“একুশ তুমি……” সবাই রচেন, আছেন যত কবি;
আমি ভাবলাম ব্যতিক্রমটা চেষ্টা করে দেখি।
“একুশ তুমি……” শুরুতে নয়, রাখবো তোমায় শেষে;
শতেক কথার কাব্যমালা গাঁথবো একখানা কষে।
শিশির ভেজা সবুজ ঘাসে আলতো হাঁটি আমি;
মনটা আমার ছেঁয়ে থাকো শুধুই একুশ তুমি।
ঈষান কোনে মেঘের ভেলা, সুর্য হাসে রাঙী-
প্রাণে আমার দোলাটি দাও, সেওতো একুশ তুমি।
মুখের ভাষায় এত যে স্বাদ, বুঝিনি আগেতো আমি;
প্রতিটি কথায় মধু মাখাও যেন একুশ তুমি।
এলো-মেলো যে যাই বলুক, কানেতে যখন শুনি-
শব্দগুলো মধুর লাগে জেনো একুশ তুমি।
অ, আ, ক, খ, বুকের মাঝে- জানেন অন্তর্যামী;
সকাল-সন্ধ্যা স্বপ্নে বিভোর আমারই একুশ তুমি।
রফিক, শফিক, সালাম, বরকত,… নামগুলো সব জানি।
ধন্য তারা তোমার তরে মহান একুশ তুমি।
বাংলা আমার মায়ের ভাষা, সকল ভাষার রাণী;
আমার গরব তোমায় নিয়ে, প্রাণের একুশ তুমি।
ফুলে ফুলে আজ উঠবে ভরে শহীদ মিনার খানি,
শ্রদ্ধাঞ্জলী নিবেদনে হও অমর একুশ তুমি।
নগ্ন পায়ে শামিল যে হই, চলছে প্রভাতফেরী;
ভালবাসা আর শ্রদ্ধাজড়ানো- একুশে ফেব্রুয়ারী।।
রচনাকালঃ ফেব্রুয়ারী, ২০১০
😀 😀
:salute: :salute:
R@fee
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup:
মুগ্ধতার ভাষা জানা নেই।
আমার মনে হচ্ছে জানেন, এই লেখাটায় খুব ভালো সুর করার সুযোগ রয়েছে।