“সবুউউউজ, ঐ সবুজ।”
“কি?”
“কই যাস?”
“শ্যাখেগো বাড়িত যাই।”
“ক্যা?”
“কাম আসে।”
“কি কাম?”
“হেইডা তর দরকার কি?”
“না ভাল লাগতাসে না। আয় কুতকুত খেলি”
“নাহ। মাইয়া মাইনশের খেইল খেলতাম না”।
“ক্যান? কি হইসে? গোসস্যা করসস?”
“গোসস্যা করুম ক্যান”
“তাইলে?”
“শ্যাখেগো বাড়ি যাইবার কইসে বড় আপায়। হের বই রইসে শরীফ বায়ের-তে। আনতে হইবো।”
“আইচ্ছা যা। আইবি কহন?”
“যামু আর আমু।”
“তাইলে আমি তর লগে যাই?”
“না। আপায় কাউরে নিতে মানা করসে। নাইলে শরীফ বাই বই দিত না।”
“তাইলে আমি এইহানে খাড়াই?” … “কি হইল, কতা কস না কেন?”
“না, তুই যা গা। আমার ফিরতে দেরি হইব। শরীফ বাই দেহা হইলেই কাম করতে কইব। আমার আইতে দেরি হইব।”
“এই না কইলি যাইবি র আইবি?”
“না, আইজকা হে ক্যালাশে যায় নাই। এহন গেলাম”
… … …
“কীরে সবুজ, এত দেরি করলি কেন?” … “কি চুপ কেন? বাপে আইজকাও মারসে?”
“নাহ, হিহিহি, মারবো কেন?”
“হুন। এই নে তর আপার বই। সাবধানে লয়া যাইবি। কাইত করবি না।”
“কাইত করলে কি হইবো?”
“কাইত করলে বইয়ের যেই পাতাগুলা ভাজ কইরা দিসি, খুইল্যা যাইতে পারে, এই দ্যাখ, দ্যাখসস ভাজ, এইগুলা পরতে হইবো, ভাজ গেলেগা তর আপায় এডি আর পাইতো না”
“ওহ, আইচ্ছা।”
“এক কাম কর, বই রাখ, সলীল কাকুর দোকানতে আমারে দুইডা স্টার আইনা দিয়া ল। এই ল ট্যাকা। জলদি দউরা।”
“আইচ্ছা”
… … …
“সলীল কাকু, ২টা স্টার দেও।”
“কার লিগা?”
“শরীফ ভাইয়ের লেইগা”
“কলেজ-এ পরে পোলাপাইন, বড় হয়া গেসে, এই ল”
“এইযে ট্যাকা”
“এই ল ট্যাকা, কইস এর আগে অরতে আরো ৩টা স্টার-এর দাম পাইমু, দিয়া দেয় যেন”
“আইচ্ছা”
… … …
“শরীফ ভাই, এই লও। কাকুয়ে কইসে, তুমার তে বলে হে ৩টা স্টার-এর দাম পায়, তারাতারি দিয়া দিতে”
“এইডা আবার তরে কইসে? বুইরা শালায় মানুষ হইব না।”
“এহন দেও, বই দেও”
“এই ল”
“আমি গেলাম”
“আইচ্ছা যা”
… … …
“কিরে সবুজ, কি বই রে”
“দেখ মিনা, তরে আগেও কইসি, এখন আবার কইতাসি, পরে কথা কমু নে, আপায় বই-এর লেইগা অস্থির হয়া আসে, হের বলে পরশু কি পরীক্ষা আসে”
“এমুন করতাসস কেন? আমার লগে তর কিসের গোসস্যা? কাইলকাও ত কত সুন্দর কথা কইলি, আইজ কি হইসে তর?”
“কিসু না”
“দারা দেখি কি বই”
“আরে করস কি? বই-য়ের ভাজ জাইবো গা”
“এইডা কি দেখসস? চিডি, হিহিহি…যা ভাবসিলাম, দারা পড়ি”
“না। এইকাম করিস না”
“খারাস না, দেহি কি লিখসে”
“না পরিস না, দে আমারে দে ওইডা”
“আইচ্ছা, এক শর্তে, তুই আমারে কইবি আমার লগে ঠিক মত কতা কইতাসস না কেন”
“আইচ্ছা দে”
“এহন ক।”
“দেখ মিনা, কামডা তুই ভালো করলি না, এহন যদি আপায় পরীক্ষার পড়া না পায়, তাইলে মাইরা লাইবো।”
“পরীক্ষা না সাই, এইডা হেগো ফ্রেমের চিডি লেহার আর পাডানির সিসটাম, কি কস না ক্যা, আমার লগে তুই গোসস্যা করসস কেন?”
“হইলে হইবো, আমি গেলাম, আপায় আমারে আইজকা মাইরা লাইবো।”
“তুই কিন্তু কইলি না।”
“বিয়ান বেলায় কমু নে।”
“না এহনি ক।”
“আগে আমি যাই, আপায় খারায় রইসে, দেরি হয়া গেসে, পরে কমু।”
“কসম?”
“কসম”
“বিয়ান বেলায় আইস এইহানে, আমি থাকুম, তর তে হুনুম তর কি হইসে”
“আইচ্ছা, তুই খালি আল্লাহ আল্লাহ কর যেন আপায় না মারে”
“না মারতো না, দেহিস, ভাজ করার কতা কিসুই জিগাইবো না, হিহিহি”
… … …
[সাপ্তাহিক ভাবে চলবে]
৩০ টি মন্তব্য : “বৃহদাঙ্গ”
মন্তব্য করুন
🙂 🙂
তবে মূলা পার্টি দেইখা যারপরনাই নাখোশ হইলাম। 🙁 🙁
তবে লেখা আকর্ষণীয়,পরের লেখার অপেক্ষায় থাকলাম ভাই।
🙂 🙂
R@fee
রাফি,
মূলার জন্য দুঃখিত। এটাকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু, একবারে সম্ভব নয়, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায় 🙂
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই নামের শানে-নুযুলটা বর্ণনা করলে ভাল হইত।
R@fee
বৃহৎ + অঙ্গ
সন্ধি বিচ্ছেদ করলাম, শানে নূজুল শুনলে গল্প পড়া লাগবে না 🙂
ভাই কি অশ্লীল কোন ইঙ্গিত দিতেছেন নাকি????? :grr: :grr:
আমি কিন্তু প্রথমে এই জাতীয় কিছুই অনুমান করছি,কিন্তু সাহসে কুলায় নাই। B-) B-)
R@fee
অশ্লীল কিছুই নয়, সময় হলেই জানা যাবে, :))
রাফি,তোর মনের মইধ্যে হইলো কুটকুটি x-(
ভাল চলছে... বেশ আকর্ষনীয় ভংগী। পরের পর্বের অপেক্ষায় থাকলাম 😀 =)) :clap:
ধন্যবাদ মেহেদী
ভাষাটা খুউউউউউউউব পসন্দ হইসে 😀 😀
ভালা লাগতাসে পড়তে :thumbup: :thumbup:
হুমায়রা, ধন্যবাদ।
দিলেন তো মূলা ঝুলায়ে! 🙁
লেখাটা ভালো লাগতেছে রুম্মান ভাই। পাকনা পোলাপাইনের গল্প পড়তে সবসময়ই ভালো লাগে! 😀
তানভীর, কয়টা ডিগবাজি দিবি চিন্তা কইরা দেখ
আমি অন্য দিকে তাকাইছি 🙁
আফতাব ভাই, ভুল হইয়া গেছে। 🙁 :frontroll: :frontroll:
মাফ কইরা দেন।
মাস্ফু, তুই অন্য দিকে না তাকাইয়া আমার সাথে দেখা কইরা যা। আর কি নিয়া আসতে হবে জানোসই তো
জিন্সের লুঙ্গি :grr:
সিসিবিতে ইদানীং বেশি বেশি মূলা পার্টির ছড়াছড়ি ।
আফতাব ভাই(ভাই ডাকতে কেমন কেমন লাগতেছে,আমার বাপজানের নাম কিনা! তৌফিক ভাই এর ব্লগরোল এর কথা মনে পড়ে গেল !)লেখার ভঙ্গি খুব ভাল্লাগছে।সাপ্তাহিক না হয়ে দৈনিক হলে আরো ভাল্লাগতো । অপেক্ষায় থাকলাম
জেরিন, আবারো মূলার জন্য দুঃখিত। ভঙ্গি ভালো লেগেছে শুনে ভালো লাগলো। দৈনিক সময় করতে পারি না, তবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবো।
চালায়ে যান বস......গ্রাম্য সমাজ তো আবার বন্য :grr: :grr:
গ্রাম্য সমাজ বন্য নয়, বড়ই সরল, দৃষ্টিভংগির ব্যাপার 🙂
চলুক
সহমত :grr: :khekz:
অফটপিক : মূলা পার্টির ব্যান চাই :bash:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
সহমত, 😛
চলুক :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
খুব ভাল লেগেছে ভাইয়া। ভাষাটা কি ময়মনসিংহের দিকের?
কেমন যেন জীবন থেকে নেওয়ার গন্ধ পাচ্ছি 😛
হুমম
আজকেই পাত্তা লাগাইতে হবে :grr:
চলুক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup:
এক সপ্তাহ তো হইয়া গেছে। আফতাব ভাই আপনে কই?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।