নক আউট সেকশনের পয়েন্ট ক্যালকুলেশনঃ
মূল স্কোরিং গ্রুপ পর্বের মতই হবে। খেলা পেনাল্টিতে গড়ালে নিচের নিয়মগুলো কার্যকর হবেঃ
* পেনাল্টি সহ মোট গোল সংখ্যার জন্য আগের নিয়মেই বোনাস।
* ১২০ মিনিটে ড্র সঠিক ভাবে প্রেডিক্ট করলে কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র পেডিক্ট এর পয়েন্ট পাওয়া যাবে।
* ১২০ মিনিটে সঠিক গোল সংখ্যাসহ ড্র প্রেডিক্ট কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র প্রেডিক্ট এর পয়েন্ট সহ সঠিক গোল সংখ্যার বোনাস পাওয়া যাবে।
* ড্র প্রেডিক্ট করে পেনাল্টিতে সঠিক জয় প্রেডিক্ট করলে মোট গোল ব্যবধান প্রেডিক্ট করলে গোল ব্যবধানের বোনাস পাওয়া যাবে।
ক্লিয়ার হল না... পড়ে আমি যা বুঝলাম তা হল ১২০ মিনিট খেলা হবার পর গোল সংখ্যাসহ সঠিক ড্র প্রেডিক্ট করতে পারলে ১২ পয়েন্ট পাওয়া যাবে। (ড্র- ৬, দুই দলের গোল সংখ্যা ২+২, গোলের ব্যবধান ২)।
তাহলে টাইব্রেকারের রেজাল্ট/গোল সংখ্যা প্রেডিকশনের জন্য কি আলাদা পয়েন্ট??
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ড্রতে ৪ ভাই, ১০ হবে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্যার আসল কথা বলেন আমি চ্যাট রুমে যাইতে পারতেছি না ক্যান?
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
চ্যাটরুম বন্ধ তো কি হইসে । ব্রাজিলের গোলের আনন্দে এইখানেই চিল্লান দিলাম ---
গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল!
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
লাভ কি হইলো ভাই
চিলি তো ভালই চিপায় ফেলছে এখন
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
এইটা পেনাল্টিতে যাইতেসে নাকি? 😀 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এবার বল- কেউ যদি গতকালের প্রেডিকশন কাঁটায় কাঁটায় ঠিক করত অর্থাৎ ব্রাজিল ১ (৩) - চিলি ১ (২), সে মোট কত পয়েন্ট পেত? (সম্পাদিত)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনাদা আপনারে দেখি ক্ষমতাচ্যুত করা হইসে! :grr: :grr: :grr: কোয়ালিশান সরকারে জোয়ান রক্ত! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হা হা... গ্রুপ পর্যায়ের খেলার শেষ দিন লিড আছে দেখে কিছু রিস্ক নিসিলাম... কামে লাগে নাই... 😛
যাই হোক, ছবি তো এখনো বাকিই আছে... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কোস্টা-গ্রীস কত ধরসেন? আমি ২-০
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জুনা, তোমাকে মিডিয়া ক্যু-র মাধ্যমে হারানো হইসে। যদি চ্যাটরুম চালু থাকতো আর আড্ডাবাজির মাধ্যমে আমরা যুক্ত থাকতাম তবে তোমার নিরংকুশ আধিপত্য বজায় থাকতো। চ্যাটরুম অন্ধকার করে রেখে আমাদের সবাইকে অন্ধকারে রেখে প্রিয় জুনাকে শীর্ষস্থান থেকে ছিটকে দেয়ার ষড়যন্ত্রের প্রতি তেব্র নিন্দা (মনে মনে দাঁতাল হাসি) জ্ঞাপন করছি। 😀 😀
নূপুরদা, সবই বুঝতে পারছি কিন্তু কিচ্ছু বলছি না। তবে ঐ বিশেষ মহল যদি এখনো সোজা পথে না আসে, এর দাঁত ভাঙ্গা (বা দাঁত দিয়ে কামড়ানো) জবাব কিভাবে দিতে হয় আমার জানা আছে... প্রয়োজনে আমি সবার পেছনে সুয়ারেজকে ভাড়া করে ছেড়ে দেবো... মু হা হা হা... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিনে দুপুরে হুমকি? দেশে কি আইন আদালত রেফারী নাই? x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমিও ২-০ ধরছি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চ্যাটরুমটা মিস করতেসি! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
শান্তিমত গালিগালাজ করা যায় না! :((
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
রোজা আসছে বলে চ্যাটরুম বন্ধ। তোর মত পাপীষ্ঠ গালিগালাজ করে যেন পাপ না করতে পারে এজন্য বন্ধ রাখা হইছে... :grr: 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিন্তু ইফতারের পরে চালু করলে কি অসুবিধা।
নূপুরদা,
একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি যখন অতি দূরকে কাছে এবং অতি পরকে আপন করেছে; সেই বিশ্বায়নের যুগে 'ইফতারের পর' বলতে আপনি কোন সময় বোঝাচ্ছেন? নিজের বা অন্য কার বুকে হাত দিয়ে আপনি কি হলফ করে উত্তরটা দিতে বলতে পারবেন? O:-) 😛
(ভাল কথা, কোন ইমো দেন নাই দেখে ঠিক বুঝতেছি না আপনি ইফতার-চ্যাটরুম সংক্রান্ত আগের কমেন্টটা সিরিয়াসলি নাকি ফান করে নিয়েছেন। আমি কিন্তু পরেরটার লাইনে আছি... 😉 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হাত দেয়া নিয়ে কোন কথা বলে বিপদ টেনে আনতে চাইনা -- প্রচণ্ড ভীড়াক্রান্ত জায়গায় যেমন করে থাকি, তেমনি এক্ষেত্রেও হাত আকাশের দিকে তুলে রেখে দিলাম --- বিন্দুমাত্র ডাউটে প্রাণসংশয় হতে পারে।
আমারে তুমি চিনলানা --- ফান করসি না সিরিয়াসলি বলসি তুমিই বলো! 😀 😀 😀 😀 😀
আপনি তাহলে...আপনি তাহলে... আমার মাথা দেখি চুলকায়। একটু সহজ কইরা দেন... ;;) O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধুর, কি আবার জটিল করলাম। মাথা চুলকাও ক্যান?
ওহ বুঝছি, আপনি তাইলে সিরিয়াস... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হা হা। ধুর না।
ফ্রান্স কোয়ার্টার ফাইনালে
এই ফ্রান্স জার্মানি কাছে ত হারবেই আলজেরিয়ার কাছেও হারবে... ফালতু ফুটবল! 😡
বেঞ্জেমা দুই দিন ভাল খেলে ফর্মে ফিরছে... x-(
এটাই রিয়েলের রিয়েল বেঞ্জেমা... ~x(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাথে আর্সেনালের জিরু (most of the days)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওর নাম আসলে গেঁড়ু (খালি গেঁড়ায় 😛 )... 😉
জিদান পগবারে নিয়ে হুদাই একটা হাইপ তৈরি করছে, ঐ হালাও কোন জাতের না... x-(
তবে খেলছে ভ্যালবুয়েনা! শালা পিচ্চি মারাত্মক খেলছে, পুরো টুর্নামেন্ট এই... কঠিন জিনিস! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সংলাপে বসতে চ্যাটরুম আবার খোলা হয়েছে জুনাদা! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
চ্যাটরুম খোলা 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মস্তিষ্কের চেয়ে হৃদয়কে প্রাধান্য দিতে গিয়ে অবস্থা কেরোসিন।
এই ফাঁদে পা দিয়েছে আরো অনেকেই! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
চ্যাটরুমের নাম দেয়া হোক আলাপ
এখনও সেরা খেলোয়াড়ের তালিকা দেখিয়ে আমাদের কষ্ট দেয়া কেন 🙁 :-/ :-/ :-/
পুরাদস্তুর বাঙ্গাল
=)) =)) =)) =))
:chup: :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সেরা খেলোয়াড়রা কে কি পুরস্কার পেলো জানা হলো না তো।
লেখক পেয়েছে প্রিয় দলের জার্সি। আর সম্ভবত খেলার পুরস্কার ছিল প্রসাধনীর বাক্স। 😀 কার ছবিতে যেনো দেখলাম ওল্ড স্পাইসের কিট বক্স।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\