বিকেলের আড্ডায় আব্দুন নাফি-
বলে মামা তাড়াতাড়ি দেও চার চা-ফি
সাথে থাকে রুম্মান, আমি আর মরা,
ওই তোরা ৩ টা বেনসন ধরা।
জ্বলন্ত বেনসন-এ দিয়ে সুখ টান-
গুন গুন করে মরা ধরে এক গান।
কথা চলে নোয়া আর ভপ্পিকে নিয়ে
টিউবলাইট তজিমের কান্ড হাসিয়ে
পুশি এসে যোগ দেয় কিছুখন পর-
চল খাই চল যাই ফুসকা-র ঘর।
শুনো মামা ফুসকাতে ঝাল দিও বেশি,
ঝাল খেয়ে হু্ঃ হাঃ তবু মোরা খুশি।
এর পর রাত আসে বাড়ি ফেরা পালা-
বাই বাই গুড বাই, দোয়া চাই শালা।
১৮ টি মন্তব্য : “আড্ডা”
মন্তব্য করুন
=))
🙁 🙁
মন খারাপ কেন ?? ভাইয়া >?? 😕
চমেৎকার চমেৎকার :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
হুজুরের মতে অমত কার? ;)) ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বল একদম বাউন্ডারী পার :gulti:
খুব ভালো লিখছো মাশহার :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দারুণ কবিতা খুব ই ভালো লাগলো 😀 😀
Kobte jottil hoise.....
খুব মজা পাইলাম। :)) :))
এরকম ছড়া আরও চাই মাশহার।
ভালো লিখেছো ভাইয়া। 🙂
মজা পাইলাম খুব । :)) :))
মাশহার, এরকম ছড়া আরও চাই । 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, আমার কমেন্ট কপি-পেস্ট কইরা পরে কিছু শব্দ এদিক-ওদিক করার কষ্টটুকু করায় আপনাকে ধন্যবাদ। 😀
এই সামান্য জিনিসটা চোখে পড়লো আর যে এক্সট্রা একটা [ 😀 ] ইমো যোগ করলাম ব্যাপক কষ্ট করে সেটা চোখে পড়লোনা, নাহ, ইন্সাফ বইল্যা কিছু আর থাকলোনা রুমকির বাপের ডিসকোনারিতে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনি এত্ত বড় কমেন্ট কষ্ট কইরা লিখলেন? 😮
এজন্য আপনাকে :salute: 😀 😀
ভাইয়া তুমি কমেন্ট করেছো??? 😮 একি সত্যি, নাকি স্বপ্ন দেখছি??? :-B
তাও আবার এক লাইনের না, তোমাকে তাই তানভীর ভাইয়ার মত :salute: দিলাম, সাথে :gulli2: ;))
😀 😀 ....
আমার কলেজ এ থাকার time-এর কিছু ছড়া লেখা আছে। ওই গুলা পোষ্ট করব।
ভাই ভালো লিখছেন..মজা পাইছি...
ছড়া আমার বরাবর-ই ভালো লাগে...
এবারও তার ব্যতিক্রম হয়নি...
ভালো লিখেছো...
কলেজের গুলোও তাহলে নামিয়ে ফেলো...