– স্যার, আগামী এক সপ্তাহ পড়বো না।
– ক্যানো ? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি ?
– না স্যার, এই সপ্তাহে আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিবে
– ও, আচ্ছা।
মূহুর্তেই মনে পড়ে গেলো সেই ২০০৪ এর কথা, যখন ঠিক একই রকম চিন্তা আর উত্তেজনা নিয়ে আমি অপেক্ষা করছিলাম আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এর জন্যে। এখনো মনে পড়ে ক্যাডেট কলেজের ফোন নাম্বারটা ব্যস্ত থাকায় আমার বাবার চিন্তামগ্ন মুখের কথা। ঠিক মনে আছে, ফোনের রিসিভারটা ধরা অবস্থায় আমার বাবার হাত কাঁপছিল। ফোনের রিসিভারের অন্যপাশের কথাগুলো একবার, দুইবার, তিনবার শুনে নিশ্চিত হয়ে ঘোষনা দিলেন, আমি জি.পি.এ ৫.০০ পেয়েছি।
উফ্ কি আনন্দ, কি দারুন খবর। আমার আপনজনদের দিতে পারার মতো আরো একটা সুসংবাদ।
আজ যাদের অপেক্ষার পালা শেষ হলো তাদের অনেকের গল্পই হয়ত এমন কিংবা অনেকটা এমন।
পাবনা ক্যাডেট কলেজের সবাই এবার জি.পি.এ ৫.০০ পেয়েছে। আজ আমার গর্ব করার পালা। কলেজ ছেড়ে এসেছি ৫ বছর হতে চলল, তবু প্রতি বছরই বোর্ড পরীক্ষার রেজাল্ট এর এই সময়টা আবার সুযোগ করে দেয় নিজের কলেজ নিয়ে গর্ব করার। আবার মনে করিয়ে দেয় হাসি-কান্নার সেই ৬টা বছরের কথা।
এইবার ১৩টা কলেজের প্রতিটা ছেলে মেয়ে জিপিএ ফাইভ। একজনও মিস করে নাই। সত্যি প্রতিপক্ষ, কি বিচিত্র এই সেলুকাস। B-)
লাকি থার্টিন?!
সত্যিই লাকি
প্রতিপক্ষ কোথায় ?
এতো সুস্থ প্রতিযোগিতা
১৩ কলেজ নাকি ১২ টা????
আর এস সি সি এর একজন নাকি মিস করসে, আমি জানিনা অবশ্য 🙂
তবে সেরকম রেজাল্ট :clap:
সবাইকে অভিনন্দন :clap:
হারাধনের সাত ছেলে, সবাই নিজেকে বাদ দিয়ে গুনে দেখে ছয়জন। একজন মিসিং। 😀
ব্যাপারটা ঠিক উলটো। ক্যাডেট কলেজ ছিল ১০টা। মেয়েদের একটা। এখন হইছে ৩টা। ১০ আর ৩, ১৩। ঠিক না?????
ভাই নাজমুল, তুমিও কি confused??? ছেলে ক্যাডেটদের তো অন্তত এইটা ভুল হওয়ার কথা না...।।
কেমনে কি? আগে ছিল ১০টা ফেনী আর জয়পুরহাট নিয়া হবে ১২টা ?????????? ১৩টা কেমনে??? 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হা হা হা
১২ আর ১৩ 'র মজার ধাধা
না না, আমিই ভুল লিখসি বোধহয়। বারটা ক্যাডেট কলেজ। আমাদের সময় তো দশটা ছিল। পরে আরও দুটা হলো, মোট বারটা।
অবশেষে ধাধার সমাধান পাওয়া গেলো ...... :clap:
এত জি.পি.এ ৫.০০ দিয়া কি হইব। মোটমাট ৬২হাজার ছাড়াইছে। ভাল খারাপ বোঝার কোন উপায় রইল না। যাউগ্গা, যা হইছে ভালই হইছে। শুনতে মন্দ লাগে না। কিছুটা হলেও গর্ভ বোধ হয়। ১০০% এ+!!!!
মহিউদ্দিন ভাই যাই বলেন না ক্যানো এ+ না পাইলে আজকাল কেউ দাম দ্যায় না।
আর আপনি গর্ভ না করে গর্ব করতে পারেন 😛
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি মিয়া এত খুশি ক্যান ??? 😕
😀 😀 😀
:thumbup:
থ্যাংকু জুবায়ের ভাইডি
আবেদীন সিসিবির একটা নিয়ম আছে প্রথম পোস্ট দিলে দশটা ফ্রন্টরোল দিতে হয়। শুরু কর ভাইডি
১ :frontroll: ২ :frontroll: ৩ :frontroll: ৪ :frontroll: ৫ :frontroll: ৬ :frontroll: ৭ :frontroll: ৮ :frontroll: ৯ :frontroll: ১০ :frontroll:
দিলাম ১০ টা ফ্রন্টরোল...... :guitar: