয় (এই ইঞ্জুরিই আর্সেনালকে খাইল লাস্ট কয়েক সিজন ~x( ~x( )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওহ, আলমুনিয়ার কথা মিস করছি :bash: ওর জন্যেই আর্সেনাল এখনো লড়াইয়ে টিকে আছে :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আজিব ব্যাপার !!!! ম্যান ইউ জিতলে কেউ খুশী হয় না। 🙁 🙁
ক্রিকেটের অস্ট্রেলিয়ার মত অবস্থা নাকি!!!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷