ব্লগে আমার পোস্টের সংখ্যা মাশাল্লাহ কম না। খেলাধূলা আর দিনলিপির নামে খাচ্ছি-দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি টাইপের বকর বকর করেই এসব পোস্টের পাতা ভরেছি। এতদিন পরে ভাবলাম একটু বৈচিত্র আনা দরকার, তাই এই ছবিব্লগ।
প্রথমেই বলে নেই আমার ফটোগ্রাফি এই ব্লগের মূল উদ্দেশ্য না, আর এখানের সব ছবি আমার নিজের তোলাও নয়। (মূল ফটোগ্রাফারের নাম ও অনুমতি সাপেক্ষেই ব্যবহার করছি)
ফটোগ্রাফি সম্পর্কে আমার আগ্রহ এখন পর্যন্ত ফেইসবুক, বিভিন্ন ব্লগ আর সাইটে দারুন দারুন সব ছবি দেখে হা করে তাকিয়ে থাকা আর মনে মনে ভাবা একদিন আমিও… পর্যন্তই সীমাবদ্ধ। প্রথম দিকে কিছু কিছু ছবি প্রায় অতিপ্রাকৃত মনে হত। পরে জানলাম HDR কাহিনি। বিস্তারিত কিছু জানা নেই, শুধু জানি সফটওয়্যার দিয়ে সাধারন ছবিকেও দারুন করে তোলা যায়। তাই যখন গরীবের HDR ধরনের একটা সফটওয়্যার খোঁজ পেলাম তখন সেটা নিয়ে হালকা ঘষামাজা করার লোভ সামলাতে পারলাম না। আর এর ফলাফল হলো আজকের এই ছবিব্লগ। আর কথা না বাড়িয়ে ছবিগুলো দেখা যাক।
-
এই ছবির ফটোগ্রাফার আমার বউ। আমার ছয় তলার রুমের বারান্দা থেকে তোলা। এই বর্ষাকালে বারান্দায় বসে ঝড় বৃষ্টি দেখা দারুন উপভোগ করি।
-
এই ছবির ফটোগ্রাফার আমার বন্ধু খায়ের। সিলেটের সারি নদীতে নৌকায় করে লালাখালে যাওয়ার পথে। সামনে লালাখালের ঘাট আর পেছনের পাহাড় সীমান্তের ওপারে। তবে সত্যি কথা বলতে এডিটের পরেরটা থেকে নদীর পানির আসল রংটাই ভাল ছিল।
-
এটা আমার নিজের তোলা। সারি নদীতে নৌকা ভ্রমন।
-
পতেঙ্গা সৈকতে সূর্যাস্ত, আমার তোলা।
-
কক্সবাজারে সূর্যাস্ত, ফটোগ্রাফার আমি।
-
জাফলং এর পথে…
-
গোধূলী, সিলেটের কোথাও। আমার তোলা।
সফটওয়্যারের কেরামতি বোঝানোর জন্য একটি মূল ছবি দিয়ে দিলাম।
এবার যে যাদুর কাঠির ছোঁয়ায় এগুলো বদলে গেল তার খোঁজ দিয়ে যাই। মূল সফটওয়্যারটির ওয়েবসাইট এখানে পাওয়া যাবে। আর সরাসরি ট্রায়াল ভার্সন (ফ্রি) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আমি এটাই ব্যবহার করেছি।
শুভেচ্ছা।
আহসান ভাই ছবি গুলো সুন্দর।
চালিয়ে যান।
-শাওন
ধন্যবাদ শাওন, তবে চালিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত না 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দারুন ছবি.........আমি এখন শুধু অপেক্ষা করছি আগামি সপ্তাহের। আমার Nikon D3000 এর জন্য 😀
ধন্যবাদ রেজওয়ান, কিন্তু মনে রাখিস, It's not the camera, it's the man behind the camera. :-B
এই ছবিগুলো সব সনির সাধারন ডিজিটাল ক্যামেরায় তোলা B-) B-) B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
::salute::
মামা জীবনটা এনজয় করলা :boss: :boss:
আর এনজয়... জীবন তেজপাতা। আর এনজয় কে করছে তা তো তোর ব্লগ পইড়াই বোঝা যায় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :just: ::salute::
সারোয়ার
:hug:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যতোদূর জানি HDR ছবির জন্য একই সিনের দুই-তিনটা এক্সপোজার সেটিং-এর ছবি লাগে। একটা সিংগেল এক্সপোজারের ছবি দিয়াও HDR করা যে যায়- জানতাম না। 🙂
ছবি ভালো লাগছে। 🙂
কিরে তোরা জামাই বৌ দুইটাই একসাথে নেটে কি করিস?
সামনাসামনি কথা বলতে বলতে বোর হয়ে নেটে চ্যাটিং করছিস নাকি।
কেমন আছিস তুই অনেকদিন লেখিস না।
আছি ভালোই দোস্ত। তোর কি অবস্থা? রিসার্চের কাজে ব্যস্ত ছিলাম। এখন রিসার্চ বাদ দিয়া কম্প্রিহেনসিভ পরীক্ষার প্রস্তুতি নেই। বুঝতেই পারতেছস, রিসার্চের মতো এক্সাইটিং কিছু না। দশ মিনিট পড়লে বিশ মিনিট বইসা থাকি। আর আমি ইউনিভার্সিটি, ও বাসায়। 🙂
বললাম না, HDR সম্পর্কে আমার আইডয়া শূন্য। নিতান্ত আনাড়ির মত কিছু অপশন ক্লিক করে এই অবস্থা। বেশিরভাগই অটো হয়ে যায় 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সুন্দর ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নাহ, আকাশদা দেখি সিরাম ছবি তুলছেন।
২,৩,৫,৭- ভালো পাইলাম।
অফটপিকঃ বস কয়েকটা ছবি দেখে কিন্তু HDR বুঝা যায় নাই। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাঙ্কু 🙂
HDR এর কিছুই আমি বুঝি না, যত টুকু বোঝা গেছে বা যায় নাই পুরাটাই সফটওয়্যারের কেরামতি :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খাইসে..পাইনসা ছবিটারে এইচডিয়ার কইরা কি ফকফকা বানায়ালাইসেন! :boss:
আরে বন্য যে 😮 কই ছিলি এতদিন ?
ছবিতে যাই হইছে পুরাটাই সফটওয়্যার বাবাজির কেরামতি 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ছবিগুলো দেখতে ভাল লাগছে। সুন্দর হইছে। এইচডিআর বিষয়ে - এ জব ওয়েলডান 🙂
আমার বন্ধুয়া বিহনে
অনেক ধন্যবাদ রাব্বী ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চমৎকার সৃজনশীলতা 'আকাশ'। নিজেকে নিয়ে খেলেছো ভালোই! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ লাবলু ভাই 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশদা, আপনাকে বাংলা নাটকের হাসান মাহমুদের মত লাগতেছে প্রোফাইলের ছবিটাতে... 😛 😛 😛 😀 😀
রঞ্জনা আমি আর আসবো না...
হাসান মাহমুদটা কে আবার? নতুন কোন হিরো নাকি :-/ :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দুঃখিত, হাসান মাসুদ... :-B :-B
রঞ্জনা আমি আর আসবো না...
ঢাকা থেকে সারি নদীতে যাওয়ার উপায় কি?
শামীম মুরাদ
মুরাদ ভাই, প্রথমে ঢাকা থেকে সিলেট যেতে হবে। সেখান থেকে গোয়াইন ঘাট, শহর থেকে জাফলঙ্গের দিকে যেতে ঘন্টা খানেকের পথ, সিলেট-জাফলং রোডের উপরেই, নদীর উপরে একটা ব্রীজ আছে ঐ ব্রীজের নিচেই ঘাট। সেখানে ইঞ্জিনে চলা ছইওয়ালা নৌকা পাবেন। আর ব্রীজের ওই পাশে আছে স্পীডবোটের ঘাট।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সফটওয়ার দিয়া এইচডিআর, ক্যামেরা পিউরিস্টগুলা দেখলে পিটাইব
ফটোগ্রাফির 'ফ' ও জানিনা বললেই চলে... তাই তো এই শর্টকাট সিস্টেম 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: