কোটি টাকার সুপার কাপের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়নের সাথে প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে জয়লাভের পর দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে তারা ফাইনালে উন্নিত হয়। ২৭ মার্চ ফাইনালে তারা মুখোমুখি হবে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম মোহামেডানের মধ্যে বিজয়ী দলের।
খেলার প্রথমার্ধ ছিল অনেকটাই নিস্প্রভ। দু দলই কয়েকটি গোলের সুযোগ তৈরী করলেও ফরোয়ার্ডের ব্যর্থতা ও স্বার্থপরতার কারনে গোল করতে ব্যর্থ হয়।তবে প্রথমার্ধের সহজতম সুযোগটি নষ্ঠ করে ব্রাদার্সের জাহিদ পেনাল্টি মিস করে। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ডি বক্সের মধ্যে ফাউলের কারনে পেনাল্টি পায় তারা, কিন্তু জাহিদের নেয়া কিকটি দান দিকে ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আবাহনীর আজকের অধিনায়ক গোলরক্ষক বিপ্লব, ফিরতি বলে আরও সহজ সুযোগ পান জাহিদ, বিপ্লব তখনও মাটিতে, কিন্তু ফাকা পোস্ট পেয়েও বার উচিয়ে মারেন জাহিদ।
দ্বিতীয়ার্ধে ব্রাদার্স গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে। বেশ কয়েকটি সুযোগও তারা তৈরি করে, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা আর আবাহনীর গোলকিপার বিপ্লবের দৃঢ়তায় সফল হতে পারে নি ব্রাদার্স। নিশ্চিত ভাবে আজকের খেলার সেরা খেলোয়াড় বিপ্লব, নিয়মিত অধিনায়ক কে খারাপ পারফরমেন্সের জন্য আজ বসিয়ে রাখা হয়, আর অধিনায়কের দায়িত্ব দেয়া হয় বিপ্লবকে। আর সে একাই পেনাল্টি সহ আরো কয়েকটি দূর্দান্ত সেভ করে ফাইনালে নিয়ে যায় দলকে। তবে খেলার শেষ মিনিটে অফ দ্যা বল ফাউলের কারনে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখেন আবাহনীর প্রানোতষ। যার ফলে কোটি টাকার ফাইনালে খেলা হবে না তার।
আজকে খেলা পরিচালনা করছেন একজন বিদেশি, কাতারের রেফারি আব্দুর রহমান । যার সুফল ম্যাচের প্রথম থেকেই দেখা গিয়েছে, তার কোন সিদ্ধান্তের পর পরই খেলোয়ারেরা তেড়ে যাইনি প্রতিবাদ করতে, এমনকি পেনাল্টি এবং লালকার্ডের সিদ্ধান্তের পরেও সে রকম কোন কিছু ঘটেনি, দেশি রেফারি হলে হয়ত আগের মত ম্যাচ বন্ধ থাকত বেশ কিছু সময়ের জন্য।
পেনাল্টি... ব্রাদার্সের পক্ষে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পেনাল্টি মিস করল ব্রাদার্স... জাহিদের কিক ঠেকিয়ে দিয়েছেন আবাহনীর গোলকিপার বিপ্লব।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হই হই আবাহনী
:thumbup: :thumbup: :thumbup:
~x( ~x( জাফরুল্লাহ শারাফাতের ডায়লগ নিয়ে ভাবছি একটা "স্মরনীয় বানী" টাইপ বই বের করে ফেলব... :bash: :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সুপার্ডুপার্হিট হবে.... আমি এক্কপি বুকিং দিলাম।
লাল কার্ড... আবাহনীর প্রাণোতোষ লাল কার্ড পেলো
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খেলা শেষ... আবাহনী ফাইনালে :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান ভাই, এইবার তাইলে খাওয়ান। 😀 😀 😀
ইস, ম্যালাদিন খ্যালা দেখি না
নেও... কেক খাও...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙁 🙁 🙁
কি হইল, মন খারাপ করলা ক্যান আবার?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷