চুলকানির মলম

ঘটনা প্রবাহ ১. আমি যতক্ষনে সব ব্লকড আর জ্যামপ্যাকড রাস্তা দিয়ে ছুটে স্টেডিয়ামে পৌঁছাই ততক্ষনে এলআরবির পারফরম্যান্স প্রায় শেষের দিকে । স্টেডিয়ামের মাঝের বিত্তশালী দর্শকরা তখনো মাত্র আসতেছে, গ্যলারির মাঝের দর্শকরাও আসলে তার গান আদৌ শুনতেছে বলে মনে হল না । ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’ এই প্রবাদ আসমান থেকে পয়দা হয় নাই, আমাদের দেশেই পয়দা হইছে।জাতি হিসেবে আমরা সব সময়ই হীনমন্যতায় ভুগি। নিজেরা নিজেদের মর্যাদা দিতে না পারলে অন্যদের তো ঠ্যাকা পড়ছে এসে দিয়ে যেতে । কে কেন মান অভিমান করছে সেটা এখনো ভালভাবে জানি না। মাত্র ফিরলাম, জানার চেষ্টা করতেছি। তবে এতক্ষনে যদ্দুর শুনছি তাতে এল আর বি তাদের বরাদ্দ ২০ মিনিটের যায়গায় ৪০ মিনিট খেয়ে ফেলায় মাইলস নাকি স্টেজে উঠতে পারে নাই। আয়োজকরা কয়েক ‘ছিলিম টান’ দিয়ে না গেলে এইরকম আবলামি করার কথা না । টিউনিং করতেই তো সময় লাগে এর চেয়ে বেশী ! তবে সত্য কথা যদি বলি, আমি আমার লাইফে এলাআরবির এত বাজে পারফর্মেন্স দেখি নাই। একটা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের মত হাই প্রোফাইল ব্যান্ড এইরকম পারফর্মেন্স করার চেয়ে মান ইজ্জত থাকতে থাকতে বিদায় নেয়াটা ভাল ।

ঘটনা প্রবাহ ২. ফেসবুকে এসে বুঝতে পারলাম মানুষজন হিন্দির আগ্রাসনে বিরক্ত । ক্যান ভাই, বিয়া বাড়ীতে, গায়ে হলুদে কি বাজে ?? দিনরাত ২৪ ঘণ্টা হিন্দির মধ্যে ডুবে থাকেন, ফেসবুকে আসলেই কি মনে পড়ে যে আপনার ভাষা আসলে বাংলা ! ট্রাষ্ট মি আমি নিজে তেমন একটা হিন্দি গান শুনি না, লাস্ট কবে কোন হিন্দি মুভি দেখছি তাও মনে পড়ে না । গ্যালারীতে অনেক কিছুই দেখলাম, কিন্তু সত্যিকারের গা জ্বলা জ্বলে এইসব দ্বিচারী মানুষদের কাজ দেখে ।।

ঘটনাপ্রবাহ ৩. গালি দিলে দেন, সমস্যা নাই। কিন্তু মতের মিল না হইলেও হাওয়ার সাথেই চলব সেই বান্দা আমি না । হিন্দি গান তেমন না শুনলেও এ আর রহমানকে শ্রদ্ধা না করার কোন কারন দেখি না। হিটলারের দেশের মানুষ বলে আমি কি ‘মোটজারট’ শুনে হুঁশ হারাতে পারব না- বিটোভেন শুনে চোখের কোনা দিয়ে জল ফেলতে পারব না ! পিওর জিনিয়াসদের দেশ-কাল-জাত নাই। এরা ইউনিভার্সাল। কোন কালেই-কোন বয়সেই ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান ছিলাম না, কিন্তু আজিবন দ্রাবিড়-টেন্ডুল্কারের ব্যাটিং দেখে বিনোদিত হয়ে গেছি । জিনিয়াসদের কাজকে এপ্রেশিয়েট করে না কে ?? আর এ আর রহমান কি হিন্দিতে গান না গেয়ে বাংলায় গাবে ?? আজিব লোকজন ! ‘একন’ ও তো ছিল, তার সব খুন মাফ ক্যান ?? আর এন্ডিং এ যে সব আমাদের দেশী শিল্পীদের দিয়ে করানো হল সেটা নিয়ে কোন কথা নাই ক্যান ?? হাওয়ার সাথে সব সময় চলতে পারমু না ভাই, মাফ চায়া গেলাম । আজকে যদি মৃত ওস্তাদ বিসমিল্লাহ খান আসত তাহলেও কি এত কথা হত ?

ঘটনাপ্রবাহ ৪. অনেক জিনিস আমাকেও বাগিং করছে গোটা সময়েই, প্রতিটা সময়ই প্রথম দেশের নাম দেখানো শুরু করছে ইন্ডিয়াকে দিয়ে । এত এত হিন্দি গান শুনতে শুনতে তো টায়ার্ড ই হয়ে গেছিলাম । তেমন অবাক হইনাই অবশ্য, বরং না হইলেই অবাক হইতাম ! গা সয়ে যাইতেছে আস্তে আস্তে, চেষ্টা করেন আপনারও হয়ে যাবে। না হলে আপনিই পড়বেন বিপদে ! ২৬ তারিখ আসতে তো আরও ১৩ দিন, এখনই দেশপ্রেম এত চাগাড় দিলে চলে !

ঘটনাপ্রবাহ ৫.আপনি আমি চিল্লায়া লাভ নাই । হিন্দি গানের সময় নর্তন-কুর্দন আর চিতকারে কান ঝালাপালা হয়ে গেছে, এই দেশের মানুষ বাংলা গান জানে না কিন্তু দুনিয়ার যাবতীয় হিন্দি গানের লিরিক তাদের ঠোঁটের আগায়। অনুষ্ঠান এদেরই। আবাল- বৃদ্ধ- বণিতা -তরুন-যুবারা একনের ‘চ্ছাম্মাক চ্ছাল্লো’র সাথে যে ‘ওপেন গ্যালারী’ ড্যান্স দিছে তা দেখেই আমার পেট ভরে গেছে। আজ রাতে আর ডিনার করার দরকার নাই। আয়োজকদের দোষ দিয়া লাভ কি ??

কে যেন বলছিলেন, ‘ শেখ মুজিব একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন’।

কথাটা একেবারে মিথ্যা না। সামনে আরও অনেক কিছুই দেখতে হবে। বাচ্চাদের আরও বেশী বেশী হিন্দি কারটুন দেখান, নিজেরাও আরও বেশী বেশী হিন্দি সিরিয়াল দেখেন । প্রস্তুতি নেন, প্রস্তুত হোন।

কোন কথা বলার আগে একটা প্রশ্নের জবাব দিয়ে জায়েন …

”শেষ কবে কোন বাংলা গানের সিডি বা এ্যালবাম কিনছিলেন?? শিল্পীরা কি হাওয়া খেয়ে বাচবে ??”

১,২৯৫ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “চুলকানির মলম”

  1. রেজা শাওন (০১-০৭)

    খালেক, তোমার ব্লগের বক্তব্যের সাথে একমত। সিলিম টানের কথার উল্লেখ করেছ, এখানে সামান্য ভুল আছে। ব্যাপারটা আসলেই এমন ঘটে থাকলে, এতো বাজে আয়োজন সম্ভব না।

    দেশ জাতি আর বাইরের লোকেদের ধুয়ে ফেলার আগে, নিজেরা আগে লাইনে আসি। আমীন।

    জবাব দিন
  2. শাহরিয়ার (০৬-১২)
    দেশ জাতি আর বাইরের লোকেদের ধুয়ে ফেলার আগে, নিজেরা আগে লাইনে আসি। আমীন।

    :clap: :clap: :clap:


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন
  3. মোকাব্বির (৯৮-০৪)
    শেখ মুজিব একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন

    এবং ছাপ্পান্ন হাজার বর্গমাইল দাবী করতে মাত্র নয় মাস লেগেছে। বড় অন্যায় আবদার। বড় তাড়াতাড়ি পেয়েছি।

    বিদেশে নাই টিভি এবং ব্যস্ত ছিলাম-আছি। গতকাল সকালে কিছুটা আঁচ করে সিদ্ধান্ত নিলাম আগামী ২৪ ঘন্টা নিউজ ফীড দেখা যাবে না। প্রচুর খুচরা ব্যবসায়ী থাকবে এই সময়টায়। আমার কৌশল প্রায় সফল। যাই হোক

    সকল কথার বড় কথাঃ

    দেশ জাতি আর বাইরের লোকেদের ধুয়ে ফেলার আগে, নিজেরা আগে লাইনে আসি। আমীন।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  4. রাজীব (১৯৯০-১৯৯৬)
    ‘ শেখ মুজিব একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন’

    :thumbup:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  5. রাজীব (১৯৯০-১৯৯৬)
    ”শেষ কবে কোন বাংলা গানের সিডি বা এ্যালবাম কিনছিলেন?? শিল্পীরা কি হাওয়া খেয়ে বাচবে ??”

    ::salute::


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    হিন্দি ভালো না খারাপ সে কথায় যাচ্ছি না।
    কিন্তু এইসব আসরে দেশি জিনিসপত্র প্রমোট করা উচিত, তা সে শিল্পীই হোক আর টুরিজমই হোক।

    প্রবলেমটা আমাদের নিজেদের।
    যেই কারণে শুক্রবার ছুটি বন্ধ করা সম্ভব না সেই একই কারণে বস্তাপচা হিন্দি চ্যানেলগুলা বন্ধ করা সম্ভব না।
    সবই রাজনীতি....।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  7. মাহমুদুল (২০০০-০৬)

    কথাটা একেবারে মিথ্যা না। সামনে আরও অনেক কিছুই দেখতে হবে। বাচ্চাদের আরও বেশী বেশী হিন্দি কারটুন দেখান, নিজেরাও আরও বেশী বেশী হিন্দি সিরিয়াল দেখেন । প্রস্তুতি নেন, প্রস্তুত হোন।

    ”শেষ কবে কোন বাংলা গানের সিডি বা এ্যালবাম কিনছিলেন?? শিল্পীরা কি হাওয়া খেয়ে বাচবে ??

    :thumbup:


    মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।