কোটি টাকার টুর্ণামেন্টের ফাইনালের আকর্ষনের ষোল কলা পূর্ণ হয়েছে। আগামী ২৭ মার্চ স্বপ্নের এই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দি ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান।
সুপার কাপের শেষ সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ঢাকা ও চট্টগ্রামের দুই মোহামেডান। আজকের ম্যাচের হিসাব-নিকাষ ছিল গতকালের ম্যাচের মতোই, প্রথম লেগে ১-০ গোলে জয়লাভ করায় আজ নূন্যতম ড্র করলেই ফাইনালে পৌছে যেত ঢাকা মোহামেডান, ২ গোলের ব্যবধানে জিতলে ফাইনালে যেত চট্টগ্রাম মোহামেডান, আর চট্টগ্রাম মোহামেডান ১ গোলের ব্যবধানে জিতলে খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট এবং প্রয়োজন হলে টাইব্রেকার।
খেলার প্রথমার্ধে কোন দলই প্রাধান্য বিস্তার করতে পারেনি, নিশ্চিত কোন সুযোগও তারা তৈরী করতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই চট্টগ্রাম মোহামেডান চাপ সৃস্টি করে খেলা শুরু করে। কিন্তু ঢাকা মোহামেডানের গোলরক্ষক আমিনুলের দক্ষতায় তারা গোল বের করতে পারেনি, কিন্তু ৩২ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় গোল করে চট্টগ্রাম মোহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেয় বদলী খেলোয়ার আকবর হোসেন রিদম। গোল পাবার পর চট্টগ্রাম মোহামেডান কিছুটা রক্ষনশীল খেলা শুরু করে। এভাবেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় । দুই লেগ মিলিয়ে গোল সমান হয়ে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও দুদলের খেলোয়াড়দেরকেই বেশ পরিশ্রান্ত মনে হয়, যার ফলাফল হিসেবে খেলা গোল শুন্য ভাবে শেষ হয়ে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে চট্টগ্রাম মোহামেডানের ১ম ৩টি শটই ঠেকিয়ে দেয় দেশের গোলরক্ষক আমিনুল, অপর দিকে ঢাকা মোহামেডানের ১ম শট যায় বারের বাইরে দিয়ে আর ২য়টি রুখে দেয় গোলরক্ষক মামুন খান। বাকী গুলোতে গোল হলে ঢাকা মোহামেডান টাইব্রেকারে ৩-২ গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠে।
ইপিএল লাইভ স্কোর চেক এর স্বভাবমত livescore.com এ স্কোর দেখতে যেয়ে মনে হল এইটা বাংলাদেশের খেলা...... বাংলাদেশ নামে কোনই অপশন নাই ওখানে অথচ কত অগা মগা দেশ আছে....
হমম, তবে বাংলাদেশে লাস্ট ৫-৬ বছরে ফুটবল খেলাই হয়নি।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ, পরশু রাতে মেসি এর গোল্টা দেখছিলা?
আমি দেখছি ভাইয়া। অসাধারণ ... । তবে অনেকগুলা চান্স মিস করেছে ও। ২ বার গোলকিপারকে ওয়ান টু ওয়ানে মিস করেছে।
@ রবিন ভাই
ওই দিন বার্সার খেলা দেখে কোন পোস্টে জানি কমেন্ট করছিলাম যে ওদের দেখে মনে হচ্ছিল যে অন্য কোন গ্রহ থেকে আসছে খেলতে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আজ খেলছে না ঢাকা মোহামেডানের গোল মেশিন বুকালো অসুস্থতার কারনে।
চৌ.জ়া.শ. এর ভাষ্যমতে " জ্বর ও ডাইরিয়া স্বংক্রান্ত কারনে" তিনি আজ খেলতে পারছেন না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চৌ.জ়া.শ. হা হা ।আবারো মনে পরলো ওর ফ্যান ক্লাব এর কথা। :khekz :khekz: :pira:
আবাহনী মোহামেডান ফাইনাল = স্টেডিয়াম ভরা দর্শক।
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রথমার্ধের খেলা শেষ... খেলা এখনও গোলশূন্য।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ সৃস্টি করেছে চট্টগ্রাম মোহামেডান... পরপর দুটি আক্রমন গোলরক্ষক আমিনুল দূর্দান্ত ভাবে সেভ করে ঢাকা মোহামেদানকে রক্ষা করেছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মনে হয় ঢাকা মোহামেডানই ফাইনালে চলে যাবে।
গোল...। চট্টগ্রাম মোহামেডান ১-০ ঢাকা মোহামেডান। (৩০ মি)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ, দুই লেগ মিলিয়ে গোল সমান হয়ে যাওয়ায় এখন আতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে এখন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঢাকা মোহামেডান :thumbdown:
দেখা যাক।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ... কোন দলই গোল করতে পারেনি।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অতিরিক্ত সময়ের খেলা শেষ... এবার টাইব্রেকার।
:duel: :duel: :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
১ম কিক নেবে চট্টগ্রাম মোহামেডান
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মিস... ঠেকিয়ে দিল আমিনুল
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আবারো মিস... বাইরে মারছে :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
০-০
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আবারো সেভ করলো আমিনুল ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আবার সেভ... এবার ঠেকালেন মামুন খান
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আবারো সেভ করলো আমিনুল … টানা ৩টি সেভ করলো সে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল... ঢাকা মোহামেডান ১- চট্টগ্রাম মোহামেডান ০
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল... ঢাকা মোহামেডান ১(৩)- চট্টগ্রাম মোহামেডান ১ (৪)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল… ঢাকা মোহামেডান ২(৪)- চট্টগ্রাম মোহামেডান ১ (৪)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল...... ঢাকা মোহামেডান ফাইনালে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap:
ট্রাইবেকারে ৩-২ গোলে চট্টগ্রাম মোহামেডানকে পরাজিত করে সুপার কাপের ফাইনালে উঠল ঢাকা মোহামেডান
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সাবাশ মোহামেডান ।
:clap: :clap: :clap:
ফাইনাল কবে? ছুটির দিন হইলে মাঠে যামু নাকি? অনেক দিন ফুটবল দেখতে মাঠে যাওয়া হয় না। তোরা যাবি কে্উ? আওয়াজ দে।
ফাইনাল ২৭ তারিখে, শুক্রবার।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুমম। দেখি যামু আমি। আর ক্যাডা ক্যাডা যাইপো?
আমিনুল আর বুকালো আর কত টানবে? 🙁
এই ধারা বজায় থাকলে আবাহনীর সামনে অবস্থা খুব একটা সুবিধার নাও হতে পারে 🙁
তবে বলা যায়না, আবাহনীর সামনে পড়েই হয়তো খেলা সেরকম হয়ে যাবে স্পিরিটের জোরে :thumbup:
কিন্তু পরিষ্কার আন্ডারডগ, বলতেই হচ্ছে। দেখা যাক।
আহসান বিশাল থ্যাংক্স কষ্ট কইরা আপডেটগুলো দেবার জন্য :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, বিশাল বিশাল ধন্যবাদ... :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হা, আমি চোখে আধার দেখতাছি। খেলার এমন দশা হইলে তো বিপদ। তবু আশাবাদী।
চিটাগাং মোহামেডানের জন্য একটু খারাপ লাগতেসে...লেদু ভাই মারাত্মক ফাইট দিসে :boss: আরেকটু হইলেই ধরায়া দিসিলো নি...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আজকে সুপার কাপের প্লেট গ্রুপের ফাইনালে শেখ রাসেল কে ১-০ গোলে হারিয়ে ফরাশগঞ্জ প্লেট চ্যাম্পিয়ন হয়েছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 শেখ রাসেল তো যতোদূর জানি সবচেয়ে বেশি বিদেশি খেলোয়াড় আনছিলো কোটি টাকা নেয়ার জন্য।
হমম... :)) ওদের কোচ বলছিল তার নাকি লটারি ভাগ্য খুব ভাল, তাই কোটি টাকাও তার দল জিতবে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷