টানা ৩ ম্যাচে জয় পেয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। আজকের খেলায় শেখ রাসেলকে তারা হারায় ৩ – ০ গলের ব্যবধানে। দিনের ১ম ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের জয় লাভের পর বি-লীগের ৩য় দল শেখ রাসেলের সামনে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনের জন্য কঠিন এক সমিকরনের মুখোমুখি হতে হয়, তা হল তাদের জিততে হবে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে। কিন্তু এ লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল খেয়ে যায় তারা, খেলার ৬ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধ শেষ হয় এই গোল ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আবাহনী আরো আক্রমনাত্মক হয়ে ওঠে, ৬৮ মিনিটে টুর্নামেন্টে নিজের ১ম গোল করেন জাহিদ হোসেন এমিলি, আর ৮৯ মিনিটে টুর্নামেন্টে নিজের ৫ম গোল করেন এমেকা।
এর আগে দিনের ১ম খেলায় চট্টগ্রাম মোহামেডান ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে। রাফায়েল ৩৯ ও ৭৪ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের হয়ে গোল দুটি করে। ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম মোহামেডান।
সুপার কাপ (৫ম দিনের ফলাফল আপডেট)
on a hat trick :grr:
চট্টগ্রাম মোহামেডান ভালো দল মনে হইতাছে। ভালো কথা আহসান, মাঠে দর্শক আসতেছে কেমন?
মিডিয়া তো বলতেছে আগের থেকে ভাল, মানে বি-লীগের বি-লীগের বড় ম্যাচের চেয়ে এবারের ছোট ম্যাচগুলোতেও বেশি দর্শক হচ্ছে। সেমিফাইনাল, ফাইনালে আরো বেশি হবে, আসলে আবাহনী মোহামেডান ফাইনাল দরকার, এক কোটি টাকার জন্য আবাহনী মোহামেডান ফাইনাল খেলতেছে...এরকম ম্যাচে পুরোনো দিনের মত পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক আশা করা যায়।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্বপ্নের ফাইনালের অপেক্ষায় :dreamy:
:clap:
@আহসান আকাশ,
http://www.football365.com/0,17031,8806,00.html