তদন্ত কমিটি ও একটি প্রাকটিক্যাল জোক

কিছুদিন আগে সামীউর তদন্ত কমিটি নিয়ে একটি অসাধারন স্যাটায়ার দিয়েছিল। আজকে এক তদন্ত কমিটির অসাধারন রিপোর্টের খবর দেখলাম। বসুন্ধরার আগুন লাগার ঘটনা তদন্তে গঠিত কমিটি তদন্ত শেষে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেখানে তারা নতুন আরেকটি তদন্ত কমিটি গঠন করার সুপারিশ দিয়েছে।
এই খবর শুনে হাসবো না কাদবো এখনও বুঝে উঠতে পারছি না।

বসুন্ধরা: তদন্ত রিপোর্টে আরেক তদন্ত কমিটি গঠনের পরামর্শ

১,৩১৭ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “তদন্ত কমিটি ও একটি প্রাকটিক্যাল জোক”

  1. আমার মনে হয় আরো একটা তদন্ত কমিটি চেয়েছে, কারন বসুন্ধরা এই কমিটি কে কোন সহযোগিতা করে নাই। কেন করবে, হেল্প করলে তো বসুন্ধরার সব নেগেটিভ জিনিস বের হয়ে আসবে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।