ম্যাচ ডে ৫: জার্মানী বনাম পর্তুগাল

গ্রুপ জিঃ জার্মানি বনাম পর্তুগাল
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এরেনা ফন্তেনোভা, সালভাদর
রেফারিঃ মিলোরাদ মাজিক (সার্বিয়া)
ম্যানেজারঃ জোয়াকিম লো (জার্মানি), পাওলো বেনটো (পর্তুগাল)

gerpor

সম্ভাব্য একাদশ ও ফরমেশনঃ

ger vs por

দলের খবরঃ

ইঞ্জুরির কারনে শেষ দুই ওয়ার্ম আপ ম্যাচে মাঠের বাইরে থাকা জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের এবং প্রাকটিসে ইঞ্জুরড হওয়া মিডফিল্ডার শোইয়েন্সটাইগার দুজনেই ইঞ্জুরি কাটিয়ে আজ মাঠে নামতে প্রস্তুত।

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও ইঞ্জুরি শংকা কাটিয়ে নিজেকে এই ম্যাচের জন্য ফিট ঘোষনা করেছেন।

ম্যাচ নোটসঃ

গ্রুপ পর্বের অন্যতম বিগ ম্যাচে পর্তুগালের সাফল্য অনেকটাই নির্ভর করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফর্মেন্স এর উপরে অন্য দিকে জার্মানী ঐতিহ্যগত ভাবে নির্ভর করবে তাদের পুরো টিম ওয়ার্কের উপরে। একেবারে শেষ মুহুর্তে রোনালদোর একক নৈপুন্যে বাছাই পর্ব উতরে আসা পর্তুগালের বিপক্ষে জার্মানীই ফেভারিট হিসেবে মাঠে নামবে। ক্রিশিয়ানো রোনালদো অসাধারন কিছু করে না ফেললে আমি এই ম্যাচে জার্মানীকে ২-১ গোলে জয়ী হিসেবে দেখছি।

পরিসংখ্যানঃ

> এই দুই দল এখন পর্যন্ত মোট ১৭ বার পরষ্পরের মুখোমুখি হয়েছে, যার ৯টিতে জার্মানী এবং ৩টিতে পর্তুগাল জয় পেয়েছে, বাকি ৫টি ম্যাচ ড্র। জার্মানী মোট গোল করেছে ২৫টি এবং পর্তুগাল ১৬টি।

> জার্মানীর এ ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ১০০তম ম্যাচ খেলছে।

> বিশ্বকাপে গত ১৮টি গ্রুপ ম্যাচের মধ্যে জার্মানী মাত্র একবার হেরেছে(১৩ জয়, ৪ ড্র) অন্যদিকে পর্তুগাল বিশ্বকাপে তাদের ৭ সাত ম্যাচে মাত্র একবার জিতেছে(৩ ড্র, ৩ হার )

> জার্মানীর স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ১৪ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় অবস্থান এ আছে, ১৫ গোল নিয়ে শীর্ষে থাকা রোনালদোকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র ২ গোল।

(পোস্টের সকল তথ্য ও ছবি কয়েকটি ব্রিটিশ সংবাদপত্র থেকে সংগৃহিত)

২,০৩৫ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “ম্যাচ ডে ৫: জার্মানী বনাম পর্তুগাল”

  1. রায়েদ (২০০২-২০০৮)

    আমিও ২-১ ধরছি। প্রেডিকশন খুব খারাপ যাচ্ছে। রিস্কগুলা কাজে লাগছে না। যেগুলো সেফ ভাবতেছি শেষ মুহূর্তের গোলে অনেক পয়েন্ট হারাচ্ছি। আর এখন তো কোন ম্যাচে দ্র দিতেও ভয় পাচ্ছি।

    এই ম্যাচের ফলাফল রোনালদোর উপর অনেকটা ডিপেন্ড করবে। গত দুই বিশ্বকাপে আর্জেন্টিনা, ২০০৬ এ পর্তুগালকে হারিয়ে ৩য় হওয়া, আর গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো হচ্ছে জার্মানির বড় ম্যাচ জেতার পরিসংখ্যান। ইংল্যান্ড যদিও বিশ্বকাপে বড় ম্যাচে এম্নিতেই সবসমই ফ্লপ। জার্মানির ফিনিশিংয়ে দুর্বলতা দেখা যেতে পারে। শোয়াইন্সটাইগারকে ভাল খেলতে হবে এই ম্যাচে যদি জার্মানিকে জিততে হয়।

    পর্তুগাল মনে হচ্ছে রক্ষনাত্মক খেলবে। কোন রকমে রক্ষণ সামলে কাউন্টার এটাকে রোনালদোকে বল দিয়ে ওর ম্যাজিকের জন্য অপেক্ষা করা। রোনালদো গত ২-৩ বছর প্রেশারে খুব ভাল খেলছে, যেটা আগে ছিল না।

    এই ম্যাচ খুব ই গুরুত্বপূর্ন। কারণ গ্রুপের বাকি দুইটা টীম অঘটন ঘটানোর মত টীম। বিশেষ করে ঘানার সাথে পর্তুগালের ম্যাচটাও হবে দেখার মত।

    ঘানা কিন্তু বিশ্বকাপে সবসময় ভাল খেলা উপহার দিয়েছে। গত দুই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে ব্রাজিল আর উরুগুয়ের সাথে তারাই বেটার খেলেছে। উরুগুয়েকেতো সুয়ারেজ হ্যান্ডবল করে বাঁচালো। আমার কাছে ওই হ্যান্ডবল ম্যারাডোনারটা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে।

    আশা করি ইংল্যান্ড ইতালির মত একটা ভাল ম্যাচ হবে।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ম্যাচ ডে ফাইভ এ এসে আজকে প্রথম ড্র দেখবো বলে আশংকা করছি। এমনকি একদিনে একাধিক ড্র হতে যাচ্ছে বলে আমার ধারনা... দেখা যাক! 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. মোকাব্বির (৯৮-০৪)

    কোন এক রিপোর্টে মজার একটা কথা বললাম, জার্মান কোচ বলেছেন পর্তুগাল হোমগ্রাউন্ডের সুবিধা ভোগ করবে, কারণ যেখানে খেলা হচ্ছে সেটা ব্রাজিলের প্রথম পর্তুগীজ উপনিবেশ ছিল। লোকালরা চোখবন্ধ করে পর্তুগাল।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    জার্মানরা আজকে কয়টা দেয় এটাই এখন দেখার বিষয় 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    জার্মানীর ওভারঅল খেলা তেমন ভাল লাগছে না, মে বি বেশি রিল্যাক্স হয়ে গিয়েছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    গত ম্যাচের চেয়ে এই ম্যাচ দেখে বেশি মজা পাচ্ছি, কোয়ালিটি কম, কিন্তু গতি অনেক বেশি 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    গত ম্যাচের গোলের অভাব পূরন করতে এই ম্যাচে মাত্র ৩২ সেকেন্ডেই গোল 😮


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।