দিন বদলের ছোয়ায় এবার সামিল হয়েছে আমাদের ক্রিকেট টিম। শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে প্রায় অস্বম্ভব এক স্বপ্ন দেখাচ্ছে তারা। ৪র্থ ইনিংসে ৫২১ রানের অতিমানবীয় এক টার্গেট সামনে রেখে যেভাবে ব্যাটিং করছে, মোকাবেলা করছে মুরালিধরণকে,অন্য যে কোন দেশ এমন কি স্মিথ এর সাউথ আফ্রিকাও তা করতে পারলে গর্বিত হয়ে যেত, প্রথমে আশরাফুল, তারপর সাকিব, মুশফিক…আশা করছি আমাদের টেইল এন্ডাররাও তাদের সর্ব্বোচ্চ ঢেলে দেবে জয়ের উদ্দেশ্যে। সে পর্যন্ত না পৌছাতে না পারলেও তাদেরকে অভিনন্দন এখন পর্যন্ত যে লড়াই তারা করে যাচ্ছে তার জন্য। আশা করি পরবর্তি ম্যাচগুলোতে তারা এর ধারাবাহিকতা বজায় রাখবে।
good luck bangladesh
২৬ টি মন্তব্য : “খুব ভয়ের সাথে স্বপ্ন দেখছি বাংলাদেশের জয়ের…”
মন্তব্য করুন
আর দেইখা কাম নাই, সবডি গ্যাছে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তয় ফাইটটা খুব ভালো হইছে। সাবাশ সিসিবি।
আরে দূর কি কই, সাবাশ বাংলাদেশ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁
হমম, শেষ পর্যন্ত আর পারলো না, তবে অসাধারন ফাইট দিয়েছে, এখন শুধু দরকার ধারাবাহিকতা বজায় রাখা...যেটা বাংলাদেশ ক্রিকেক্টের সবচেয়ে বড় সমস্যা।
সাকিব এর সেঞ্চুরি পাওয়া উচিত ছিলো, খুব ভাল খেলেছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
x-( আকাশ ভাই কুফা।সাকিব ইন্সাইড এজ হয়া আউট হওয়ার সাথে সাথে সবডি শ্যাষ।গিরগিরায় গেলো গা।অনেক গুলা কি করিলে কি হইত মাথায় আসতেছে কিন্তু কমু না-বরাবর তো আফসোসই লগে থাকে।
তয় এইভাবে হারায় খুব একটা দুষ্ক নাই-এই যা সান্তনা।
আমি নিজেই কথাটা বলতে চাচ্ছিলাম, তুমি আগেই বলে দিলা, আসলেই মনে হচ্ছে আমি কুফা। 😡 😡 😡
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইশশশশ, বেচারা সাকিবের জন্য খুব খারাপ লাগছে। আর বাকী যা হয়েছে তাতে বলাই যায়
Well Done Bengal Tigers
নাহ! ভালোই খেলল।
শুধু ছোট গল্পের মত শেষে অন্তরে একটা অতৃপ্তি রয়ে গেল।
এই ম্যাচ ম্যাচ না,
আরো ম্যাচ আছে।
আশরাফুলসহ বাকিরা একটু ধইরা খেলা শিখলেই হয় এখন।
আর কত ম্যাচ মামা?বুইড়া হয়া গেল খ্যালতে খ্যালতে x-(
আছে তো ভরসা ম্যাচ............ভিজলেও জ্বলে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =)) =))
=)) =)) =)) =)) =))
সাকিব ম্যান অব দ্যা ম্যাচ হইছে। :clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap:
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
জেতাটাই বড় কথা নয় ......... ম্যাচিউরড অংশগ্রহণই বড় কথা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হু।
তবে আশরাফুল ভালো খেললেই বাংলাদেশ ভালো খেলে এইডা আবার প্রমাণ হইলো। এইডা থেইকা বাইরা হয়া আসতে হবে। সাকিব ছাড়াও আরো দুইয়েকটার দাড়ানি উচিত আছিলো (রাকিবুল, মেহরাব)
সেকেন্ড ইনিংসে মুরালির ৪৫ ওভার কাটানিও কম না কিন্তু :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
হইছে।সাকিব আরেট্টু ধইরা খেললে আর আশ্রাফুল সেঞ্চুরির পর আরো কিছউ রান করলে ম্যালা কিছুই হইত।এইসব ভাইবা লাভ নাই মামা,খালি কষ্ট। 🙁
টিটো ভাই, এই ডায়ালগ দিয়া আর কইদিন চালাইবেন???? x-(
ব্যাট চালাইছে সাকিবে...বল চালাইছে মুরালি...আঙুল চালাইছে আম্পায়ার ..........আমি আবার কি চালাইলাম 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাল খেলেছ, আরও ভালোর প্রত্যাশায়...
---খালেকের বড় চাচার মামাত ভাইয়ের ফুফার দুঃসম্পর্কের বন্ধুর ভাগ্নের ছোট ভাই!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাকিব তো সেঞ্চুরি মারতে পারল না...কিন্তু আমি দেখতাসি ব্লগে সিলেটের সেঞ্চুরিটা কে মারে...
সাবাস সিলেট চালিয়ে যাও...... :clap: :clap: :clap:
Sri Lanka may have won by 107 runs but the moral victory was with Bangladesh.
মামা-ভাইগ্নারা,ক্রিক ইনফো সাইটের এই লাইন পইড়া বুক ফুইলা উঠসে গর্বে।সাবাস টাইগার্স!!!
এই লিঙ্ক গেলে পাবেন পুরা আর্টিকেলঃ
http://content-ind.cricinfo.com/bdeshvsl/content/current/story/384811.html
হইল না। 🙁
আরো একটা ইসসসসসস... ~x(
আহসান ভাই, আপনার কিন্তু ক্রিকেটারদের কমান্ডো ট্রেনিং নিয়া ব্লগ লেখার কথা ছিল। :dreamy: