আজ ছিল গ্রুপ পর্বের শেষ দিন। বি গ্রুপ থেকে মোহামেডানের সাথে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ছিল ব্রাদার্স ও ফরাশগঞ্জ। ফরাশগঞ্জের সেমিফাইনালে উঠতে হলে চট্টগ্রাম আবাহনীকে বড় ব্যবধানে হারাতে হতো সে সাথে ব্রাদার্সকে হারতে হতো মোহামেডানের কাছে। দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ চট্টগ্রাম আবাহনীকে মাত্র ২-০ গোলের ব্যবধানে পরাজিত করলে ব্রাদার্সের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ফরাশগঞ্জের হয়ে ২৬ মিনিটে খোকন দাস ও ৭৫ মিনিটে গোল করে ইদ্রিস।
মোহামেডান ও ব্রাদার্স দুদলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি পরিনত হয় সেমিফাইনালে আবাহনীকে এড়ানোর লড়াইয়ে। দুদলই প্রানবন্ত ফুটবল উপহার দেয়। ম্যাচের ৭ মিনিটে গুডউইনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৫ মিনিটেই গোলটি শোধ করে দেন হেনরি। এর পরে কোন দলই আর গোল করতে পারেনি, ফলে গ্রুপ চ্যম্পিয়ন হিসেবে মোহামেডান সেমিফাইনালে ওঠে, সেমিফাইনালে তারা মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডানের, আর ব্রাদার্স মুখোমুখি হবে ঢাকা আবাহনীর।
সেমিফাইনালের ফিক্সচারঃ
১৯ মার্চ আবাহনী – ব্রাদার্স
২০ মার্চ ঢাকা মোহামেডান – চট্টগ্রাম মোহামেডান
২৩ মার্চ আবাহনী – ব্রাদার্স
২৪ মার্চ ঢাকা মোহামেডান – চট্টগ্রাম মোহামেডান
গ্রুপ পর্বের সকল ম্যাচের ফলাফলঃ
আবাহনী ৩ – ০ রহমতগঞ্জ ( এমেকা (২), আত্মঘাতি)
শেখ রাসেল ০ – ২ চট্টগ্রাম মোহামেডান (নাসির, রাফায়েল)
ব্রাদার্স ০ – ০ ফরাশগঞ্জ
মোহামেডান ১ – ০ চট্টগ্রাম আবাহনী ( বুকালো )
শেখ রাসেল ১ – ০ রহমতগঞ্জ ( মিলুনোভিচ )
আবাহনী ২ – ১ চট্টগ্রাম মোহামেডান ( এমেকা (২) — রাফায়েল )
ব্রাদার্স ৩ – ০ চট্টগ্রাম আবাহনী ( জাহিদ, হেনরি,তপু)
মোহামেডান ৪ – ০ ফরাশগঞ্জ ( বুকালো, এনামুল (২), আরমান আজিজ)
রহমতগঞ্জ ০ – ২ চট্টগ্রাম মোহামেডান ( রাফায়েল (২))
আবাহনী ৩ -০ শেখ রাসেল ( ইব্রাহিম, এমিলি, এমেকা)
১৬ মার্চ ফরাশগঞ্জ ২ – ০ চট্টগ্রাম আবাহনী ( খোকন,ইদ্রিস মুতেবি)
মোহামেডান ১ – ১ ব্রাদার্স (জন গুডউইন — হেনরি)
সর্বোচ্চ গোলদাতাঃ
৫ গোল—— এমেকা (ঢাকা আবাহনী)
৪ গোল—— রাফায়েল (চট্টগ্রাম মোহামেডান)
২ গোল—— বুকালো, এনামুল(ঢাকা মোহামেডান), হেনরি (ব্রাদার্স)
* গ্রুপ পর্বে সর্বাধিক গোল করেছে ঢাকা আবাহনী মোট ৮টি, এর পরে ঢাকা মোহামেডান ৬টি।
* গ্রুপ পর্বে সবচেয়ে কম গোল ১ টি করে গোল খেয়েছে ঢাকা আবাহনী,ঢাকা মোহামেডা্ন, ব্রাদার্স, চট্টগ্রাম মোহামেডান।
* সবচেয়ে বেশি গোল খেয়েছে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী ৬টি।
মূল পোস্ট সুপার কাপ
১ম বারের মত ১ম...
একটূ নাইচা লই :awesome: :awesome: :awesome:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
স্বপ্নের ফাইনালের অপেক্ষায় :dreamy: :dreamy: :dreamy:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আবাহনী আবাহনী
:thumbup: :thumbup: :thumbup: