এক চুমুকে চা শেষ করে, কষে দেবো বক্তৃতা
হাত-পা খিঁচে, ঝাড়বো কেশে- রাজনীতির ঐ ছককথা।
ডিম-পরোটা, ডাল-ভাজি, সাথে কলিজা আর লটপটি
সকাল বেলার নাস্তা আমার, মিষ্টি-ঝালে চটপটি।
পেটটি আমার খালি গেলে- হারিয়ে ফেলি কথার খেঁই
কথার ঝাঁঝে আগুন জ্বালাই- পড়লো পেটে খাবার যেই।
‘আগুন জ্বালো’, ‘আগুন জ্বালো’- জ্বালাই আগুন চারিধার
দিচ্ছে আলো প্রদীপখানা, গোড়ায় কিন্তু অন্ধকার।
মাস পেরিয়ে বছর গেলো, দিইনে টাকা কেন্টিনের
চায়লে টাকা মধু ভাইয়ে, হাতটি গোটাই আস্তিনের।
হল দখলের শক্তি খেলায় পেশীর জোরে কুপোকাত
করতে আমার নেই যে জুড়ি প্রতিপক্ষের মুন্ডুপাত।
এক ইয়ারেই পাঁচটি বছর, পড়ালেখায় আদু ভাই
কলাভবন, টিএসসিতে সদলবলে চষে বেড়াই।
‘লাইলী’ ধরা সহজতো নয়, মজনু হবার ভান করি
লম্ফ দিয়ে, দৃষ্টি কেড়ে, হেঁড়ে গলায় গান ধরি।
জামার নীচে ‘মালটি’ গোঁজা, বেরতো সেটা করতে বারণ
ফট করে তা বের যে করি- কারন নাকি অকারন।
রাজাধীরাজ ভাবখানা মোর, হবেই বা না কেন তা?
নেত্রী বড্ড স্নেহ করেন, আমি যে তার ছাত্রনেতা।
আব্দুর রহমান আবিদ
রচনাকালঃ মে, ২০১০
😀
:boss: :boss:
জটিল ।
প্রথম হওয়ায় অভিনন্দন মশিউর। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
জটিল । :boss: :boss:
মন্তব্যের জন্যে ধন্যবাদ, নাজমুল।
কঠিন B-) :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ মন্তব্যের জন্যে আশহাব।
ভাইয়া জটিল, :hatsoff:
মন্তব্যের জন্যে ধন্যবাদ, ওমর।
:boss: :boss: :boss:
মাঈনুল, মন্তব্যের জন্যে ধন্যবাদ।
:boss: :boss: :boss:
ধন্যবাদ মন্তব্যের জন্যে, অরপিয়া।
:boss:
চ্যারিটি বিগিনস এট হোম
মন্তব্যের জন্যে ধন্যবাদ, আহমদ।
...........সিরামমমমম হইছে ভাইজান। :clap:
...........বিয়াপক মজা পাইলাম।
"………..বিয়াপক মজা পাইলাম।"
তা জেনে বিয়াপক খুশী হলামরে ভাই।
এর আগে আপনার ব্লগ কখনো পড়া হয়নি। নানাকারণে মাঝে মাঝে আসা হয়ে ওঠেনা।
মেডিকেল, বুয়েট, ভার্সিটির এই ছাত্রনেতাদের দেখে দেখে কত যে অভিসম্পাত দিয়েছি নিজের ভাগ্যকে আর আমাদের এই ব্যবস্থাকে। আপনার এই এক লেখায় তার সবটাই কি নির্মমভাবে তা ফুটে উঠলো।
জানিনা আজকালকার ভার্সিটিগুলোতে কি অবস্থা। একই রকমই আছে বলেই তো মনে হয়।
আপনার আরো লেখাগুলোও পড়ে নিচ্ছি এই বেলা। মুগ্ধতা জানিয়ে রাখলাম এইখানে।
ভালো থাকুন।