দাওয়াতের পরে দাওয়াত

প্রিয় সিসিবিবাসি,
এতদ্বারা সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে, আগামী শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেনাকুঞ্জে আমার আয়োজিত হতে যাচ্ছে। উক্ত অনুষঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রন জানানো হলো।

একই দিন দুপুরে একই স্থানে আয়জিত হতে যাওয়া মেজবানে আশাকরি অনেকেই যোগ দেবেন। তাদের জন্য একতি বিশেষ্ প্রস্তাবনাঃ আপনারে মেজবান শেষে এ্লাকা ত্যাগ না করে পরবর্তী কিছু ঘন্টা বিভিন্ন শারীরিক কসরতে ব্যস্ত থেকে মেজবান হজম করে এ আয়োজনে যগ দিয়ে ২য় ইনিংস শুরু করে দিতে পারেন।

সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একদম শেষ মুহুর্তে এই আওয়াজ তলার জন্য (বিভিন্ন আমলাতানন্ত্রিক জটিলতার কারনে)। আর বিশেষ করে শ্রদ্ধেও সিনিয়রদের কাছে, দু’দফা মোবাইলের সাথে সব মোবাইল নম্বর হারিয়েছি, যে কারনে কাউকেই সরাসরি আমন্ত্রন জানাতে পারলাম না।

শুভেচ্ছা

৮৩৭ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “দাওয়াতের পরে দাওয়াত”

  1. রকিব (০১-০৭)

    স্কাইদা, অভিনন্দন। অবশ্য দাওয়াতটা কোলকাতায় হবে এমনটা ভেবেছিলাম। দাওয়াত খেয়ে গড়ের মাঠের পাশে খানিকক্ষণ মাস্ফ্যুদারে নিয়ে হাওয়া খাবো... ব্যাপার না 😛

    একটা প্রশ্নঃ
    আগামী শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেনাকুঞ্জে আমার ___ আয়োজিত হতে যাচ্ছে।
    শূন্যস্থানে কি বসবে এখনি না বলে দিলে ঝাতি কিন্তু নিজের খুশি মতো বসিয়ে নিতে পারে 😉


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    স্কাইদা, অভিনন্দন। অবশ্য দাওয়াতটা কোলকাতায় হবে এমনটা ভেবেছিলাম। দাওয়াত খেয়ে গড়ের মাঠের পাশে খানিকক্ষণ মাস্ফ্যুদারে নিয়ে হাওয়া খাবো… ব্যাপার না

    একটা প্রশ্নঃ
    আগামী শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেনাকুঞ্জে আমার ___ আয়োজিত হতে যাচ্ছে।
    শূন্যস্থানে কি বসবে এখনি না বলে দিলে ঝাতি কিন্তু নিজের খুশি মতো বসিয়ে নিতে পারে

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন আকাশ ও রিমি।

    শুক্রবারের কর্মসূচি :
    ১. দুপুর ১২টা- বেলা ০৫টা: স্থান: সেনাকুঞ্জ; ক্যাডেট কলেজ ডে'র মেজবান
    ২. দুপুর ০২টা- সন্ধ্যা ০৬টা: স্থান অফিসার্স ক্লাব; এক ক্যাডেটের বিয়ের সম্বর্ধনা
    ৩. সন্ধ্যা ৬টা- রাত ১০টা: স্থান: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র; মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০
    ৪. সন্ধ্যা ৭টা (?)- রাত ১২টা (?): স্থান: সেনাকুঞ্জ; আহসান আকাশের বিয়ের সম্বর্ধনা

    গত শুক্রবার একটাও দাওয়াত ছিল না! সারাদিন বাসায় গড়াগড়ি খাইলাম। তোমার ভাবী একবার জিগাইলো, আচ্ছা আজ কোনো দাওয়াত নাই!! বোঝো অবস্থা ~x( আর এইবার যেন সবাই পরিকল্পনা করেই এই অবস্থা তৈরি করেছে!! সব ষড়যন্ত্র!! আর তোমাদের এমপিরা তো রাইত ১১টার পর আবার সংরক্ষিত এলাকায় ঢুকতেও দেয় না! কি যে করি? 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. সামীউর (৯৭-০৩)

    অভিনন্দন আকাশদা ও রিমি বৌদি
    শুক্রবারের কর্মসূচী
    সকাল ১১.০০টা- সুদূর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ অফিসের উদ্দেশ্যে বাসা হইতে প্রস্থান
    আনুমানিক ১২-৩০ নাগাদ অফিসে পদার্পণ, কর্মে মনোনিবেশ এবং স্লাগ ( সাংবাদিকতার ভাষায় এজেন্সি কপিকে তাহাই বলা হয়, কেন জানি না) করণ, এবং স্লাগ করণ, আরো স্লাগ করণ এবং রাত্রী ৮ ঘটিকায় ডেস্ক হইতে গাত্রোত্থান করিয়ে অফিস ট্রান্সপোর্টের মাননীয় সিও সাহেবের অনুমতির অপেক্ষা ও তৈলমর্দন। ড্রাইভার সাহেবের সদয় সম্মতি হইলে গাড়ী চলনঃপূর্বক বসুন্ধরা সিটিতে আগমণ, এবং সেখান হইতে আবারো মগবাজারস্থ নিজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা। সদয় রিকশাচালকের সুমতি ও সম্মতি হইলে রিকশাযোগে নইলে ৬ নম্বর বাসযোগে বাসায় আগমণ, রাত্রী ১০-০০নাগাদ।
    (উক্ত দৈনিক কর্মসূচী সোমবার বাদে সপ্তাহের যেকোন দিনের জন্য প্রযোজ্য, এবং বিশ্বকাপের দেড় মাস সোমবারও যোগ করিতে হইবেক)

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আজ রাতে কয়েকজন বন্ধু মিলে যশোর যাচ্ছি... 😀

    যাই হোক, আমি না থাকলেও আমার শুভ কামনা তোদের সঙ্গে থাকবে... :-B
    হেপি ম্যারেজ-নর্থ ইটিং... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।